Ajker Patrika

কোহলির চোখে রোনালদো সর্বকালের সেরা 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৯: ৫৪
কোহলির চোখে রোনালদো সর্বকালের সেরা 

ক্রিস্টিয়ানো রোনালদো ও বিরাট কোহলির গল্পটা একইরকম। দুজনেই খেলোয়াড়ি জীবনে প্রতিনিয়ত গড়ছেন অনেক রেকর্ড, জিতেছেন অনেক পুরস্কারও। তবে বিশ্বকাপ জিততে পারেননি রোনালদো ও কোহলির কেউই। তবু কোহলির চোখে রোনালদো সর্বকালের সেরা। 

গত পরশু আল থুমামা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় পর্তুগাল-মরক্কো। এই ম্যাচে ১-০ গোলে হেরে শেষ আটেই থেমে যায় পর্তুগালের এবারের বিশ্বকাপ অভিযান। ম্যাচ শেষে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন রোনালদো। কারণ রোনালদোর বিশ্বকাপ উঁচিয়ে ধরার স্বপ্ন থেকে গেল অধরা। টানেল দিয়ে চোখ মুছতে মুছতে যাচ্ছিলেন এই পর্তুগিজ তারকা।   

কোহলি মনে করেন, শিরোপা না থাকলেও রোনালদোর অর্জন কোনো অংশে কম নয়। নিজের ইনস্টাগ্রামে আজ রোনালদোকে নিয়ে দেওয়া স্ট্যাটাসে ভারতীয় এই ব্যাটার লিখেছেন, ‘শিরোপা না থাকলেও তুমি ফুটবল এবং বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য যা করেছো, তা কেউ কোনোদিন ভুলবে না। ভক্তদের প্রতি তোমার যা ‘ইমপ্যাক্ট’ তা কোনো শিরোপা দিয়েই ব্যাখ্যা করা যাবে না। এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ। যে প্রতিটা মুহূর্ত আত্মনিবেদন নিয়ে খেলে, তিনি সব খেলোয়াড়ের সত্যিকারের অনুপ্রেরণা। আমার চোখে তুমি সর্বকালের সেরা।’ 

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড-দুটোই রোনালদোর দখলে। পর্তুগালের জার্সিতে ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। আর কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮২ ম্যাচ খেলে ৫৩.৮৪ গড়ে করেছেন ২৪৫৫৩ রান। ৭২ সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় এই ব্যাটার। শীর্ষে থাকা শচীন টেন্ডুলকার করেছেন ১০০ সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত