সর্বশেষ রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট, বাবার মৃত্যুশোক ভুলে দিদিয়ের দেশমের ডাগআউটে ফেরা, ক্রোয়েশিয়ার প্রথম ও আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের ৩৫তম খেলোয়াড় হিসেবে লুকা মদরিচের ১৫০তম ম্যাচ খেলতে নামা—এক রাতে কত উপলক্ষ!
তবে সব ছাপিয়ে মদরিচের বিশেষ ম্যাচের ফলটাই হয়ে রয়েছে মুখ্য। নিজেদের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-১ গোলে রুখে দিয়েছে ক্রোয়েশিয়া।
ঠাসা সূচিতে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হতে না হতেই এসে হাজির আন্তর্জাতিক টুর্নামেন্ট। উয়েফা নেশনস লিগে যেন সেই ধকল জেঁকে বসেছে খেলোয়াড়দের শরীর ও মনে। ক্লান্তির ছাপ তাই স্পষ্ট ফুটে উঠেছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের দ্বৈরথে।
শেষ দিকে অবশ্য লড়াই কিছুটা জমে উঠেছিল। সমতা টেনে ফ্রান্সের বিপক্ষে প্রথম জয়ের কিছুটা আশাও জাগিয়েছিল ক্রোয়েশিয়া। অধিনায়ক মদরিচকে অবশ্য জয় উপহার দিতে পারেননি সতীর্থরা। তবে ১১ বছর পর ফরাসিদের রুখে দেওয়াই বা কম কী!
স্প্লিতের পোদিউদ স্টেডিয়ামে গত রাতে আদ্রিয়ান রাবিওর গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর শেষ দিকে পেনাল্টি থেকে সমতা টানেন আন্দ্রেই ক্রামারিচ।
দল দুটির ৯ বারের লড়াই এ নিয়ে তৃতীয়বার অমীমাংসিত রইল। বাকি ছয়টি ম্যাচ জিতেছে ফান্স। তবে নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযানে নামা ফরাসিরা দুটি ম্যাচেই জিততে ব্যর্থ হলো। ডেনমার্কের বিপক্ষে প্যারিসে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল তারা।
১১ দিনের মধ্যে দলগুলোকে খেলতে হবে চারটি ম্যাচ। খেলোয়াড়দের বিশ্রাম দিতে কাল শুরুর একাদশে দশ-দশটি পরিবর্তন এনেছেন ফরাসি কোচ দেশম। ছিলেন না আক্রমণভাগের প্রধান দুই অস্ত্র করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ক্রোয়েশিয়াও। ওই ম্যাচের দলের ছয়জনকে বিশ্রাম দিয়েছেন ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচ।
এই ড্রয়ের পর ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার পয়েন্ট ১ করে। দুটি করে ম্যাচ খেলেছে তারা। গ্রুপের শীর্ষে রয়েছে ডেনমার্ক, দুইয়ে অস্ট্রিয়া।
ডেনমার্কের কাছে হারের পর ক্রোয়েশিয়াতেও পয়েন্ট খোয়ানোয় অসন্তুষ্ট হওয়ার কথা দেশমের। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কোচ ম্যাচ শেষে অতৃপ্তির বিষয়টি প্রকাশও করেছেন, ‘দলে পরিবর্তন এনে খারাপ কিছু করিনি। যারা টানা খেলে যাচ্ছে, তাদের বিশ্রামের দরকার ছিল। ম্যাচে আমরা এগিয়ে ছিলাম। আরও কয়েকটি গোল হতে পারত। উল্টো সমতাসূচক গোল উপহার দিয়েছি। ব্যাপারটা ওদের প্রতি দরদ দেখানোর মতো মনে হয়েছে।’
জিততে ব্যর্থ হলেও চিন্তিত নন দেশম। নেশনস লিগকে তিনি দেখছেন বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে, ‘ওরা দ্বিতীয়ার্ধে একটুখানি হুমকি হয়ে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ছিল সুসংগত। একটি প্রতিযোগিতামূলক ম্যাচ হিসেবে ফলটা যদিও সন্তোষজনক নয়, তবে এখান থেকে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’
সর্বশেষ রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট, বাবার মৃত্যুশোক ভুলে দিদিয়ের দেশমের ডাগআউটে ফেরা, ক্রোয়েশিয়ার প্রথম ও আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের ৩৫তম খেলোয়াড় হিসেবে লুকা মদরিচের ১৫০তম ম্যাচ খেলতে নামা—এক রাতে কত উপলক্ষ!
তবে সব ছাপিয়ে মদরিচের বিশেষ ম্যাচের ফলটাই হয়ে রয়েছে মুখ্য। নিজেদের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-১ গোলে রুখে দিয়েছে ক্রোয়েশিয়া।
ঠাসা সূচিতে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হতে না হতেই এসে হাজির আন্তর্জাতিক টুর্নামেন্ট। উয়েফা নেশনস লিগে যেন সেই ধকল জেঁকে বসেছে খেলোয়াড়দের শরীর ও মনে। ক্লান্তির ছাপ তাই স্পষ্ট ফুটে উঠেছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের দ্বৈরথে।
শেষ দিকে অবশ্য লড়াই কিছুটা জমে উঠেছিল। সমতা টেনে ফ্রান্সের বিপক্ষে প্রথম জয়ের কিছুটা আশাও জাগিয়েছিল ক্রোয়েশিয়া। অধিনায়ক মদরিচকে অবশ্য জয় উপহার দিতে পারেননি সতীর্থরা। তবে ১১ বছর পর ফরাসিদের রুখে দেওয়াই বা কম কী!
স্প্লিতের পোদিউদ স্টেডিয়ামে গত রাতে আদ্রিয়ান রাবিওর গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর শেষ দিকে পেনাল্টি থেকে সমতা টানেন আন্দ্রেই ক্রামারিচ।
দল দুটির ৯ বারের লড়াই এ নিয়ে তৃতীয়বার অমীমাংসিত রইল। বাকি ছয়টি ম্যাচ জিতেছে ফান্স। তবে নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযানে নামা ফরাসিরা দুটি ম্যাচেই জিততে ব্যর্থ হলো। ডেনমার্কের বিপক্ষে প্যারিসে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল তারা।
১১ দিনের মধ্যে দলগুলোকে খেলতে হবে চারটি ম্যাচ। খেলোয়াড়দের বিশ্রাম দিতে কাল শুরুর একাদশে দশ-দশটি পরিবর্তন এনেছেন ফরাসি কোচ দেশম। ছিলেন না আক্রমণভাগের প্রধান দুই অস্ত্র করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ক্রোয়েশিয়াও। ওই ম্যাচের দলের ছয়জনকে বিশ্রাম দিয়েছেন ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচ।
এই ড্রয়ের পর ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার পয়েন্ট ১ করে। দুটি করে ম্যাচ খেলেছে তারা। গ্রুপের শীর্ষে রয়েছে ডেনমার্ক, দুইয়ে অস্ট্রিয়া।
ডেনমার্কের কাছে হারের পর ক্রোয়েশিয়াতেও পয়েন্ট খোয়ানোয় অসন্তুষ্ট হওয়ার কথা দেশমের। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কোচ ম্যাচ শেষে অতৃপ্তির বিষয়টি প্রকাশও করেছেন, ‘দলে পরিবর্তন এনে খারাপ কিছু করিনি। যারা টানা খেলে যাচ্ছে, তাদের বিশ্রামের দরকার ছিল। ম্যাচে আমরা এগিয়ে ছিলাম। আরও কয়েকটি গোল হতে পারত। উল্টো সমতাসূচক গোল উপহার দিয়েছি। ব্যাপারটা ওদের প্রতি দরদ দেখানোর মতো মনে হয়েছে।’
জিততে ব্যর্থ হলেও চিন্তিত নন দেশম। নেশনস লিগকে তিনি দেখছেন বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে, ‘ওরা দ্বিতীয়ার্ধে একটুখানি হুমকি হয়ে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ছিল সুসংগত। একটি প্রতিযোগিতামূলক ম্যাচ হিসেবে ফলটা যদিও সন্তোষজনক নয়, তবে এখান থেকে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে