Ajker Patrika

পাকিস্তানের উন্নতি, ভারতের পতন

পাকিস্তানের উন্নতি, ভারতের পতন

পাকিস্তান একের পর এক ম্যাচ জিতছে আর ভারত হেরেই চলেছে। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে পাকিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হারের শঙ্কায় ভারত। সংস্করণ ভিন্ন হলেও ঘরের মাঠে তাই মুদ্রার এপিঠ ওপিঠ ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। 

এর মধ্যে ধারাবাহিক সাফল্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ভারতেকে টপকে গেল পাকিস্তান। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর র‍্যাঙ্কিংয়ে চারে উঠে এসেছে পাকিস্তান। গত দুই বছর ধরেই দারুণ ছন্দে আছে তারা। শুধু মাঠে নয় মাঠের বাইরেও দারুণ গোছানো তাঁদের ক্রিকেট বোর্ড। এর ছাপ পড়ছে মাঠের ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও জিতেছিল বাবর আজমের দল। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ১০২। আর সিরিজ শেষ রেটিং পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১০৬। এই রেটিং পয়েন্টে পাকিস্তান উঠে গেছে চারে। আর ১০৫ রেটিং পয়েন্টের ভারত চার থেকে নেমে গেছে পাঁচে। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে নিউজিল্যান্ড। দুইয়ে ইংল্যান্ড আর তিনে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান সাত নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত