Ajker Patrika

মাদককে লাল কার্ড দেখাতে চায় বেনাপোল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদককে লাল কার্ড দেখাতে চায় বেনাপোল 

মাদকের রাজ্য বলে কুখ্যাতি আছে যশোরের বেনাপোল ইউনিয়নের। সেই এলাকা থেকে উঠে এসে ফুটবলের সৌরভ ছড়াচ্ছে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবলাররা। উঠেছে বাফুফে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও।

পল্টন আউটার স্টেডিয়ামে আগামীকাল বিকেলে নীলফামারী ছমির উদ্দিন হাইস্কুলের মুখোমুখি হবে বেনাপোলের খুদে ফুটবলাররা। দারুণ খেলে ফাইনালে উঠে আসা বেনাপোলের অধিনায়ক সাইদুর রহমানের বিশ্বাস আগামীকাল ফাইনালের জয় পেলে সেটা হবে মাদকের বিরুদ্ধে তাঁর দলের বড় বিজয়। আজ সংবাদ সম্মেলনে সাইদুর বলল, ‘এখানে আসতে পেরে আমি ভাগ্যবান। যেহেতু অনেক বাধা অতিক্রম করে এখানে এসেছি। তাই আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

ছাত্রের কথার সুর বেনাপোল কোচ সাব্বির আহমেদ পলাশের কণ্ঠেও, ‘মাদকের এলাকা থেকে আমি উঠে এসেছি। শুধু ফুটবল ভালোবেসে যশোর শহরে না থেকে আট বছর বেনাপোলে কাটিয়ে দিলাম। বেনাপোলে যাওয়ার পর অনেক আঘাত পেয়েছি। কিন্তু সব ছাত্রকে বেনাপোল হাইস্কুলে দিয়েছি ফুটবল খেলানোর জন্য। এরা ঈদের দিনও অনুশীলন করে। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমার ছেলেরা যদি পরিকল্পনা মতো খেলে তাহলে আমরা চ্যাম্পিয়ন হব।’

স্কুল ফুটবলে এর আগে চারবার সেমিফাইনাল খেললেও এইবারই প্রথম ফাইনালে উঠেছে নীলফামারী ছমির উদ্দিন হাইস্কুল। ফাইনালে আসার পথে একটা ম্যাচই হেরেছে দলটি, এই বেনাপোলের বিপক্ষেই ৪-০ ব্যবধানে। ফাইনালকে তাই প্রতিশোধের ম্যাচ হিসেবেই দেখছেন নীলফামারী স্কুলের কোচ আবদুল ওয়াহাব। সংবাদ সম্মেলনে বললেন, ‘চারবার সেমিফাইনালে উঠেছি আমরা। প্রথমবার ফাইনালে উঠলাম। আমরা কাল জেতার জন্য খেলব। আগের বার যে ভুল করেছি সেটা ভুলে ট্রফিতে চোখ আমাদের। আমরা আগের হারের প্রতিশোধ নিতে চাই।’ দুই হ্যাটট্রিকসহ ৭ গোল করা অধিনায়ক নাঈম ইসলামও বলল সেই কথা, ‘আমরা ভালো খেলেছি। এক ম্যাচ ছাড়া। শেষ ম্যাচেও জিততে চাই। আমি ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত