বড় ক্লাবগুলো স্বাভাবিকভাবেই শিরোপা জয়ের স্বপ্ন আর বেশি পারিশ্রমিক দিয়ে ফুটবলারদের দলে ভেড়ান। কখনো কখনো শুধু বেশি বেতনের জন্যও অনেক খেলোয়াড় সাইড বেঞ্চে বসে কাটালেও বড় ক্লাবে খেলতে দ্বিধা করেন না। ইউরোপীয় ক্লাব ফুটবলে এ ঘটনা রীতিমতো নিয়মিত দেখা যায়। তবে কখনো কখনো খেলোয়াড়দের আয়ের পরিমাণ নির্ধারণ করা হয় তার মাঠে তার খেলা মিনিটের ওপর।
রেকর্ড পারিশ্রমিকে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি মিনিটের পারিশ্রমিক হয় ৪২৬ ডলার। তবে মাঠের খেলায় রোজগারের মোট পারিশ্রমিকের হিসেবে রোনালদোকেও ছাড়িয়ে গেছে এক ব্রাজিলিয়ান। বার্সেলোনায় ২০২০-২১ মৌসুমে খেলা সেই ব্রাজিলিয়ানের নাম ম্যাথিও ফার্নান্দেজ।
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রাজিলের ক্লাব পালমিসেরেসের সঙ্গে ম্যাথিউ ফার্নান্দেজকে কেনার বিষয়ে চুক্তি করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সাত মিলিয়ন ইউরোয় এই চুক্তি হয় ব্রাজিলিয়ান ক্লাবটির। অর্ধেক সিজন লোনে কাটিয়ে ম্যাথিও ফার্নান্দেজ ২০২১ মৌসুমে যোগ দেন বার্সেলোনায়। পুরো এক মৌসুমে ম্যাথিও ফার্নান্দেজ খেলেছেন মাত্র ১৭ মিনিট। মৌসুম শেষে বার্সেলোনা যখন তার সঙ্গে বাকি চার বছরের চুক্তি বাতিল করতে চায় তখন তাকে আরও সাড়ে আট মিলিয়ন ইউরো পরিশোধ করতে হয় বেতন হিসেবে। সব মিলিয়ে বার্সেলোনার ম্যাথিউ ফার্নান্দেজের পেছনে খরচ গিয়েছে ১৭ মিলিয়ন ইউরোরও বেশি। যার দরুন মাঠের খেলায় প্রতি মিনিটে ম্যাথিউসের পেছনে বার্সার ব্যয় এক মিলিয়ন ইউরো।
বার্সেলোনার এমন ট্রান্সফারের ইতিহাস আরও রয়েছে। যেমন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাস, কিয়েরসন এবং হেনরিকের মত খেলোয়াড়।
বড় ক্লাবগুলো স্বাভাবিকভাবেই শিরোপা জয়ের স্বপ্ন আর বেশি পারিশ্রমিক দিয়ে ফুটবলারদের দলে ভেড়ান। কখনো কখনো শুধু বেশি বেতনের জন্যও অনেক খেলোয়াড় সাইড বেঞ্চে বসে কাটালেও বড় ক্লাবে খেলতে দ্বিধা করেন না। ইউরোপীয় ক্লাব ফুটবলে এ ঘটনা রীতিমতো নিয়মিত দেখা যায়। তবে কখনো কখনো খেলোয়াড়দের আয়ের পরিমাণ নির্ধারণ করা হয় তার মাঠে তার খেলা মিনিটের ওপর।
রেকর্ড পারিশ্রমিকে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি মিনিটের পারিশ্রমিক হয় ৪২৬ ডলার। তবে মাঠের খেলায় রোজগারের মোট পারিশ্রমিকের হিসেবে রোনালদোকেও ছাড়িয়ে গেছে এক ব্রাজিলিয়ান। বার্সেলোনায় ২০২০-২১ মৌসুমে খেলা সেই ব্রাজিলিয়ানের নাম ম্যাথিও ফার্নান্দেজ।
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রাজিলের ক্লাব পালমিসেরেসের সঙ্গে ম্যাথিউ ফার্নান্দেজকে কেনার বিষয়ে চুক্তি করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সাত মিলিয়ন ইউরোয় এই চুক্তি হয় ব্রাজিলিয়ান ক্লাবটির। অর্ধেক সিজন লোনে কাটিয়ে ম্যাথিও ফার্নান্দেজ ২০২১ মৌসুমে যোগ দেন বার্সেলোনায়। পুরো এক মৌসুমে ম্যাথিও ফার্নান্দেজ খেলেছেন মাত্র ১৭ মিনিট। মৌসুম শেষে বার্সেলোনা যখন তার সঙ্গে বাকি চার বছরের চুক্তি বাতিল করতে চায় তখন তাকে আরও সাড়ে আট মিলিয়ন ইউরো পরিশোধ করতে হয় বেতন হিসেবে। সব মিলিয়ে বার্সেলোনার ম্যাথিউ ফার্নান্দেজের পেছনে খরচ গিয়েছে ১৭ মিলিয়ন ইউরোরও বেশি। যার দরুন মাঠের খেলায় প্রতি মিনিটে ম্যাথিউসের পেছনে বার্সার ব্যয় এক মিলিয়ন ইউরো।
বার্সেলোনার এমন ট্রান্সফারের ইতিহাস আরও রয়েছে। যেমন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাস, কিয়েরসন এবং হেনরিকের মত খেলোয়াড়।
জয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
৩ মিনিট আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৪ ঘণ্টা আগে