নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদকের রাজ্য বলে কুখ্যাতি আছে যশোরের বেনাপোল ইউনিয়নের। সেই এলাকা থেকে উঠে এসে ফুটবলের সৌরভ ছড়াচ্ছে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবলাররা। উঠেছে বাফুফে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও।
পল্টন আউটার স্টেডিয়ামে আগামীকাল বিকেলে নীলফামারী ছমির উদ্দিন হাইস্কুলের মুখোমুখি হবে বেনাপোলের খুদে ফুটবলাররা। দারুণ খেলে ফাইনালে উঠে আসা বেনাপোলের অধিনায়ক সাইদুর রহমানের বিশ্বাস আগামীকাল ফাইনালের জয় পেলে সেটা হবে মাদকের বিরুদ্ধে তাঁর দলের বড় বিজয়। আজ সংবাদ সম্মেলনে সাইদুর বলল, ‘এখানে আসতে পেরে আমি ভাগ্যবান। যেহেতু অনেক বাধা অতিক্রম করে এখানে এসেছি। তাই আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
ছাত্রের কথার সুর বেনাপোল কোচ সাব্বির আহমেদ পলাশের কণ্ঠেও, ‘মাদকের এলাকা থেকে আমি উঠে এসেছি। শুধু ফুটবল ভালোবেসে যশোর শহরে না থেকে আট বছর বেনাপোলে কাটিয়ে দিলাম। বেনাপোলে যাওয়ার পর অনেক আঘাত পেয়েছি। কিন্তু সব ছাত্রকে বেনাপোল হাইস্কুলে দিয়েছি ফুটবল খেলানোর জন্য। এরা ঈদের দিনও অনুশীলন করে। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমার ছেলেরা যদি পরিকল্পনা মতো খেলে তাহলে আমরা চ্যাম্পিয়ন হব।’
স্কুল ফুটবলে এর আগে চারবার সেমিফাইনাল খেললেও এইবারই প্রথম ফাইনালে উঠেছে নীলফামারী ছমির উদ্দিন হাইস্কুল। ফাইনালে আসার পথে একটা ম্যাচই হেরেছে দলটি, এই বেনাপোলের বিপক্ষেই ৪-০ ব্যবধানে। ফাইনালকে তাই প্রতিশোধের ম্যাচ হিসেবেই দেখছেন নীলফামারী স্কুলের কোচ আবদুল ওয়াহাব। সংবাদ সম্মেলনে বললেন, ‘চারবার সেমিফাইনালে উঠেছি আমরা। প্রথমবার ফাইনালে উঠলাম। আমরা কাল জেতার জন্য খেলব। আগের বার যে ভুল করেছি সেটা ভুলে ট্রফিতে চোখ আমাদের। আমরা আগের হারের প্রতিশোধ নিতে চাই।’ দুই হ্যাটট্রিকসহ ৭ গোল করা অধিনায়ক নাঈম ইসলামও বলল সেই কথা, ‘আমরা ভালো খেলেছি। এক ম্যাচ ছাড়া। শেষ ম্যাচেও জিততে চাই। আমি ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’
মাদকের রাজ্য বলে কুখ্যাতি আছে যশোরের বেনাপোল ইউনিয়নের। সেই এলাকা থেকে উঠে এসে ফুটবলের সৌরভ ছড়াচ্ছে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবলাররা। উঠেছে বাফুফে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও।
পল্টন আউটার স্টেডিয়ামে আগামীকাল বিকেলে নীলফামারী ছমির উদ্দিন হাইস্কুলের মুখোমুখি হবে বেনাপোলের খুদে ফুটবলাররা। দারুণ খেলে ফাইনালে উঠে আসা বেনাপোলের অধিনায়ক সাইদুর রহমানের বিশ্বাস আগামীকাল ফাইনালের জয় পেলে সেটা হবে মাদকের বিরুদ্ধে তাঁর দলের বড় বিজয়। আজ সংবাদ সম্মেলনে সাইদুর বলল, ‘এখানে আসতে পেরে আমি ভাগ্যবান। যেহেতু অনেক বাধা অতিক্রম করে এখানে এসেছি। তাই আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
ছাত্রের কথার সুর বেনাপোল কোচ সাব্বির আহমেদ পলাশের কণ্ঠেও, ‘মাদকের এলাকা থেকে আমি উঠে এসেছি। শুধু ফুটবল ভালোবেসে যশোর শহরে না থেকে আট বছর বেনাপোলে কাটিয়ে দিলাম। বেনাপোলে যাওয়ার পর অনেক আঘাত পেয়েছি। কিন্তু সব ছাত্রকে বেনাপোল হাইস্কুলে দিয়েছি ফুটবল খেলানোর জন্য। এরা ঈদের দিনও অনুশীলন করে। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমার ছেলেরা যদি পরিকল্পনা মতো খেলে তাহলে আমরা চ্যাম্পিয়ন হব।’
স্কুল ফুটবলে এর আগে চারবার সেমিফাইনাল খেললেও এইবারই প্রথম ফাইনালে উঠেছে নীলফামারী ছমির উদ্দিন হাইস্কুল। ফাইনালে আসার পথে একটা ম্যাচই হেরেছে দলটি, এই বেনাপোলের বিপক্ষেই ৪-০ ব্যবধানে। ফাইনালকে তাই প্রতিশোধের ম্যাচ হিসেবেই দেখছেন নীলফামারী স্কুলের কোচ আবদুল ওয়াহাব। সংবাদ সম্মেলনে বললেন, ‘চারবার সেমিফাইনালে উঠেছি আমরা। প্রথমবার ফাইনালে উঠলাম। আমরা কাল জেতার জন্য খেলব। আগের বার যে ভুল করেছি সেটা ভুলে ট্রফিতে চোখ আমাদের। আমরা আগের হারের প্রতিশোধ নিতে চাই।’ দুই হ্যাটট্রিকসহ ৭ গোল করা অধিনায়ক নাঈম ইসলামও বলল সেই কথা, ‘আমরা ভালো খেলেছি। এক ম্যাচ ছাড়া। শেষ ম্যাচেও জিততে চাই। আমি ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১৪ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১৫ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১৬ ঘণ্টা আগে