Ajker Patrika

মেসির জ্বলে না ওঠার দিনে হার এড়াল পিএসজি 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ৩০
মেসির জ্বলে না ওঠার দিনে হার এড়াল পিএসজি 

লিগ ওয়ানে আগের ম্যাচে নিজেদের মাঠে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল প্যারিস সেন্ট-জার্মেই। এবার প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। গত রাতে লেঁসের বিপক্ষে হারের শঙ্কা জাগিয়ে শেষে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে। 

বল দখলে পিএসজি আধিপত্য দেখালেও আক্রমণে এগিয়ে ছিল লেঁস। গোলের উদ্দেশে নেওয়া ১৮ শটের সাতটি লক্ষ্যে ছিল। আর পিএসজির ১৩ শটের ছয়টি। চোটের কারণে আগে থেকেই নিশ্চিত ছিল এই ম্যাচে খেলছেন না নেইমার। আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকেও এই ম্যাচে অর্ধেকের বেশি সময় বেঞ্চে থাকতে হয়েছে। 

ম্যাচের শুরুর একাদশে এমবাপ্পে আর চোটের কারণে নেইমার না থাকার রাতে তিন আর্জেন্টাইন লিওনেল মেসি, মাউরো ইকার্দি ও আনহেল দি মারিয়াকে নিয়ে আক্রমণভাগ সাজান পচেত্তিনো। ৭০ মিনিটে এমবাপ্পে নামলেও ভাগ্য বদলায়নি পিএসজির। উল্টো গোল হজম করে। আলো ছড়াতে পারেনি মেসিও। 

৬২ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে সিকো ফোফানার শট পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের হাত ফসকে জালে জড়িয়ে যায়। নির্ধারিত সময়ের বাকি সময় পর্যন্ত এই লিড ধরে রেখেছিল লেঁস। তবু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ম্যাচের যোগ করা সময়ে জর্জিনিও ভিনালদাম গোল করে নিশ্চিত হার এড়ায় পিএসজি। লেঁসের সঙ্গে এই ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেও অবশ্য পয়েন্ট তালিকার ১ নম্বরে আছে মেসি-এমবাপ্পেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত