‘ম্যাভেরিক’ ইংরেজি শব্দটির বাংলা অর্থ ‘ভবঘুরে’। সেই ভবঘুরে স্ট্যান বোলস চলে গেলেন। গতকাল ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ‘ম্যাভেরিক’ নামে পরিচিত ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে আলঝেইমার বা স্মৃতিলোপ রোগে ভুগছিলেন তিনি। বোলসের মৃত্যুর খবরটি তাঁর পরিবারের বরাতে নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি।
১৯৭০ দশকের ইংল্যান্ডের সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হতো বোলসকে। মাঠের বাইরে রঙিন জীবনযাপনের জন্য অনুরাগীদের কাছে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। শিক্ষানবিশ হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যানচেস্টার সিটিতে।
এরপর আরও দুই ক্লাব ঘুরে ১৯৭২ সালে যোগ দেন কিউপিআরে (কুইন্স পার্ক রেঞ্জার্স)। সেখানেই কাটিয়েছেন পেশাদারি ক্যারিয়ারের সেরা সময়। পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে ৭ মৌসুমে ৩১৫ লিগ ম্যাচে ৯৭ গোল করেন বোলস। ১৯৭৫-৭৬ মৌসুমে প্রথম বিভাগে রানার-আপ হওয়া কিউপিএআর দলের মূল খেলোয়াড় ছিলেন তিনি। সেবার চ্যাম্পিয়ন হয় লিভারপুল।
১৯৯৬ সালে প্রকাশিত বোলসের অটোবায়োগ্রাফিতে জানা যায়, অতিরিক্ত মদ্যপান, নারী আসক্তি, জুয়া তাঁকে ভুগিয়েছিল খেলোয়াড়ি দিনগুলেতে। এমনকি সেসব তাঁর ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলেছিল। ১৯৭৯ সালে কিউপিআর ছেড়ে ব্রায়ান কফের নটিংহাম ফরেস্টে যোগ দেন বোলস। কিন্তু সেখান কাটান ব্যর্থ এক মৌসুম, যার কারণে এক বছর পর তাঁকে চলে যেতে হয় দ্বিতীয় বিভাগের দল লেয়টন ওরিয়েন্টে।
অসাধারণ প্রতিভাবান হলেও বোলস ইংল্যান্ডের জার্সি গায়ে চড়াতে পেরেছেন মাত্র পাঁচবার। গোল করেছেন মাত্র একটি, ১৯৭৪ সালে ওয়েলসের বিপক্ষে। তাঁর মৃত্যতে শোক জানিয়ে এক বিবৃতিতে কিউপিআর লিখেছে, ‘ভারী হৃদয়ে আমরা জানতে পেরেছি, কিউপিআর আইকন স্টান বোলস আজ (শনিবার) সন্ধ্যায় চলে গেছেন ৭৫ বছর বয়সে। শান্তিতে ঘুমান তিনি।’
‘ম্যাভেরিক’ ইংরেজি শব্দটির বাংলা অর্থ ‘ভবঘুরে’। সেই ভবঘুরে স্ট্যান বোলস চলে গেলেন। গতকাল ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ‘ম্যাভেরিক’ নামে পরিচিত ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে আলঝেইমার বা স্মৃতিলোপ রোগে ভুগছিলেন তিনি। বোলসের মৃত্যুর খবরটি তাঁর পরিবারের বরাতে নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি।
১৯৭০ দশকের ইংল্যান্ডের সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হতো বোলসকে। মাঠের বাইরে রঙিন জীবনযাপনের জন্য অনুরাগীদের কাছে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। শিক্ষানবিশ হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যানচেস্টার সিটিতে।
এরপর আরও দুই ক্লাব ঘুরে ১৯৭২ সালে যোগ দেন কিউপিআরে (কুইন্স পার্ক রেঞ্জার্স)। সেখানেই কাটিয়েছেন পেশাদারি ক্যারিয়ারের সেরা সময়। পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে ৭ মৌসুমে ৩১৫ লিগ ম্যাচে ৯৭ গোল করেন বোলস। ১৯৭৫-৭৬ মৌসুমে প্রথম বিভাগে রানার-আপ হওয়া কিউপিএআর দলের মূল খেলোয়াড় ছিলেন তিনি। সেবার চ্যাম্পিয়ন হয় লিভারপুল।
১৯৯৬ সালে প্রকাশিত বোলসের অটোবায়োগ্রাফিতে জানা যায়, অতিরিক্ত মদ্যপান, নারী আসক্তি, জুয়া তাঁকে ভুগিয়েছিল খেলোয়াড়ি দিনগুলেতে। এমনকি সেসব তাঁর ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলেছিল। ১৯৭৯ সালে কিউপিআর ছেড়ে ব্রায়ান কফের নটিংহাম ফরেস্টে যোগ দেন বোলস। কিন্তু সেখান কাটান ব্যর্থ এক মৌসুম, যার কারণে এক বছর পর তাঁকে চলে যেতে হয় দ্বিতীয় বিভাগের দল লেয়টন ওরিয়েন্টে।
অসাধারণ প্রতিভাবান হলেও বোলস ইংল্যান্ডের জার্সি গায়ে চড়াতে পেরেছেন মাত্র পাঁচবার। গোল করেছেন মাত্র একটি, ১৯৭৪ সালে ওয়েলসের বিপক্ষে। তাঁর মৃত্যতে শোক জানিয়ে এক বিবৃতিতে কিউপিআর লিখেছে, ‘ভারী হৃদয়ে আমরা জানতে পেরেছি, কিউপিআর আইকন স্টান বোলস আজ (শনিবার) সন্ধ্যায় চলে গেছেন ৭৫ বছর বয়সে। শান্তিতে ঘুমান তিনি।’
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৩ ঘণ্টা আগে