Ajker Patrika

৩৪ শট! একেই বলে নখ কামড়ানো টাইব্রেকার

৩৪ শট! একেই বলে নখ কামড়ানো টাইব্রেকার

অবিশ্বাস্য নয়তো কী! টাইব্রেকারে ৩৪ শট নিতে কখনো দেখেছেন? এমন মহাকাব্যিক শুটআউটই দেখা গেল পানাথিনাইকোসের বিপক্ষে আয়াক্সের ম্যাচে। ম্যারাথন এই শুটআউটটি ১৩-১২ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সঙ্গে নিশ্চিত করেছে ইউরোপা লিগ কোয়ালিফাইং প্লে-অফ রাউন্ড। 

আয়াক্সের জয়ের নায়ক গোলরক্ষক রেমকো পাসভির। বয়স ৪০ হলেও টাইব্রেকারে পাঁচটি শটি রুখে দিয়েছেন তিনি, করেছেন একটি গোলও। দুই দল শট নিয়েছে ১৭টি করে। আয়াক্সের জয়সূচক কিকটি নেন ডিফেন্ডার আন্তন গায়ি। এর আগে ফিরতি লেগের ম্যাচটিতে ১-০ গোলে জিতে গ্রীসের পানাথিনাইকোস। তবে দুই লেগ লিগ মিলে ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিট অতিরিক্ত সময়েও গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

পেনাল্টি শুটআউটে প্রথম কিক নিয়ে ব্যর্থ হোন পানাথিনাইকোসের ডেনিয়েল মানচিনি। তবে আয়াক্সের প্রথম শটে জাল খুঁজে নেন স্টিভেন বার্গভেইন। প্রথম পাঁচ শটে স্কোর দাঁড়ায় ৪-৪। এরপরই চলতে থাকে ম্যারাথন শুটআউটটি। টানা ২৫ মিনিট ধরে চলা এই শুটআউট দেখে অবাক হয়েছেন আয়াক্সের কোচ ফ্রান্সেসকো ফারিওলি। তাঁর ভাষায় এটি ‘অবিশ্বাস্য’। 

এটিই এখন ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ পেনাল্টি শুটআউট স্কোর। গত মৌসুমে কনফারেন্স লিগ বাছাইপর্বে মাল্টার জিরা ইউনাইটেডকে ১৪-১৩ ব্যবধানে হারিয়েছিল উত্তর আয়ারল্যান্ডের গ্লেনটোরান। অবশ্য সেই পেনাল্টি শুটআউটে দুই দল শট নিয়েছিল ১৪টি করে। দুই দলের দুই লেগ ৩-৩ গোল ব্যবধানে শেষ হওয়ার পর সেই ম্যারাথন টাইব্রেকার শুরু হয়। 

নাটকীয় টাইব্রেকার জয়ের পর আয়াক্স কোচ ফারিওলি বলেছেন, ‘এমন খেলার পর পেনাল্টি শুটআউটে যাওয়া কঠিন। এটি হয়তো একটু বেশি সময় নিয়েছিল, তবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যাত্রা রচনা করলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত