ফান্সের তো বটেই, রিয়াল মাদ্রিদেরও বড় সম্পত্তি কিলিয়ান এমবাপ্পে। তাঁকে রক্ষা করার একটা আলাদা ব্যাপার তো থাকেই। তার জন্য ২৫ বছর বয়সী তারকাকে ‘বিশ্রাম’ দিয়েছিল ফ্রান্স। দলের নিয়মিত অধিনায়ক একাদশে না থাকলেও কেভিন ডি ব্রুইনার বেলজিয়ামকে হারিয়েছে ফ্রান্স।
ঘরের মাঠে গত রাতে উয়েফা নেশনস লিগে দিদিয়ের দেশমের দল জিতেছে ২-০ গোলে। ২৯ মিনিটে র্যান্ডাল কোলা মুয়ানি এগিয়ে দেন ফ্রান্সকে। ৫৭ মিনিটে এনগোলো কান্তের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ওসমানে দেম্বেলে।
এমবাপ্পের কোনো চোট ছিল না। তার পরও আন্তর্জাতিক বন্ধে কোনো প্রকার চোট যাতে না পান, তার জন্য শুরুতে বিশ্রামে ছিলেন তিনি। ফরাসি ফরোয়ার্ড মাঠে নামেন ৬৭ মিনিটে, মুয়ানির পরিবর্তে। গত আট ম্যাচে ওপেন প্লেতে ফ্রান্স গোল করল দুটি, দুটিই বেলজিয়ামের বিপক্ষে।
আগের ম্যাচে ইতালির কাছে প্যারিসে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। নেশনস লিগের ‘বি’ গ্রুপে জয়রথ ছুটছে আজ্জুরিদের। গত রাতে লুসিয়ানো স্পেলেত্তির দল বুদাপেস্টে ২-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে।
‘জি’ গ্রুপে নরওয়ে অসলোতে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। নরওয়ের জয়ের নায়ক আর্লিং হালান্ড। ৮০ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। ৮৩ মিনিটে ভিএআরে আরেকটি গোলও বাতিল হয় নরওয়ের। তার আগ পর্যন্ত ম্যাচটি প্রথমার্ধে ১-১ সমতায় ছিল।
‘এইচ’ গ্রুপে মুহাম্মেদ করিমের হ্যাটট্রিকে তুরস্ক ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ডকে। হ্যাটট্রিক পেয়েছেন বেনিয়ামিন সেসকোও। তাঁর নৈপুণ্যে কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া। এটি সেসকোর প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক।
ফান্সের তো বটেই, রিয়াল মাদ্রিদেরও বড় সম্পত্তি কিলিয়ান এমবাপ্পে। তাঁকে রক্ষা করার একটা আলাদা ব্যাপার তো থাকেই। তার জন্য ২৫ বছর বয়সী তারকাকে ‘বিশ্রাম’ দিয়েছিল ফ্রান্স। দলের নিয়মিত অধিনায়ক একাদশে না থাকলেও কেভিন ডি ব্রুইনার বেলজিয়ামকে হারিয়েছে ফ্রান্স।
ঘরের মাঠে গত রাতে উয়েফা নেশনস লিগে দিদিয়ের দেশমের দল জিতেছে ২-০ গোলে। ২৯ মিনিটে র্যান্ডাল কোলা মুয়ানি এগিয়ে দেন ফ্রান্সকে। ৫৭ মিনিটে এনগোলো কান্তের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ওসমানে দেম্বেলে।
এমবাপ্পের কোনো চোট ছিল না। তার পরও আন্তর্জাতিক বন্ধে কোনো প্রকার চোট যাতে না পান, তার জন্য শুরুতে বিশ্রামে ছিলেন তিনি। ফরাসি ফরোয়ার্ড মাঠে নামেন ৬৭ মিনিটে, মুয়ানির পরিবর্তে। গত আট ম্যাচে ওপেন প্লেতে ফ্রান্স গোল করল দুটি, দুটিই বেলজিয়ামের বিপক্ষে।
আগের ম্যাচে ইতালির কাছে প্যারিসে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। নেশনস লিগের ‘বি’ গ্রুপে জয়রথ ছুটছে আজ্জুরিদের। গত রাতে লুসিয়ানো স্পেলেত্তির দল বুদাপেস্টে ২-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে।
‘জি’ গ্রুপে নরওয়ে অসলোতে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। নরওয়ের জয়ের নায়ক আর্লিং হালান্ড। ৮০ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। ৮৩ মিনিটে ভিএআরে আরেকটি গোলও বাতিল হয় নরওয়ের। তার আগ পর্যন্ত ম্যাচটি প্রথমার্ধে ১-১ সমতায় ছিল।
‘এইচ’ গ্রুপে মুহাম্মেদ করিমের হ্যাটট্রিকে তুরস্ক ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ডকে। হ্যাটট্রিক পেয়েছেন বেনিয়ামিন সেসকোও। তাঁর নৈপুণ্যে কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া। এটি সেসকোর প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৩ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৪ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৬ ঘণ্টা আগে