শরণার্থী শিবিরে জন্ম নিলেও যে বিশ্বকাপ ফুটবল খেলা যায়, আলফানসো দেভিস তা প্রমাণ করে দিলেন। লাইবেরিয়ার পিতা-মাতার সন্তান দেভিসের জন্ম হয় ঘানায় এক শরণার্থীশিবিরে। দ্বিতীয় লাইবেরিয়ার গৃহযুদ্ধের সময় দেভিসের বাবা-মা তাঁদের সন্তানদের নিয়ে বিভিন্ন শরণার্থীশিবিরে ছুটতে থাকে। ২০০৫ সালে তারা কানাডায় স্থানান্তরিত হয়। সেখান থেকেই ফুটবলার হিসেবে গড়ে ওঠেন আলফানসো দেভিস।
কৈশোরের ক্লাব এডমন্টন ইন্টারন্যাশনাল থেকে বর্তমানে বায়ার্ন মিউনিখের মূল দলে খেলছেন তিন বছর ধরে। আজ কানাডার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার পর আবেগে আপ্লুত হয়ে ওঠেন এই অ্যাটাকিং লেফট ব্যাক। বায়ার্ন মিউনিখে লেফটব্যাক হিসেবে খেললেও কানাডা জাতীয় দলে তাকে ফরোয়ার্ড হিসেবেই ডাকা হয়েছে। কানাডার কোচ জন হের্ডমান বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার পর আবেগ ধরে রাখতে না পেরে টুইট করেন আলফানসো দেভিস।
টুইটে দেভিস লিখেন, ‘শরণার্থীশিবিরে জন্মালে একটি শিশু সাধারণত এটি করতে পারে না। কিন্তু আমরা বিশ্বকাপে যাচ্ছি। কাউকেই তোমার স্বপ্নগুলো অবাস্তব বলতে দেবেন না। স্বপ্ন দেখুন, আর তা অর্জন করুন।’
কানাডার বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন-
গোলরক্ষক: জেমস প্যানটেমিস, মিলান বোরজান, ডেইন সেন্ট ক্লেয়ার
ডিফেন্ডাররা: স্যামুয়েল অ্যাডেকুগবে, জোয়েল ওয়াটারম্যান, অ্যালিস্টার জনস্টন, রিচি লারিয়া, কামাল মিলার, স্টিভেন ভিটোরিয়া, ডেরেক কর্নেলিয়াস
মিডফিল্ডস: লিয়াম ফ্রেজার, ইসমায়েল শঙ্কু, মার্ক-অ্যান্টনি কায়, ডেভিড ওথারস্পুন, জোনাথন ওসোরিও, আতিবা হাচিনসন, স্টিফেন ইউস্টাকিও, স্যামুয়েল পিয়েট
ফরওয়ার্ডস: তাজন বুকানন, লিয়াম মিলার, লুকাস ক্যাভালিনি, আইকে উগবো, জুনিয়র হোয়েলেট, জোনাথন ডেভিড, সাইল লারিন, আলফোনসো ডেভিস
শরণার্থী শিবিরে জন্ম নিলেও যে বিশ্বকাপ ফুটবল খেলা যায়, আলফানসো দেভিস তা প্রমাণ করে দিলেন। লাইবেরিয়ার পিতা-মাতার সন্তান দেভিসের জন্ম হয় ঘানায় এক শরণার্থীশিবিরে। দ্বিতীয় লাইবেরিয়ার গৃহযুদ্ধের সময় দেভিসের বাবা-মা তাঁদের সন্তানদের নিয়ে বিভিন্ন শরণার্থীশিবিরে ছুটতে থাকে। ২০০৫ সালে তারা কানাডায় স্থানান্তরিত হয়। সেখান থেকেই ফুটবলার হিসেবে গড়ে ওঠেন আলফানসো দেভিস।
কৈশোরের ক্লাব এডমন্টন ইন্টারন্যাশনাল থেকে বর্তমানে বায়ার্ন মিউনিখের মূল দলে খেলছেন তিন বছর ধরে। আজ কানাডার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার পর আবেগে আপ্লুত হয়ে ওঠেন এই অ্যাটাকিং লেফট ব্যাক। বায়ার্ন মিউনিখে লেফটব্যাক হিসেবে খেললেও কানাডা জাতীয় দলে তাকে ফরোয়ার্ড হিসেবেই ডাকা হয়েছে। কানাডার কোচ জন হের্ডমান বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার পর আবেগ ধরে রাখতে না পেরে টুইট করেন আলফানসো দেভিস।
টুইটে দেভিস লিখেন, ‘শরণার্থীশিবিরে জন্মালে একটি শিশু সাধারণত এটি করতে পারে না। কিন্তু আমরা বিশ্বকাপে যাচ্ছি। কাউকেই তোমার স্বপ্নগুলো অবাস্তব বলতে দেবেন না। স্বপ্ন দেখুন, আর তা অর্জন করুন।’
কানাডার বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন-
গোলরক্ষক: জেমস প্যানটেমিস, মিলান বোরজান, ডেইন সেন্ট ক্লেয়ার
ডিফেন্ডাররা: স্যামুয়েল অ্যাডেকুগবে, জোয়েল ওয়াটারম্যান, অ্যালিস্টার জনস্টন, রিচি লারিয়া, কামাল মিলার, স্টিভেন ভিটোরিয়া, ডেরেক কর্নেলিয়াস
মিডফিল্ডস: লিয়াম ফ্রেজার, ইসমায়েল শঙ্কু, মার্ক-অ্যান্টনি কায়, ডেভিড ওথারস্পুন, জোনাথন ওসোরিও, আতিবা হাচিনসন, স্টিফেন ইউস্টাকিও, স্যামুয়েল পিয়েট
ফরওয়ার্ডস: তাজন বুকানন, লিয়াম মিলার, লুকাস ক্যাভালিনি, আইকে উগবো, জুনিয়র হোয়েলেট, জোনাথন ডেভিড, সাইল লারিন, আলফোনসো ডেভিস
বড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
১ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যেই দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তার নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদও প্রকাশ করে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। প্রায় ৫০০ অ্যাথলেট ও কোচ অংশ নিতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। সামার অ্যাথলেটিকসের মূল ইভেন্ট হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
৩ ঘণ্টা আগে