Ajker Patrika

‘দেশের প্রতি আমার আত্মোৎসর্গ এক মুহূর্তের জন্যও পাল্টায়নি’

‘দেশের প্রতি আমার আত্মোৎসর্গ এক মুহূর্তের জন্যও পাল্টায়নি’

জিকো, ইয়োহান ক্রুইফ, ফেরেঙ্ক পুসকাস, অলিভার কান এমন অনেক কিংবদন্তি ফুটবলার আছেন যাঁরা ‍বিশ্বকাপ জিততে পারেননি। যাঁদের নামের তালিকাটা বেশ দীর্ঘ। এবার সেই তালিকাকে আরও দীর্ঘ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নামের পাশে একটা বিশ্বকাপ না থাকার আক্ষেপে পুড়ছেন তিনি। না পাওয়ার কষ্টটা ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পর্তুগিজ তারকা। 

দেশের হয়ে বিশ্বকাপ জয়কে বড় স্বপ্ন হিসেবে দেখেছিলেন রোনালদো। কিন্তু ভাগ্য তাঁর সহায় হয়নি। তিনি বলেছেন, ‘পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন। সৌভাগ্যক্রমে আমি পর্তুগালসহ আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক শিরোপা জিতেছি, কিন্তু আমাদের দেশের নাম বিশ্ব দরবারের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া ছিল আমার বড় স্বপ্ন।’ 

অধরা স্বপ্ন পূরণের জন্য নিজের সবকিছু নিংড়ে দিয়েছেন বলে জানিয়েছেন রোনালদো। ৩৭ বছর বয়সী তারকা বলেছেন, ‘বিশ্বকাপের জন্য লড়াই করেছি। এই স্বপ্নপূরণে আমি কঠোরভাবে লড়েছি। সব সময় সেরা খেলোয়াড়দের সঙ্গে নিয়ে এবং লক্ষ লক্ষ পর্তুগিজদের সমর্থনে ১৬ বছরে পাঁচটি বিশ্বকাপে আমি গোল করেছি, সবটুকু দিয়েছি। কখনো লড়াই থেকে মুখ ফিরিয়ে নিইনি এবং কখনো স্বপ্ন দেখা ছাড়িনি।’ 

মরক্কোর বিপক্ষে গতকাল কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হেরে যাওয়ায় নিজের স্বপ্নের সলিলসমাধি হয়েছে বলে জানিয়েছেন রোনালদো। সিআরসেভেন বলেছেন, ‘দুঃখজনকভাবে গতকাল সেই স্বপ্ন শেষ হয়েছে এবং এটা তার প্রতিক্রিয়া নয়। আমি কেবল তোমাদের সবাইকে জানাতে চাই যে, অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক কিছু দেখা হয়েছে, তবে পর্তুগালের প্রতি আমার আত্মোৎসর্গ এক মুহূর্তের জন্যও কখনো পাল্টায়নি।’ 

ভবিষ্যতেও দেশ ও সতীর্থদের পাশে থাকবেন বলে জানিয়েছেন রোনালদো। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘আমি সব সময় সবার জন্য লড়াইয়ের মধ্যে ছিলাম এবং আমি কখনো আমার সতীর্থ ও দেশ থেকে মুখ ফিরিয়ে নেব না। আপাতত বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার। স্বপ্নে যতি পড়লেও স্বপ্নটা সুন্দর ছিল… এখন আশা করছি যে, এই আবহাওয়া ভালো উপদেষ্টা হবে এবং প্রত্যেককে নিজের সিদ্ধান্তে আসতে পথ দেখাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত