যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে আজ। মূল টুর্নামেন্ট শুরুর আগে গতকাল শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেলেও চিন্তিত রাহুল দ্রাবিড়।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ-ভারত। বিশ্বকাপ সামনে রেখে এই মাঠ তৈরি হয়েছে মাত্র তিন মাসে। মাঠের আউটফিল্ড কিছুটা ধীরগতির দেখা গেছে। ড্রপ-ইন উইকেটে কিছুটা বাউন্স দেখা গেছে। বল আকাশে উঠলেও ফিল্ডাররা যেভাবে ক্যাচ ধরার আশা করছিলেন, সেভাবে নাগাল পাননি। ফিল্ডারদের কিছুটা ভুগতে হয়েছে। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের চোট নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করতে দেখা গেছে দ্রাবিড়কে। বিসিসিআইকে ভারতীয় কোচ বলেন, ‘মাঠ কিছুটা নরম ছিল। মনে হচ্ছে আগামীকাল ছেলেদের হ্যামস্ট্রিং, কাঁধে সমস্যা হতে পারে। তাই এই জায়গাটায় আমাদের নিশ্চিত করতে হবে যে খেলোয়াড়েরা যেন নিজেদের দেখাশোনা করে। কারণ, কিছু একটা অস্বস্তি বোধ হচ্ছিল।’
প্রথমে ব্যাটিং করে গতকাল ভারত ৫ উইকেটে ১৮২ রান করেছে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ আটকে যায় ৯ উইকেটে ১২২ রান করে। এই নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত। মাঠের সমস্যা থাকলেও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন দ্রাবিড়। ভারতীয় কোচ বলেন, ‘আমার মনে হয় মাঠ কিছুটা ফাঁপা মনে হয়েছে। তবে সেটার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি ভালোভাবে। ব্যাটাররা এমন উইকেটে ভালো খেলেছে। বোলাররাও ভালো খেলেছে। আশা করি আগামী দুদিনে প্রস্তুতি সারতে পারব।’
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাজে হারের পর দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। হার্দিক পান্ডিয়াকে করা নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে বোলিংয়ের বাঁ হাতেই চোট পেয়েছেন শরীফুল ইসলাম (মধ্যমা ও বুড়ো আঙুলের মাঝে)। তীব্র ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন শরীফুল। পরে জানা গেছে, বাংলাদেশের বাঁহাতি পেসারের হাতে লেগেছে ৬ সেলাই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শরীফুলকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে আজ। মূল টুর্নামেন্ট শুরুর আগে গতকাল শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেলেও চিন্তিত রাহুল দ্রাবিড়।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ-ভারত। বিশ্বকাপ সামনে রেখে এই মাঠ তৈরি হয়েছে মাত্র তিন মাসে। মাঠের আউটফিল্ড কিছুটা ধীরগতির দেখা গেছে। ড্রপ-ইন উইকেটে কিছুটা বাউন্স দেখা গেছে। বল আকাশে উঠলেও ফিল্ডাররা যেভাবে ক্যাচ ধরার আশা করছিলেন, সেভাবে নাগাল পাননি। ফিল্ডারদের কিছুটা ভুগতে হয়েছে। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের চোট নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করতে দেখা গেছে দ্রাবিড়কে। বিসিসিআইকে ভারতীয় কোচ বলেন, ‘মাঠ কিছুটা নরম ছিল। মনে হচ্ছে আগামীকাল ছেলেদের হ্যামস্ট্রিং, কাঁধে সমস্যা হতে পারে। তাই এই জায়গাটায় আমাদের নিশ্চিত করতে হবে যে খেলোয়াড়েরা যেন নিজেদের দেখাশোনা করে। কারণ, কিছু একটা অস্বস্তি বোধ হচ্ছিল।’
প্রথমে ব্যাটিং করে গতকাল ভারত ৫ উইকেটে ১৮২ রান করেছে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ আটকে যায় ৯ উইকেটে ১২২ রান করে। এই নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত। মাঠের সমস্যা থাকলেও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন দ্রাবিড়। ভারতীয় কোচ বলেন, ‘আমার মনে হয় মাঠ কিছুটা ফাঁপা মনে হয়েছে। তবে সেটার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি ভালোভাবে। ব্যাটাররা এমন উইকেটে ভালো খেলেছে। বোলাররাও ভালো খেলেছে। আশা করি আগামী দুদিনে প্রস্তুতি সারতে পারব।’
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাজে হারের পর দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। হার্দিক পান্ডিয়াকে করা নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে বোলিংয়ের বাঁ হাতেই চোট পেয়েছেন শরীফুল ইসলাম (মধ্যমা ও বুড়ো আঙুলের মাঝে)। তীব্র ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন শরীফুল। পরে জানা গেছে, বাংলাদেশের বাঁহাতি পেসারের হাতে লেগেছে ৬ সেলাই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শরীফুলকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
আরও পড়ুন:
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে