Ajker Patrika

ভিয়ারিয়ালের বিপক্ষে হারকে অপ্রত্যাশিত বলছেন আনচেলত্তি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২: ৪৪
ভিয়ারিয়ালের বিপক্ষে হারকে অপ্রত্যাশিত বলছেন আনচেলত্তি

ভিয়ারিয়ালের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ ৷ উল্টো নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের পরাজয় মেনে নিতে হয়েছে লস ব্লাংকোসদের। এতে করে নিজেদের সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানের জয়ের আত্মবিশ্বাসও কাজে লাগল না তাদের। 

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ জয়ের সবকিছুই ছিল রিয়ালের পক্ষে। নিজেদের মাঠে খেলার সঙ্গে ছিল বার্সার বিপক্ষে সর্বশেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস। এমনকি ম্যাচে দুবার এগিয়েও ছিল তারা। কিন্তু অপ্রত্যাশিতভাবে হেরে গেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এই হারকে অপ্রত্যাশিত বলে স্বীকার করছেন রিয়াল কোচও। 

ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি বলেছেন, ‘হারটা আমাদের প্রাপ্য ছিল না। ম্যাচে আরও ভালো খেলতে পারতাম। শারীরিকভাবে ভালো এবং অনেক সুযোগ তৈরি করায় হারটা আমাদের প্রাপ্য ছিল না। তবে সম্প্রতি কয়েক ম্যাচ থেকেই আমাদের ভারসাম্য ঠিক নেই। দুবার এগিয়ে যাওয়ার পর আমাদের ধারাবাহিকতা ধরে রাখা উচিত ছিল। ফলে গত বছরের তুলনায় লিগে আমাদের অবস্থান আরও বাজে হয়েছে।’ 

ম্যাচের ১৬ মিনিটে মার্কো অ্যাসেনসিওর শট প্রতিপক্ষের খেলোয়াড় পাউ তোরেসের পায়ে লেগে এগিয়ে যায় রিয়াল। তবে বিরতিতে যাওয়ার ঠিক ৬ মিনিট আগে গোল শোধ দেন স্যামুয়েল চুকুওয়ে। বিরতি শেষে আবারও এগিয়ে যায় স্বাগতিকেরা। ৪৮ মিনিটে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ ফিনিশিং করেন গত দুই মৌসুম ধরেই দুর্দান্ত খেলা রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়ুস। পরে গোলটিও শোধ দেয় ভিয়ারিয়াল। ৭০ মিনিটে শোধ দেওয়া গোলের নায়ক বদলি নামা লুইস মোরালেস। আর ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে দলকে রেকর্ড জয় এনে দেন প্রথম গোলের নায়ক চুকুওয়ে। 

রেকর্ড গোল বলার কারণ হচ্ছে প্রথমবারের মতো রিয়ালের বিপক্ষে এক মৌসুমে লিগের দুই ম্যাচেই জয় পেয়েছে ভিয়ারিয়াল। এর আগের ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছিল তারা। তাদের আগে মাদ্রিদের ক্লাবের বিপক্ষে সর্বশেষ উভয় ম্যাচে ২০১৮-১৯ মৌসুমে জয় পেয়েছিল বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদ। 

এই হারে লিগের শিরোপা ধরে রাখাটা বেশ কঠিন হয়েছে রিয়ালের। শীর্ষে থাকা বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলেও ১২ পয়েন্টে পিছিয়ে। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্টে তারা দুইয়ে। অন্যদিকে ২৭ ম্যাচে ৭১ পয়েন্টে শীর্ষে কাতালান ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত