হোয়ান গাম্পার ট্রফিতে সর্বশেষ ১১ বছর আগে হেরেছিল বার্সেলোনা। গতকাল আবারও সেই হারের সম্ভাবনা উঁকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৪–২ গোলে টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা।
বার্সার টানা ১১ বারের মতো ট্রফি জয়ের ‘নায়ক’ ১৬ বছরের এক কিশোর। কৈশোর না পেরোনো সেই ফুটবলারের নাম নামিনে ইয়ামাল। গত মৌসুমে লা লিগায় বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন তিনি। বার্সা যখন ২–১ গোলে পিছিয়ে ম্যাচে হারের পথে, ঠিক তখনই বদলি নেমে মোড় ঘুরিয়ে দিলেন তিনি।
৮০ মিনিটে বদলি নামা ইয়ামাল এক মিনিট পরেই দলকে সমতায় ফেরানো দুর্দান্ত এক পাস দিলেন। ডান প্রান্ত থেকে তাঁর বাড়ানো বলে শুধু পা লাগানোর কাজটুকু করেন ফেরান তোরেস। সমতায় ফেরার পর ইংলিশ ক্লাবকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সা। এই ছিটকে দেওয়ার পেছনেই ইয়ামালের অবদান। গোল না পেলেও তাঁর নামার পর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে কাতালান ক্লাব। ম্যাচের শেষ ১৫ মিনিটে ৩ গোল পায় জাভি হার্নান্দেজের দল।
সমতাসূচক গোলের পর ৯০ মিনিটে ম্যাচে এগিয়ে যায় বার্সা। তোরেসের সহায়তায় গোলটি করেন বদলি নামা আনসু ফাতি। স্প্যানিশ ফরোয়ার্ড ফাতি গোল করার আগে তোরেসকে যখন ইয়ামাল পাস দেন, তখন প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে দুর্দান্ত ডামিতে বোকা বানান উদীয়মান এই উইঙ্গার। পরে অতিরিক্ত সময়ে টটেনহামের গোলবারে শেষ পেরেক মারেন আবদে এজ্জালজুলি।
এর আগে অলিম্পিক স্টেডিয়ামে শুরুতেও এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তবে কিছুক্ষণ পর ম্যাচে ঘুরে দাঁড়ায় টটেনহাম। ২৪ মিনিটে দলের সমতাসূচক গোলের পর লিডও এনে দেন রক্ষণাত্মক মিডফিল্ডার অলিভার স্কিপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৬ মিনিটে। তাঁর জোড়া গোলেই ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল টটেনহাম। ম্যাচ জয়েরও আশা দেখছিল ইংলিশ ক্লাব। কিন্তু ১৬ বছরের ইয়ামাল নামার পরেই ম্যাচের পুরো চিত্র বদলে যায়।
বার্সা ৪–২ গোলে সাবেক সভাপতি হোয়ান গাম্পারের নামে করা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। আগে টুর্নামেন্টের আদলে শুরু হলেও এখন অবশ্য নতুন মৌসুমের আগে বার্সা এটিকে একটি ম্যাচে পরিণত করেছে। বার্ষিক এই ম্যাচে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে খেলে কাতালান ক্লাব। সর্বশেষ ২০১২ সালে ইতালির ক্লাব সাম্পদোরিয়ার কাছে ১–০ গোলে হেরেছিল বার্সা। এরপর থেকে টানা ১১ বার জিতল তারা।
হোয়ান গাম্পার ট্রফিতে সর্বশেষ ১১ বছর আগে হেরেছিল বার্সেলোনা। গতকাল আবারও সেই হারের সম্ভাবনা উঁকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৪–২ গোলে টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা।
বার্সার টানা ১১ বারের মতো ট্রফি জয়ের ‘নায়ক’ ১৬ বছরের এক কিশোর। কৈশোর না পেরোনো সেই ফুটবলারের নাম নামিনে ইয়ামাল। গত মৌসুমে লা লিগায় বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন তিনি। বার্সা যখন ২–১ গোলে পিছিয়ে ম্যাচে হারের পথে, ঠিক তখনই বদলি নেমে মোড় ঘুরিয়ে দিলেন তিনি।
৮০ মিনিটে বদলি নামা ইয়ামাল এক মিনিট পরেই দলকে সমতায় ফেরানো দুর্দান্ত এক পাস দিলেন। ডান প্রান্ত থেকে তাঁর বাড়ানো বলে শুধু পা লাগানোর কাজটুকু করেন ফেরান তোরেস। সমতায় ফেরার পর ইংলিশ ক্লাবকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সা। এই ছিটকে দেওয়ার পেছনেই ইয়ামালের অবদান। গোল না পেলেও তাঁর নামার পর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে কাতালান ক্লাব। ম্যাচের শেষ ১৫ মিনিটে ৩ গোল পায় জাভি হার্নান্দেজের দল।
সমতাসূচক গোলের পর ৯০ মিনিটে ম্যাচে এগিয়ে যায় বার্সা। তোরেসের সহায়তায় গোলটি করেন বদলি নামা আনসু ফাতি। স্প্যানিশ ফরোয়ার্ড ফাতি গোল করার আগে তোরেসকে যখন ইয়ামাল পাস দেন, তখন প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে দুর্দান্ত ডামিতে বোকা বানান উদীয়মান এই উইঙ্গার। পরে অতিরিক্ত সময়ে টটেনহামের গোলবারে শেষ পেরেক মারেন আবদে এজ্জালজুলি।
এর আগে অলিম্পিক স্টেডিয়ামে শুরুতেও এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তবে কিছুক্ষণ পর ম্যাচে ঘুরে দাঁড়ায় টটেনহাম। ২৪ মিনিটে দলের সমতাসূচক গোলের পর লিডও এনে দেন রক্ষণাত্মক মিডফিল্ডার অলিভার স্কিপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৬ মিনিটে। তাঁর জোড়া গোলেই ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল টটেনহাম। ম্যাচ জয়েরও আশা দেখছিল ইংলিশ ক্লাব। কিন্তু ১৬ বছরের ইয়ামাল নামার পরেই ম্যাচের পুরো চিত্র বদলে যায়।
বার্সা ৪–২ গোলে সাবেক সভাপতি হোয়ান গাম্পারের নামে করা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। আগে টুর্নামেন্টের আদলে শুরু হলেও এখন অবশ্য নতুন মৌসুমের আগে বার্সা এটিকে একটি ম্যাচে পরিণত করেছে। বার্ষিক এই ম্যাচে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে খেলে কাতালান ক্লাব। সর্বশেষ ২০১২ সালে ইতালির ক্লাব সাম্পদোরিয়ার কাছে ১–০ গোলে হেরেছিল বার্সা। এরপর থেকে টানা ১১ বার জিতল তারা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে