ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি গোল করে চলেছেন মুড়ি-মুড়কির মতো। একের পর এক শিরোপায় সেজে উঠছে তাঁর ক্যাবিনেটও। ২০২২ সালে জেতেন অধরা বিশ্বকাপ। পাশাপাশি দুটি কোপা আমেরিকার শিরোপা তো রয়েছেই। অথচ ছন্দে থাকা আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের জায়গাই হলো না ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলারের একাদশে।
ফিফপ্রো গত রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ২০২৪-এর বর্ষসেরা একাদশের তালিকা প্রকাশ করেছে। তাতে মেসির নাম না দেখে অনেক ভক্ত-সমর্থক যতটা না হতাশ, সেটার চেয়ে বেশি অবাক হয়েছেন। কারণ, ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত টানা ১৭ বছর ফিফপ্রোর বর্ষসেরা একাদশে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নামটা চিরস্থায়ী হয়ে গিয়েছিল। ২০০৬ সালের পর অবশেষে ২০২৪ সালে এসে ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশ থেকে কাটা পড়ল মেসির নাম।
ফিফপ্রোর ২০২৪ সালের বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দেরই আধিপত্য দেখা গেছে। দুই দল মিলে ১০ ফুটবলার আছেন একাদশে। ২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের ৬ ফুটবলার আছেন একাদশে। গত মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুসের পাশাপাশি রিয়ালের বাকি ৫ ফুটবলার হলেন দানি কারভাহাল, আন্তনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। যেখানে এমবাপ্পে এ বছরের প্রথম অংশে খেলেছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪ ফুটবলার আছেন ম্যানচেস্টার সিটির।তাঁরা হলেন এদেরসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হলান্ড ও রদ্রি। ফিফপ্রোর ২০২৪ সালের বর্ষসেরা একাদশের গোলরক্ষকের দায়িত্বে থাকবেন এদেরসন। রদ্রি এ বছর জিতেছেন ব্যালন ডি’অর। বর্ষসেরা একাদশে বাকি এক ফুটবলার হলেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যাঁরা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন, তাঁরাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে। ফিফপ্রো গত রাতে ২০২৪-এর নারী ফুটবলের সেরা একাদশও ঘোষণা করেছে।
মেসির মতো ২০২৪ সালের ফিফপ্রোর সেরা একাদশে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোরও। এই দুই তারকা বর্ষসেরা একাদশের ২৬ জনের সংক্ষিপ্ত তালিকাতেই শিরোনাম হয়েছিলেন কয়েক সপ্তাহ আগে। ইউরোপের বাইরের লিগে খেলা ফুটবলারদের মধ্যে শুধু মেসি-রোনালদোই জায়গা পেয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায়। মেসি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। সৌদি আরবের আল নাসরে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ
গোলরক্ষক
এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার
দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন)
ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
আন্তনিও রুদিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)
টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড
আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স)
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)
লিওনেল মেসি গোল করে চলেছেন মুড়ি-মুড়কির মতো। একের পর এক শিরোপায় সেজে উঠছে তাঁর ক্যাবিনেটও। ২০২২ সালে জেতেন অধরা বিশ্বকাপ। পাশাপাশি দুটি কোপা আমেরিকার শিরোপা তো রয়েছেই। অথচ ছন্দে থাকা আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের জায়গাই হলো না ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলারের একাদশে।
ফিফপ্রো গত রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ২০২৪-এর বর্ষসেরা একাদশের তালিকা প্রকাশ করেছে। তাতে মেসির নাম না দেখে অনেক ভক্ত-সমর্থক যতটা না হতাশ, সেটার চেয়ে বেশি অবাক হয়েছেন। কারণ, ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত টানা ১৭ বছর ফিফপ্রোর বর্ষসেরা একাদশে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নামটা চিরস্থায়ী হয়ে গিয়েছিল। ২০০৬ সালের পর অবশেষে ২০২৪ সালে এসে ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশ থেকে কাটা পড়ল মেসির নাম।
ফিফপ্রোর ২০২৪ সালের বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দেরই আধিপত্য দেখা গেছে। দুই দল মিলে ১০ ফুটবলার আছেন একাদশে। ২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের ৬ ফুটবলার আছেন একাদশে। গত মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুসের পাশাপাশি রিয়ালের বাকি ৫ ফুটবলার হলেন দানি কারভাহাল, আন্তনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। যেখানে এমবাপ্পে এ বছরের প্রথম অংশে খেলেছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪ ফুটবলার আছেন ম্যানচেস্টার সিটির।তাঁরা হলেন এদেরসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হলান্ড ও রদ্রি। ফিফপ্রোর ২০২৪ সালের বর্ষসেরা একাদশের গোলরক্ষকের দায়িত্বে থাকবেন এদেরসন। রদ্রি এ বছর জিতেছেন ব্যালন ডি’অর। বর্ষসেরা একাদশে বাকি এক ফুটবলার হলেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যাঁরা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন, তাঁরাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে। ফিফপ্রো গত রাতে ২০২৪-এর নারী ফুটবলের সেরা একাদশও ঘোষণা করেছে।
মেসির মতো ২০২৪ সালের ফিফপ্রোর সেরা একাদশে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোরও। এই দুই তারকা বর্ষসেরা একাদশের ২৬ জনের সংক্ষিপ্ত তালিকাতেই শিরোনাম হয়েছিলেন কয়েক সপ্তাহ আগে। ইউরোপের বাইরের লিগে খেলা ফুটবলারদের মধ্যে শুধু মেসি-রোনালদোই জায়গা পেয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায়। মেসি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। সৌদি আরবের আল নাসরে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ
গোলরক্ষক
এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার
দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন)
ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
আন্তনিও রুদিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)
টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড
আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স)
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে