Ajker Patrika

মেসির নতুন হোটেলে যা থাকছে

মেসির নতুন হোটেলে যা থাকছে

ফুটবলের বাইরে পর্যটন খাতেও ফুলেফেঁপে উঠছে লিওনেল মেসির সাম্রাজ্য। পিএসজির আর্জেন্টাইন মহাতারকার এমআইএম হোটেল চেইনে যুক্ত হচ্ছে ষষ্ঠ হোটেল এমআইএম সোতো গ্রান্দে।

স্পেনের দক্ষিণে কাদিজের উপকূলীয় অঞ্চলে গড়ে উঠেছে মেসির মালিকানাধীন ষষ্ঠ হোটেল। ৪৫ কক্ষের বিলাসবহুল হোটেলটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আগামী এপ্রিল মাসে। হোটেলে আছে দুটি রেস্টুরেন্টও। থাকছে স্পায়ের ব্যবস্থাও। 

উপকূল ঘেঁষা হোটেলটির সামনেই মেডিটেরেনিয়ান সাগর। পর্যটকেরা চাইলে বিলাস বহুল ইয়াটে চড়ে সময় কাটাতে পারবেন সাগরে। থাকছে গলফ, পোলো খেলার ব্যবস্থাও। 

মেসির প্রতিশ্রুতি অনুযায়ী পরিবেশের ভারসাম্য ঠিক রেখে নির্মিত হোটেলটি এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গ্রিন বিল্ডিং কাউন্সিল’ স্বীকৃতি পেয়েছে। পিএসজি ফরোয়ার্ডের আগের পাঁচ হোটেলও পেয়েছে এই স্বীকৃতি। 

স্পেনের জুড়ে পর্যায়ক্রমে একের পর এক হোটেল নির্মাণে বিনিয়োগ করছে মেসির এমআইএম হোটেল চেইন। কাদিজের আগে স্টিগস, ইবিজা, মায়োর্কা, বাকুইরা ও অ্যান্ডোরাতেও আছে মেসির হোটেল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত