নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তান ফুটবল দলের কাতারি কোচ আবদুল্লাহ আল মুতায়িরি বেশ রসিক লোক হিসেবে পরিচিত। গুরুগম্ভীর ভাষায় তাঁর বেশ কঠিন কথাগুলো সাংবাদিকদের মুখে হাসি ফোটায়। আজও যেমন হাসালেন কাতারি কোচ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল। একই দিনে এশিয়া কাপে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের ক্রিকেট দল। বাংলাদেশের জন্য ম্যাচটা বাঁচা-মরার। আফগানদের সঙ্গে হেরে গেলেই গ্রুপ পর্ব থেকেই বিদায় সাকিব আল হাসানদের।
একই দিনে ফুটবল ও ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান—খেলাধুলার ইতিহাসে বেশ দুর্লভ একটা দিনই বটে। আফগান ফুটবল অধিনায়ক ফয়সাল শায়েস্তের কাছে প্রশ্ন করা হলো স্বদেশি ক্রিকেটারদের কোনো শুভেচ্ছা জানাতে চান কি না?
জবাবে কোনো বনিতা ছাড়াই রশিদ খান-নাজিবুল্লাহ জাদরানদের শুভেচ্ছা জানিয়েছেন ফয়সাল। বলেছেন, 'আমি কয়েকজন ক্রিকেটারকে চিনি। যেমন নাভিদ, জাদরানের সঙ্গে আমার পরিচয় আছে। তাদের শুভকামনা। আফগানিস্তানের মানুষ খেলাধুলা ভালোবাসে। আমি চাই এই খেলাপাগল মানুষদের জন্য ক্রিকেটাররা ম্যাচটা জিতুক।'
তবে আবদুল্লাহ আল মুতায়িরি এক কাঠি সরেস। বাঁচা-মরার ম্যাচে সাকিবরা চাপে থাকবেন বলে রসিকতা আফগান ফুটবল কোচের, 'আমাদের ক্রিকেট দলের জন্য শুভ কামনা। কারণ, আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব চাপে আছে, তারা তাদের সেরা ম্যাচটা হেরে গেছে (হাসি)। এটা তাদের জন্য অনেক বড় সমস্যা। আফগানিস্তান দুই দিক থেকেই সুবিধাজনক অবস্থায় আছে। আমরা একদমই চাপে নেই, বাংলাদেশ চাপে আছে।'
আফগানিস্তান ফুটবল দলের কাতারি কোচ আবদুল্লাহ আল মুতায়িরি বেশ রসিক লোক হিসেবে পরিচিত। গুরুগম্ভীর ভাষায় তাঁর বেশ কঠিন কথাগুলো সাংবাদিকদের মুখে হাসি ফোটায়। আজও যেমন হাসালেন কাতারি কোচ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল। একই দিনে এশিয়া কাপে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের ক্রিকেট দল। বাংলাদেশের জন্য ম্যাচটা বাঁচা-মরার। আফগানদের সঙ্গে হেরে গেলেই গ্রুপ পর্ব থেকেই বিদায় সাকিব আল হাসানদের।
একই দিনে ফুটবল ও ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান—খেলাধুলার ইতিহাসে বেশ দুর্লভ একটা দিনই বটে। আফগান ফুটবল অধিনায়ক ফয়সাল শায়েস্তের কাছে প্রশ্ন করা হলো স্বদেশি ক্রিকেটারদের কোনো শুভেচ্ছা জানাতে চান কি না?
জবাবে কোনো বনিতা ছাড়াই রশিদ খান-নাজিবুল্লাহ জাদরানদের শুভেচ্ছা জানিয়েছেন ফয়সাল। বলেছেন, 'আমি কয়েকজন ক্রিকেটারকে চিনি। যেমন নাভিদ, জাদরানের সঙ্গে আমার পরিচয় আছে। তাদের শুভকামনা। আফগানিস্তানের মানুষ খেলাধুলা ভালোবাসে। আমি চাই এই খেলাপাগল মানুষদের জন্য ক্রিকেটাররা ম্যাচটা জিতুক।'
তবে আবদুল্লাহ আল মুতায়িরি এক কাঠি সরেস। বাঁচা-মরার ম্যাচে সাকিবরা চাপে থাকবেন বলে রসিকতা আফগান ফুটবল কোচের, 'আমাদের ক্রিকেট দলের জন্য শুভ কামনা। কারণ, আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব চাপে আছে, তারা তাদের সেরা ম্যাচটা হেরে গেছে (হাসি)। এটা তাদের জন্য অনেক বড় সমস্যা। আফগানিস্তান দুই দিক থেকেই সুবিধাজনক অবস্থায় আছে। আমরা একদমই চাপে নেই, বাংলাদেশ চাপে আছে।'
টানা আট দিনের স্কিল ও ফিটনেস অনুশীলন শেষে আজ সকালে দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকাল ১০টায় ক্রিকেটার ও কোচদের সবচেয়ে বড় বহরটা রওনা দেবে। বাকিরা যাবেন সন্ধ্যায়। অধিনায়ক লিটন দাস, সৌম্য সরকার ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন যাব
১ ঘণ্টা আগেপ্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত ৮০০-এর বেশি গোল করেছেন লিওনেল মেসি। সংখ্যাটা কত, সেটা গুনতে গুনতে সময় পেরিয়ে যাবে মেসির। তার চেয়েও বড় কঠিন কাজ সেরা গোল বেছে নেওয়া। এবার সেটাই করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালের টিকিট আগে কেটেছিল শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরীর শেফিল্ডের প্রতিপক্ষ ফাইনালে কে হয়, সেটাই ছিল জানার অপেক্ষা। অবশেষে গত রাতে ফুরোল সেই অপেক্ষা। ফাইনালে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সান্ডারল্যান্ড।
২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
১৩ ঘণ্টা আগে