Ajker Patrika

মেসিদের ফাইনালে নিলেন যে নায়ক

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৩: ৫৩
মেসিদের ফাইনালে নিলেন যে নায়ক

আর্জেন্টিনা-কলম্বিয়া শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে টাইব্রেকারে জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। একটি নয়, দুটি নয়, তিন-তিনটি শট ঠেকিয়ে দলকে ফাইনালে তুলেছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। ম্যাচজুড়েও ছিলেন দুর্দান্ত।

ম্যাচে এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ৬১ মিনিটে লুইস দিয়াজ কলম্বিয়াকে ম্যাচে ফেরালে ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। কোপার নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে প্রথম শট নিতে আসেন কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কুয়াদ্রাদো। মার্টিনেজ বলের দিকে চোখ রেখে ডান দিকেই ঝাঁপিয়ে পড়েছিলেন, তবে আয়ত্তে ছিল না। মেসির শটে সমতায় ফেরে আর্জেন্টিনা। ডেভিনসন সানসেজের দ্বিতীয় শটে আর ভুল করলেন না মার্টিনেজ। সানসেজের মাটি কামড়ে আসা গ্রাউন্ড শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক।

তবে নিজেদের দ্বিতীয় শটে গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। বল আকশে উড়িয়ে মারেন রদ্রিগো দি পল। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মেসির বাড়ানো বলে লক্ষ্যভেদ করেছিলেন দি পলই। তবে পেনাল্টি শুটআউটে সহজ সুযোগ কাজে লাগাতে পারলেন না। ২-২ সমতার পর আবারও দৃশ্যপটে সেই মার্টিনেজ। ইয়েরি মিনার তৃতীয় শট বাজপাখির মতো বাঁ–দিকে শরীর ভাসিয়ে ছোঁ মেরে রুখে দেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। তৃতীয় শটে লিয়ান্দ্রো পারেদেস গোল করলে এগিয়ে যান স্কালোনির ছাত্ররা। চতুর্থ শটে দলের পক্ষে গোল করেন মিগুয়েল বোরজা ও লাওতারো মার্টিনেজ।

চারটি করে শট শেষে ১ গোলে এগিয়ে আর্জেন্টিনা। তাই কলম্বিয়া পঞ্চম শটে গোল করতে ব্যর্থ হলে এখানেই জিতে যাবে আর্জেন্টিনা। তিন কাঠির নিচে প্রস্তুত মার্টিনেজ। এডুইন কারদোনা কয়েক ধাপ এগিয়ে এসে যে শট নিলেন, মার্টিনেজ যেন আগে থেকেই সেটি জানতেন। নিখুঁত টাইমিংয়ে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। আরেকবার মেসিদের স্বপ্নের ফাইনালের রাস্তায় পথ দেখালেন। বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন সতীর্থরা। স্বপ্নজয়ের পথে বাকি রইল আর মাত্র এক ধাপ। 

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে সার্জিও রোমেরোর দৃঢ়তায় টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়েছিল আর্জেন্টিনা। সেবার যে মারকানায় ফাইনালে মেসিদের স্বপ্নভঙ্গ হয়েছিল। ১১ তারিখ ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকোর মহারণও হবে সেই মারকানায়। মেসিরা এবার তাই নিশ্চিতভাবেই চাইবেন, মারাকানার রং আর বেদনার রঙে নীল নয়, এবার জয়ের রং হোক আকাশি–নীল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত