ক্রীড়া ডেস্ক
১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর কাহিনী জানেন না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি যা করেছিলেন, তাঁর মৃত্যুর পরও সেটা নিয়ে চর্চা হচ্ছে।
এস্তাদিও আরবানা কালদেইরা স্টেডিয়ামে গত রাতে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ম্যাচে নেইমার ফিরিয়ে এনেছেন ম্যারাডোনার সেই ঘটনা। বোতাফোগোর বিপক্ষে হাত দিয়ে গোল করার চেষ্টা করেন নেইমার। ৭৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়েছেন ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড। দুই হলুদ কার্ড মিলে লাল কার্ড হয়ে যায়। প্রথম হলুদ কার্ড ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেখেছেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। বোতাফোগোর এক ফুটবলারকে ফাউল করাতে নেইমারকে দেখানো হয়েছে সেই হলুদ কার্ড।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ৭৬ মিনিটে বোতাফোগোর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে ফাঁকি দিয়ে বলে ঘুষি মারেন নেইমার। ম্যাচে সেটা নেইমারের দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ড দেখেন তিনি। ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে ক্ষোভ ঝেরেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে, সেটা ঠিক। কিন্তু রেফারি যে প্রথম কার্ডেই রসিকতা করেছে। আমি একটা ফাউলের সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড। রেফারিং অনেক খারাপ ছিল। এটা শুধুমাত্রই আমার মতামত।’
নেইমার মাঠ ছাড়ার পরই গোলের দেখা পায় বোতাফোগো। ৮৬ মিনিটে গোল করেন আর্তুর ভিক্টর। সেই গোলেই শেষ পর্যন্ত সান্তোসের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। সিরি ‘আ’তে ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ১৮ নম্বরে সান্তোস। ১১ ম্যাচ খেলে নেইমারের দল জিতেছে ২ ম্যাচ। ড্র করেছে ২ ম্যাচ ও ৭ ম্যাচ হেরেছে। আর ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বোতাফোগো ৯ নম্বরে।
১৭ এপ্রিল চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন নেইমার। দেড় মাস পর বোতাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন। তবে ফেরাটাও মোটেই ভালো হলো না। লাল কার্ডের পাশাপাশি হজম করতে হলো সান্তোসের হার।
১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর কাহিনী জানেন না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি যা করেছিলেন, তাঁর মৃত্যুর পরও সেটা নিয়ে চর্চা হচ্ছে।
এস্তাদিও আরবানা কালদেইরা স্টেডিয়ামে গত রাতে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ম্যাচে নেইমার ফিরিয়ে এনেছেন ম্যারাডোনার সেই ঘটনা। বোতাফোগোর বিপক্ষে হাত দিয়ে গোল করার চেষ্টা করেন নেইমার। ৭৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়েছেন ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড। দুই হলুদ কার্ড মিলে লাল কার্ড হয়ে যায়। প্রথম হলুদ কার্ড ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেখেছেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। বোতাফোগোর এক ফুটবলারকে ফাউল করাতে নেইমারকে দেখানো হয়েছে সেই হলুদ কার্ড।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ৭৬ মিনিটে বোতাফোগোর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে ফাঁকি দিয়ে বলে ঘুষি মারেন নেইমার। ম্যাচে সেটা নেইমারের দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ড দেখেন তিনি। ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে ক্ষোভ ঝেরেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে, সেটা ঠিক। কিন্তু রেফারি যে প্রথম কার্ডেই রসিকতা করেছে। আমি একটা ফাউলের সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড। রেফারিং অনেক খারাপ ছিল। এটা শুধুমাত্রই আমার মতামত।’
নেইমার মাঠ ছাড়ার পরই গোলের দেখা পায় বোতাফোগো। ৮৬ মিনিটে গোল করেন আর্তুর ভিক্টর। সেই গোলেই শেষ পর্যন্ত সান্তোসের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। সিরি ‘আ’তে ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ১৮ নম্বরে সান্তোস। ১১ ম্যাচ খেলে নেইমারের দল জিতেছে ২ ম্যাচ। ড্র করেছে ২ ম্যাচ ও ৭ ম্যাচ হেরেছে। আর ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বোতাফোগো ৯ নম্বরে।
১৭ এপ্রিল চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন নেইমার। দেড় মাস পর বোতাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন। তবে ফেরাটাও মোটেই ভালো হলো না। লাল কার্ডের পাশাপাশি হজম করতে হলো সান্তোসের হার।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে