Ajker Patrika

এমবাপ্পেকে ‘বিশ্রাম’ দিয়ে জিতল ফ্রান্স, নরওয়ের নায়ক হালান্ড

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৫৫
এমবাপ্পেকে ‘বিশ্রাম’ দিয়ে জিতল ফ্রান্স, নরওয়ের নায়ক হালান্ড

ফান্সের তো বটেই, রিয়াল মাদ্রিদেরও বড় সম্পত্তি কিলিয়ান এমবাপ্পে। তাঁকে রক্ষা করার একটা আলাদা ব্যাপার তো থাকেই। তার জন্য ২৫ বছর বয়সী তারকাকে ‘বিশ্রাম’ দিয়েছিল ফ্রান্স। দলের নিয়মিত অধিনায়ক একাদশে না থাকলেও কেভিন ডি ব্রুইনার বেলজিয়ামকে হারিয়েছে ফ্রান্স। 

ঘরের মাঠে গত রাতে উয়েফা নেশনস লিগে দিদিয়ের দেশমের দল জিতেছে ২-০ গোলে। ২৯ মিনিটে র‍্যান্ডাল কোলা মুয়ানি এগিয়ে দেন ফ্রান্সকে। ৫৭ মিনিটে এনগোলো কান্তের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ওসমানে দেম্বেলে। 

এমবাপ্পের কোনো চোট ছিল না। তার পরও আন্তর্জাতিক বন্ধে কোনো প্রকার চোট যাতে না পান, তার জন্য শুরুতে বিশ্রামে ছিলেন তিনি। ফরাসি ফরোয়ার্ড মাঠে নামেন ৬৭ মিনিটে, মুয়ানির পরিবর্তে। গত আট ম্যাচে ওপেন প্লেতে ফ্রান্স গোল করল দুটি, দুটিই বেলজিয়ামের বিপক্ষে। 

আগের ম্যাচে ইতালির কাছে প্যারিসে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। নেশনস লিগের ‘বি’ গ্রুপে জয়রথ ছুটছে আজ্জুরিদের। গত রাতে লুসিয়ানো স্পেলেত্তির দল বুদাপেস্টে ২-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে। 

‘জি’ গ্রুপে নরওয়ে অসলোতে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। নরওয়ের জয়ের নায়ক আর্লিং হালান্ড। ৮০ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। ৮৩ মিনিটে ভিএআরে আরেকটি গোলও বাতিল হয় নরওয়ের। তার আগ পর্যন্ত ম্যাচটি প্রথমার্ধে ১-১ সমতায় ছিল। 

‘এইচ’ গ্রুপে মুহাম্মেদ করিমের হ্যাটট্রিকে তুরস্ক ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ডকে। হ্যাটট্রিক পেয়েছেন বেনিয়ামিন সেসকোও। তাঁর নৈপুণ্যে কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া। এটি সেসকোর প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত