চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পিএসজি। ইউরোপ সেরা হওয়ার আশায় উন্মুখ হয়ে থাকা ফরাসি ক্লাবটিতে আছে একঝাঁক তারকা ফুটবলার। ইউরোপ সেরা হতে নতুন করে এ মৌসুমে ক্লাবটি দলে ভিড়িয়েছে লিওনেল মেসিকে। দলে আগে থেকেই বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
এতসব তারকা নিয়েও মাঠে ছন্নছাড়া দেখাচ্ছে পিএসজিকে। চ্যাম্পিয়নস লিগে অভিষেকের ম্যাচ রাঙাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। জ্বলে উঠতে পারেননি এমবাপ্পে-নেইমাররাও। মেসি যোগ দেওয়ার পর প্রথমবার শুরুর একাদশে ছিলেন মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী। আর এতে ফুটবলপ্রেমীদের তিনজনকে একসঙ্গে মাঠে নামতে দেখার আগ্রহের অবসানও ঘটে।
তবে তিনজনের কেউই গোলের দেখা পাননি। ম্যাচ শেষে এ নিয়ে কথা বলতে হয়েছে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোকে। ৪৯ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘ওদের একসঙ্গে জ্বলে উঠতে সময় লাগবে। আরও অনেক কাজ করতে হবে আমাদের। আমি আগেই বলেছি, আমরা এখনো একটা দল হয়ে উঠতে পারিনি। গুছিয়ে উঠতে সময় লাগবে।’
লিগ ওয়ানে শুরুটা ভালো হলেও চ্যাম্পিয়নস লিগে হতাশা দিয়েই অভিযান শুরু করল পিএসজি। ভুল শুধরে সামনে আরও ভালো কথা জানিয়েছেন পচেত্তিনো। বলেছেন, ‘আমাদের আরও ধারাবাহিক ও সাবলীল হতে হবে। এই ম্যাচে অনেক বেশি ভুল করেছি আমরা। তবে এত কিছুর পরও আমি ফুটবলারদের নিয়ে সন্তুষ্ট। আমাদের স্থির থেকে কাজ করে যেতে হবে।’
আগামী ২০ সেপ্টেম্বর লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামবে পিএসজি।
চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পিএসজি। ইউরোপ সেরা হওয়ার আশায় উন্মুখ হয়ে থাকা ফরাসি ক্লাবটিতে আছে একঝাঁক তারকা ফুটবলার। ইউরোপ সেরা হতে নতুন করে এ মৌসুমে ক্লাবটি দলে ভিড়িয়েছে লিওনেল মেসিকে। দলে আগে থেকেই বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
এতসব তারকা নিয়েও মাঠে ছন্নছাড়া দেখাচ্ছে পিএসজিকে। চ্যাম্পিয়নস লিগে অভিষেকের ম্যাচ রাঙাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। জ্বলে উঠতে পারেননি এমবাপ্পে-নেইমাররাও। মেসি যোগ দেওয়ার পর প্রথমবার শুরুর একাদশে ছিলেন মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী। আর এতে ফুটবলপ্রেমীদের তিনজনকে একসঙ্গে মাঠে নামতে দেখার আগ্রহের অবসানও ঘটে।
তবে তিনজনের কেউই গোলের দেখা পাননি। ম্যাচ শেষে এ নিয়ে কথা বলতে হয়েছে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোকে। ৪৯ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘ওদের একসঙ্গে জ্বলে উঠতে সময় লাগবে। আরও অনেক কাজ করতে হবে আমাদের। আমি আগেই বলেছি, আমরা এখনো একটা দল হয়ে উঠতে পারিনি। গুছিয়ে উঠতে সময় লাগবে।’
লিগ ওয়ানে শুরুটা ভালো হলেও চ্যাম্পিয়নস লিগে হতাশা দিয়েই অভিযান শুরু করল পিএসজি। ভুল শুধরে সামনে আরও ভালো কথা জানিয়েছেন পচেত্তিনো। বলেছেন, ‘আমাদের আরও ধারাবাহিক ও সাবলীল হতে হবে। এই ম্যাচে অনেক বেশি ভুল করেছি আমরা। তবে এত কিছুর পরও আমি ফুটবলারদের নিয়ে সন্তুষ্ট। আমাদের স্থির থেকে কাজ করে যেতে হবে।’
আগামী ২০ সেপ্টেম্বর লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামবে পিএসজি।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
২৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৪ ঘণ্টা আগে