নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তান ফুটবল দলের কাতারি কোচ আবদুল্লাহ আল মুতায়িরি বেশ রসিক লোক হিসেবে পরিচিত। গুরুগম্ভীর ভাষায় তাঁর বেশ কঠিন কথাগুলো সাংবাদিকদের মুখে হাসি ফোটায়। আজও যেমন হাসালেন কাতারি কোচ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল। একই দিনে এশিয়া কাপে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের ক্রিকেট দল। বাংলাদেশের জন্য ম্যাচটা বাঁচা-মরার। আফগানদের সঙ্গে হেরে গেলেই গ্রুপ পর্ব থেকেই বিদায় সাকিব আল হাসানদের।
একই দিনে ফুটবল ও ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান—খেলাধুলার ইতিহাসে বেশ দুর্লভ একটা দিনই বটে। আফগান ফুটবল অধিনায়ক ফয়সাল শায়েস্তের কাছে প্রশ্ন করা হলো স্বদেশি ক্রিকেটারদের কোনো শুভেচ্ছা জানাতে চান কি না?
জবাবে কোনো বনিতা ছাড়াই রশিদ খান-নাজিবুল্লাহ জাদরানদের শুভেচ্ছা জানিয়েছেন ফয়সাল। বলেছেন, 'আমি কয়েকজন ক্রিকেটারকে চিনি। যেমন নাভিদ, জাদরানের সঙ্গে আমার পরিচয় আছে। তাদের শুভকামনা। আফগানিস্তানের মানুষ খেলাধুলা ভালোবাসে। আমি চাই এই খেলাপাগল মানুষদের জন্য ক্রিকেটাররা ম্যাচটা জিতুক।'
তবে আবদুল্লাহ আল মুতায়িরি এক কাঠি সরেস। বাঁচা-মরার ম্যাচে সাকিবরা চাপে থাকবেন বলে রসিকতা আফগান ফুটবল কোচের, 'আমাদের ক্রিকেট দলের জন্য শুভ কামনা। কারণ, আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব চাপে আছে, তারা তাদের সেরা ম্যাচটা হেরে গেছে (হাসি)। এটা তাদের জন্য অনেক বড় সমস্যা। আফগানিস্তান দুই দিক থেকেই সুবিধাজনক অবস্থায় আছে। আমরা একদমই চাপে নেই, বাংলাদেশ চাপে আছে।'
আফগানিস্তান ফুটবল দলের কাতারি কোচ আবদুল্লাহ আল মুতায়িরি বেশ রসিক লোক হিসেবে পরিচিত। গুরুগম্ভীর ভাষায় তাঁর বেশ কঠিন কথাগুলো সাংবাদিকদের মুখে হাসি ফোটায়। আজও যেমন হাসালেন কাতারি কোচ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল। একই দিনে এশিয়া কাপে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের ক্রিকেট দল। বাংলাদেশের জন্য ম্যাচটা বাঁচা-মরার। আফগানদের সঙ্গে হেরে গেলেই গ্রুপ পর্ব থেকেই বিদায় সাকিব আল হাসানদের।
একই দিনে ফুটবল ও ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান—খেলাধুলার ইতিহাসে বেশ দুর্লভ একটা দিনই বটে। আফগান ফুটবল অধিনায়ক ফয়সাল শায়েস্তের কাছে প্রশ্ন করা হলো স্বদেশি ক্রিকেটারদের কোনো শুভেচ্ছা জানাতে চান কি না?
জবাবে কোনো বনিতা ছাড়াই রশিদ খান-নাজিবুল্লাহ জাদরানদের শুভেচ্ছা জানিয়েছেন ফয়সাল। বলেছেন, 'আমি কয়েকজন ক্রিকেটারকে চিনি। যেমন নাভিদ, জাদরানের সঙ্গে আমার পরিচয় আছে। তাদের শুভকামনা। আফগানিস্তানের মানুষ খেলাধুলা ভালোবাসে। আমি চাই এই খেলাপাগল মানুষদের জন্য ক্রিকেটাররা ম্যাচটা জিতুক।'
তবে আবদুল্লাহ আল মুতায়িরি এক কাঠি সরেস। বাঁচা-মরার ম্যাচে সাকিবরা চাপে থাকবেন বলে রসিকতা আফগান ফুটবল কোচের, 'আমাদের ক্রিকেট দলের জন্য শুভ কামনা। কারণ, আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব চাপে আছে, তারা তাদের সেরা ম্যাচটা হেরে গেছে (হাসি)। এটা তাদের জন্য অনেক বড় সমস্যা। আফগানিস্তান দুই দিক থেকেই সুবিধাজনক অবস্থায় আছে। আমরা একদমই চাপে নেই, বাংলাদেশ চাপে আছে।'
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে