হোয়ান গাম্পার ট্রফিতে সর্বশেষ ১১ বছর আগে হেরেছিল বার্সেলোনা। গতকাল আবারও সেই হারের সম্ভাবনা উঁকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৪–২ গোলে টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা।
বার্সার টানা ১১ বারের মতো ট্রফি জয়ের ‘নায়ক’ ১৬ বছরের এক কিশোর। কৈশোর না পেরোনো সেই ফুটবলারের নাম নামিনে ইয়ামাল। গত মৌসুমে লা লিগায় বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন তিনি। বার্সা যখন ২–১ গোলে পিছিয়ে ম্যাচে হারের পথে, ঠিক তখনই বদলি নেমে মোড় ঘুরিয়ে দিলেন তিনি।
৮০ মিনিটে বদলি নামা ইয়ামাল এক মিনিট পরেই দলকে সমতায় ফেরানো দুর্দান্ত এক পাস দিলেন। ডান প্রান্ত থেকে তাঁর বাড়ানো বলে শুধু পা লাগানোর কাজটুকু করেন ফেরান তোরেস। সমতায় ফেরার পর ইংলিশ ক্লাবকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সা। এই ছিটকে দেওয়ার পেছনেই ইয়ামালের অবদান। গোল না পেলেও তাঁর নামার পর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে কাতালান ক্লাব। ম্যাচের শেষ ১৫ মিনিটে ৩ গোল পায় জাভি হার্নান্দেজের দল।
সমতাসূচক গোলের পর ৯০ মিনিটে ম্যাচে এগিয়ে যায় বার্সা। তোরেসের সহায়তায় গোলটি করেন বদলি নামা আনসু ফাতি। স্প্যানিশ ফরোয়ার্ড ফাতি গোল করার আগে তোরেসকে যখন ইয়ামাল পাস দেন, তখন প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে দুর্দান্ত ডামিতে বোকা বানান উদীয়মান এই উইঙ্গার। পরে অতিরিক্ত সময়ে টটেনহামের গোলবারে শেষ পেরেক মারেন আবদে এজ্জালজুলি।
এর আগে অলিম্পিক স্টেডিয়ামে শুরুতেও এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তবে কিছুক্ষণ পর ম্যাচে ঘুরে দাঁড়ায় টটেনহাম। ২৪ মিনিটে দলের সমতাসূচক গোলের পর লিডও এনে দেন রক্ষণাত্মক মিডফিল্ডার অলিভার স্কিপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৬ মিনিটে। তাঁর জোড়া গোলেই ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল টটেনহাম। ম্যাচ জয়েরও আশা দেখছিল ইংলিশ ক্লাব। কিন্তু ১৬ বছরের ইয়ামাল নামার পরেই ম্যাচের পুরো চিত্র বদলে যায়।
বার্সা ৪–২ গোলে সাবেক সভাপতি হোয়ান গাম্পারের নামে করা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। আগে টুর্নামেন্টের আদলে শুরু হলেও এখন অবশ্য নতুন মৌসুমের আগে বার্সা এটিকে একটি ম্যাচে পরিণত করেছে। বার্ষিক এই ম্যাচে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে খেলে কাতালান ক্লাব। সর্বশেষ ২০১২ সালে ইতালির ক্লাব সাম্পদোরিয়ার কাছে ১–০ গোলে হেরেছিল বার্সা। এরপর থেকে টানা ১১ বার জিতল তারা।
হোয়ান গাম্পার ট্রফিতে সর্বশেষ ১১ বছর আগে হেরেছিল বার্সেলোনা। গতকাল আবারও সেই হারের সম্ভাবনা উঁকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৪–২ গোলে টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা।
বার্সার টানা ১১ বারের মতো ট্রফি জয়ের ‘নায়ক’ ১৬ বছরের এক কিশোর। কৈশোর না পেরোনো সেই ফুটবলারের নাম নামিনে ইয়ামাল। গত মৌসুমে লা লিগায় বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন তিনি। বার্সা যখন ২–১ গোলে পিছিয়ে ম্যাচে হারের পথে, ঠিক তখনই বদলি নেমে মোড় ঘুরিয়ে দিলেন তিনি।
৮০ মিনিটে বদলি নামা ইয়ামাল এক মিনিট পরেই দলকে সমতায় ফেরানো দুর্দান্ত এক পাস দিলেন। ডান প্রান্ত থেকে তাঁর বাড়ানো বলে শুধু পা লাগানোর কাজটুকু করেন ফেরান তোরেস। সমতায় ফেরার পর ইংলিশ ক্লাবকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সা। এই ছিটকে দেওয়ার পেছনেই ইয়ামালের অবদান। গোল না পেলেও তাঁর নামার পর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে কাতালান ক্লাব। ম্যাচের শেষ ১৫ মিনিটে ৩ গোল পায় জাভি হার্নান্দেজের দল।
সমতাসূচক গোলের পর ৯০ মিনিটে ম্যাচে এগিয়ে যায় বার্সা। তোরেসের সহায়তায় গোলটি করেন বদলি নামা আনসু ফাতি। স্প্যানিশ ফরোয়ার্ড ফাতি গোল করার আগে তোরেসকে যখন ইয়ামাল পাস দেন, তখন প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে দুর্দান্ত ডামিতে বোকা বানান উদীয়মান এই উইঙ্গার। পরে অতিরিক্ত সময়ে টটেনহামের গোলবারে শেষ পেরেক মারেন আবদে এজ্জালজুলি।
এর আগে অলিম্পিক স্টেডিয়ামে শুরুতেও এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তবে কিছুক্ষণ পর ম্যাচে ঘুরে দাঁড়ায় টটেনহাম। ২৪ মিনিটে দলের সমতাসূচক গোলের পর লিডও এনে দেন রক্ষণাত্মক মিডফিল্ডার অলিভার স্কিপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৬ মিনিটে। তাঁর জোড়া গোলেই ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল টটেনহাম। ম্যাচ জয়েরও আশা দেখছিল ইংলিশ ক্লাব। কিন্তু ১৬ বছরের ইয়ামাল নামার পরেই ম্যাচের পুরো চিত্র বদলে যায়।
বার্সা ৪–২ গোলে সাবেক সভাপতি হোয়ান গাম্পারের নামে করা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। আগে টুর্নামেন্টের আদলে শুরু হলেও এখন অবশ্য নতুন মৌসুমের আগে বার্সা এটিকে একটি ম্যাচে পরিণত করেছে। বার্ষিক এই ম্যাচে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে খেলে কাতালান ক্লাব। সর্বশেষ ২০১২ সালে ইতালির ক্লাব সাম্পদোরিয়ার কাছে ১–০ গোলে হেরেছিল বার্সা। এরপর থেকে টানা ১১ বার জিতল তারা।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে