ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী যুগে কার হাতে উঠতে যাচ্ছে বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর? সেটি নিয়ে বেশ কয়েক মাস ধরে চলছিল আলোচনা-গুঞ্জন। অবশেষে সেই প্রশ্নের উত্তর এলো আজ রাতে।
প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আলো ঝলমলে মঞ্চে হাসলেন রদ্রি। প্রথমবার মতো হাতে তুললেন ব্যক্তিগত মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। তাতেই এক লম্বা সময়ের অপেক্ষার অবসান। ছেলেদের ফুটবল ৬৪ বছর পর কোনো স্প্যানিশের হাতে উঠল ব্যালন ডি’অর। আর ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন ২৮ বছর বয়সী তারকা।
২০০৭ সালে এসি মিলানে খেলার সময় এই পুরস্কার জিতেছিলেন কাকা। এরপরই শুরু মেসি-রোনালদোর রাজত্ব। ২০০৮ থেকে ২০২৩—মোট ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন দুজনে। মাঝে সেই সাম্রাজ্যে ভাগ বসাতে পেরেছেন শুধু দুজন—লুকা মদরিচ (২০১৮) ও করিম বেনজেমা (২০২২)। এবার ‘মেসিলদো’ যুগের শেষ হলো। সংক্ষিপ্ত ৩০ জনের যে তালিকা প্রকাশিত হয়েছে আগে, সেখানে ছিল না আগের কোনো ব্যালন ডি’অর জয়ী। আর গত ২১ বছরের মধ্যে এবারই প্রথম সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসি ও রোনালদো।
গত বছর রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জেতেন মেসি। রোনালদো সবশেষ এই পুরস্কার জেতেন ২০১৭ সালে। তবে গ্রহের এই দুই মহাতারকা এখন খেলছেন ইউরোপের বাইরে। মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে আর রোনালদো সৌদি আরবের আল নাসরে।
এবারের ব্যালন ডি’অরে রদ্রির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লাবের হয়ে গত মৌসুমে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। তবে দেশের হয়ে জিততে পারেননি কিছুই। ব্যালন ডি’অর জয়ে ফেবারিটের তালিকায় ছিলেন জুড বেলিংহামও। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রথম মৌসুমেই জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। ইংল্যান্ডকে ইউরোর ফাইনালের তুলতেও রাখেন বড় ভূমিকা। এই তিনজনের বাইরে চতুর্থ হয়েছেন ভিনি-বেলিংহামের সতীর্থ রিয়াল অধিনায়ক দানি কারভাহাল।
রদ্রি গত মৌসুমে সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ আর স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। স্পেন ও সিটির মাঝমাঠের ‘ইঞ্জিন’ ছিলেন তিনি। তবে চোটে পড়ে এ মৌসুম শেষ হয়ে গেছে তাঁর। প্যারিসেও আসেন খুঁড়িয়ে খুঁড়িয়ে।
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী যুগে কার হাতে উঠতে যাচ্ছে বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর? সেটি নিয়ে বেশ কয়েক মাস ধরে চলছিল আলোচনা-গুঞ্জন। অবশেষে সেই প্রশ্নের উত্তর এলো আজ রাতে।
প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আলো ঝলমলে মঞ্চে হাসলেন রদ্রি। প্রথমবার মতো হাতে তুললেন ব্যক্তিগত মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। তাতেই এক লম্বা সময়ের অপেক্ষার অবসান। ছেলেদের ফুটবল ৬৪ বছর পর কোনো স্প্যানিশের হাতে উঠল ব্যালন ডি’অর। আর ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন ২৮ বছর বয়সী তারকা।
২০০৭ সালে এসি মিলানে খেলার সময় এই পুরস্কার জিতেছিলেন কাকা। এরপরই শুরু মেসি-রোনালদোর রাজত্ব। ২০০৮ থেকে ২০২৩—মোট ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন দুজনে। মাঝে সেই সাম্রাজ্যে ভাগ বসাতে পেরেছেন শুধু দুজন—লুকা মদরিচ (২০১৮) ও করিম বেনজেমা (২০২২)। এবার ‘মেসিলদো’ যুগের শেষ হলো। সংক্ষিপ্ত ৩০ জনের যে তালিকা প্রকাশিত হয়েছে আগে, সেখানে ছিল না আগের কোনো ব্যালন ডি’অর জয়ী। আর গত ২১ বছরের মধ্যে এবারই প্রথম সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসি ও রোনালদো।
গত বছর রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জেতেন মেসি। রোনালদো সবশেষ এই পুরস্কার জেতেন ২০১৭ সালে। তবে গ্রহের এই দুই মহাতারকা এখন খেলছেন ইউরোপের বাইরে। মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে আর রোনালদো সৌদি আরবের আল নাসরে।
এবারের ব্যালন ডি’অরে রদ্রির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লাবের হয়ে গত মৌসুমে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। তবে দেশের হয়ে জিততে পারেননি কিছুই। ব্যালন ডি’অর জয়ে ফেবারিটের তালিকায় ছিলেন জুড বেলিংহামও। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রথম মৌসুমেই জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। ইংল্যান্ডকে ইউরোর ফাইনালের তুলতেও রাখেন বড় ভূমিকা। এই তিনজনের বাইরে চতুর্থ হয়েছেন ভিনি-বেলিংহামের সতীর্থ রিয়াল অধিনায়ক দানি কারভাহাল।
রদ্রি গত মৌসুমে সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ আর স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। স্পেন ও সিটির মাঝমাঠের ‘ইঞ্জিন’ ছিলেন তিনি। তবে চোটে পড়ে এ মৌসুম শেষ হয়ে গেছে তাঁর। প্যারিসেও আসেন খুঁড়িয়ে খুঁড়িয়ে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে