Ajker Patrika

আলভারেজে উড়ছে আতলেতিকো, শীর্ষে ফিরল বার্সা

ক্রীড় ডেস্ক
জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ। ছবি: এএফপি
জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ। ছবি: এএফপি

দুই আর্জেন্টাইনের গোলে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে কয়েক ঘণ্টার জন্য লা লিগার শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। একটু পরই দুই বদলি খেলোয়াড়ের গোলে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। মেস্তালা স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের জোড়া গেলে প্রথমার্ধে এগিয়ে যায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে তৃতীয় গোলটি করেন আরেক আর্জেন্টাইন আনহেল কোরেয়া।

লা লিগায় চলতি মৌসুমে এ নিয়ে আলভারেজের হলো ৯ গোল। সব মিলিয়ে ১৯ গোল ও ৪ অ্যাসিস্ট এই তরুণ তুর্কির। লিগে ২৫ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আতলেতিকো।

লাস পালমাসের বিপক্ষে প্রথম দেখায় তেতো অভিজ্ঞতা হয়েছিল বার্সেলোনার। এবারও পালমাসের জমাট রক্ষণে ভুগল তারা। এস্তাদিও গ্রান ক্যানারিয়ায় প্রথমার্ধে গোলের দেখাই পায় বার্সা। বিরতির পর ছন্দে ফেরে হান্সি ফ্লিকের দল। তবে প্রথম একাদশ ফল এনে দিতে ব্যর্থই হয়। বদলি নামা দুই খেলোয়াড়ের গোলে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠল তারা। দ্বিতীয়ার্ধে দানি ওলমো দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ফের্মিন লোপেজ।

গোলের দেখা পেতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় ৬২ মিনিট পর্যন্ত। দারুণ এক গোলে ‘ডেডলক’ ভাঙেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা ওলমো। ইয়ামালের পাস পেয়ে বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে শট নেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, বল ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়ায়।

৮০ মিনিটে বক্সে আলেক্স সুয়ারেজের শট বার্সেলোনার ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে লাগলে পেনাল্টির জোরাল আবেদন করেন পালমাসের খেলোয়াড়রা। ঘটনাটি নিয়ে বেশ উত্তেজনাও ছড়ায় মাঠে। সুয়ারেজ ও বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়ং দেখেন হলুদ কার্ড। লম্বা সময় নিয়ে ভিএআরে মনিটরে দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি। দেখা যায়, পরিষ্কার অফসাইডে ছিলেন আলেক্স মুনস।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ইয়ামালের বদলি নামেন লোপেজ। যোগ সময়ের পঞ্চম মিনিটে দলের জয় নিশ্চিত করেন তিনি। রাফিনিয়ার পাস পেয়ে বক্সের কোণা থেকে বাঁ পায়ে জোরাল শট স্প্যানিশ ফরোয়ার্ড, এবারও বল ক্রসবারের নিচে লেগে জালে জড়ায়। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের চূড়ায় আবার বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। এই হারের পর ২৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে পালমাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত