চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান জয়ের খুব কাছাকাছি চলে এসেছে পিএসজি। সেঁত-এঁতিয়েনকে টপকে রেকর্ড ১১ বারের মতো শিরোপা জয় থেকে নিশ্বাস দূরত্বে গতবারের চ্যাম্পিয়নরা। গত রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পয়েন্ট তালিকার তলানির দল আঁজারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।
ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। শুরুতে ভলিতে জাল খুঁজে নিয়ে ব্যর্থ হলেও বের্নাটের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ২৬ মিনিটে লিওনেল মেসির পাসে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড। তবে এমন জয়েও খুশি নন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
কারণ ৮৭ মিনিটে একটি গোল শোধ দিয়ে পিএসজির মনে ভয় ধরিয়ে দেয় আঁজার। অবশ্য সমতায় ফিরতে পারেনি ১৪ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থাকা দলটি। জয় নিয়ে মাঠ ছাড়া পিএসজি ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। বাকি ছয় ম্যাচের মধ্যে তিন জয়ের পাশাপাশি এক ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির।
তবে আঁজারের বিপক্ষে মেসি-এমবাপ্পেদের দুর্দান্ত পারফরম্যান্সেও খুশি নন গালতিয়ের। কারণ প্রথমার্ধে তাঁর শিষ্যরা যেভাবে দাপটের সঙ্গে খেলেছেন, দ্বিতীয়ার্ধে সেই মনোভাব আর দেখাতে পারেননি। এর জন্য হতাশ পিএসজি কোচ, ‘প্রথমার্ধে আমরা ম্যাচে বেশ মনোযোগী এবং কার্যকর ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে হাল ছেড়ে দিয়েছি। শুধু বল নিজেদের কাছে রাখলেও আমরা পরে ভালো কিছু করতে পারিনি।’
চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান জয়ের খুব কাছাকাছি চলে এসেছে পিএসজি। সেঁত-এঁতিয়েনকে টপকে রেকর্ড ১১ বারের মতো শিরোপা জয় থেকে নিশ্বাস দূরত্বে গতবারের চ্যাম্পিয়নরা। গত রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পয়েন্ট তালিকার তলানির দল আঁজারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।
ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। শুরুতে ভলিতে জাল খুঁজে নিয়ে ব্যর্থ হলেও বের্নাটের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ২৬ মিনিটে লিওনেল মেসির পাসে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড। তবে এমন জয়েও খুশি নন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
কারণ ৮৭ মিনিটে একটি গোল শোধ দিয়ে পিএসজির মনে ভয় ধরিয়ে দেয় আঁজার। অবশ্য সমতায় ফিরতে পারেনি ১৪ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থাকা দলটি। জয় নিয়ে মাঠ ছাড়া পিএসজি ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। বাকি ছয় ম্যাচের মধ্যে তিন জয়ের পাশাপাশি এক ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির।
তবে আঁজারের বিপক্ষে মেসি-এমবাপ্পেদের দুর্দান্ত পারফরম্যান্সেও খুশি নন গালতিয়ের। কারণ প্রথমার্ধে তাঁর শিষ্যরা যেভাবে দাপটের সঙ্গে খেলেছেন, দ্বিতীয়ার্ধে সেই মনোভাব আর দেখাতে পারেননি। এর জন্য হতাশ পিএসজি কোচ, ‘প্রথমার্ধে আমরা ম্যাচে বেশ মনোযোগী এবং কার্যকর ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে হাল ছেড়ে দিয়েছি। শুধু বল নিজেদের কাছে রাখলেও আমরা পরে ভালো কিছু করতে পারিনি।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৫ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে