হট ফেবারিট হিসেবেই এবারের বিশ্বকাপ খেলতে এসেছে আর্জেন্টিনা। ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা গতকাল সৌদি আরবের বিপক্ষে লিড নিয়ে সেই সামর্থ্যের প্রমাণও দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে এখন আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গটা আপাতত দূরেই সরিয়ে রাখতে হচ্ছে।
দ্বিতীয় রাউন্ডে যেতে হলে পরের দুই ম্যাচেই জিততে হবে আর্জেন্টিনা। কিন্তু পথটা অনেক কঠিন এখন। গতকাল পোল্যান্ড-মেক্সিকোর ম্যাচটা গোলশূন্য ড্র হওয়ায় চাপ আরও বেড়েছে আর্জেন্টিরা। এই মুহূর্তে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ৩ পয়েন্ট নিয়ে সৌদি আরব। ১ পয়েন্ট নিয়ে পোলান্ড, সমান ১ পয়েন্ট নিয়ে মেক্সিকো তিনে। আর সবার তলানিতে আর্জেন্টিনা। বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই হবে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে মেক্সিকো-পোল্যান্ডের। শক্তিমত্তা ও অতীত রেকর্ডে চোখ রাখলে, মেসিদের সামনে সৌদি আরবের চেয়েও কঠিন প্রতিপক্ষ হবে পোল্যান্ড ও মেক্সিকো। এই গ্রুপে আর কোনো ম্যাচে ড্র হলেই চাপ দ্বিগুণ হবে মেসিদের, তখন তাঁদের তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের দিকে। আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বাকি তিন দলের সুযোগ হয়েছে ড্র করেও এগিয়ে যাওয়ার।
বোঝাই যাচ্ছে, মেসিদের সামনে হিসাব কতটা জটিল। পোল্যান্ড-মেক্সিকো দুই দলই চাইবে আর্জেন্টিনার বিপক্ষে কোনোভাবে হার এড়াতে। আর তারা চাইবে সৌদি আরবের সঙ্গে ম্যাচ জিততে। অবশ্য এখন সৌদিরও দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তবে এই ঘোর দুঃসময়ে আর্জেন্টিনা সমর্থকেরা অনুপ্রাণিত হতে পারেন ইতিহাস থেকে। ১৯৯০ সালেও একই পরিস্থিতিতে পড়েছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে বাদ পড়ার শঙ্কায় ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে সেবার ফাইনালে খেলেছিল আলবিসেলেস্তারা।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কা জেগেছিল আর্জেন্টিনার। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হেরে ছিল ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিলেন মেসি-দি মারিয়ারা। ইতিহাস অনুপ্রাণিত করলেও এবারের গ্রুপের হিসাবটা মোটেও সহজ নয় আর্জেন্টিনার। মেসির শেষ সুযোগ রাঙানোর তাড়নাও চাপ বাড়িয়ে দিচ্ছে আকাশি নীলদের।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
হট ফেবারিট হিসেবেই এবারের বিশ্বকাপ খেলতে এসেছে আর্জেন্টিনা। ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা গতকাল সৌদি আরবের বিপক্ষে লিড নিয়ে সেই সামর্থ্যের প্রমাণও দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে এখন আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গটা আপাতত দূরেই সরিয়ে রাখতে হচ্ছে।
দ্বিতীয় রাউন্ডে যেতে হলে পরের দুই ম্যাচেই জিততে হবে আর্জেন্টিনা। কিন্তু পথটা অনেক কঠিন এখন। গতকাল পোল্যান্ড-মেক্সিকোর ম্যাচটা গোলশূন্য ড্র হওয়ায় চাপ আরও বেড়েছে আর্জেন্টিরা। এই মুহূর্তে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ৩ পয়েন্ট নিয়ে সৌদি আরব। ১ পয়েন্ট নিয়ে পোলান্ড, সমান ১ পয়েন্ট নিয়ে মেক্সিকো তিনে। আর সবার তলানিতে আর্জেন্টিনা। বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই হবে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে মেক্সিকো-পোল্যান্ডের। শক্তিমত্তা ও অতীত রেকর্ডে চোখ রাখলে, মেসিদের সামনে সৌদি আরবের চেয়েও কঠিন প্রতিপক্ষ হবে পোল্যান্ড ও মেক্সিকো। এই গ্রুপে আর কোনো ম্যাচে ড্র হলেই চাপ দ্বিগুণ হবে মেসিদের, তখন তাঁদের তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের দিকে। আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বাকি তিন দলের সুযোগ হয়েছে ড্র করেও এগিয়ে যাওয়ার।
বোঝাই যাচ্ছে, মেসিদের সামনে হিসাব কতটা জটিল। পোল্যান্ড-মেক্সিকো দুই দলই চাইবে আর্জেন্টিনার বিপক্ষে কোনোভাবে হার এড়াতে। আর তারা চাইবে সৌদি আরবের সঙ্গে ম্যাচ জিততে। অবশ্য এখন সৌদিরও দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তবে এই ঘোর দুঃসময়ে আর্জেন্টিনা সমর্থকেরা অনুপ্রাণিত হতে পারেন ইতিহাস থেকে। ১৯৯০ সালেও একই পরিস্থিতিতে পড়েছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে বাদ পড়ার শঙ্কায় ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে সেবার ফাইনালে খেলেছিল আলবিসেলেস্তারা।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কা জেগেছিল আর্জেন্টিনার। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হেরে ছিল ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিলেন মেসি-দি মারিয়ারা। ইতিহাস অনুপ্রাণিত করলেও এবারের গ্রুপের হিসাবটা মোটেও সহজ নয় আর্জেন্টিনার। মেসির শেষ সুযোগ রাঙানোর তাড়নাও চাপ বাড়িয়ে দিচ্ছে আকাশি নীলদের।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
খেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
২৮ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
১ ঘণ্টা আগেলাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগস্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবশ্যার চাঁদ’-এর মতো।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটে ফেলেছে আর্জেন্টিনা। আর এ বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের আর্জেন্টিনা অনেকটাই ঝাড়া হাত পা। তবে তাই বলে তো তাঁরা বসে থাকছেন না।
৪ ঘণ্টা আগে