ঢাকা: রিয়াদ মাহারেজের জোড়া গোলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটির জয় ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-১ গোলের। চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটে এটিই সিটির প্রথম ফাইনাল। শিরোপা লড়াইয়ে সিটির প্রতিপক্ষ আজ রাতে চেলসি-রিয়াল মাদ্রিদ ম্যাচের জয়ী দল।
ম্যানচেস্টারে তুষারের কারণে শুরু থেকে বিপাকে ছিল দুই দল। এর মাঝেও উভয়েই চেষ্টা করছিল আক্রমণে যাওয়ার। তবে পিছিয়ে থাকা পিএসজিকে আরও পিছিয়ে দিয়ে প্রথমে লিড নেয় সিটি। মাহারেজের শট কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
পিছিয়ে পড়ে দারুণভাবে চেষ্টা চালায় পিএসজি। একবার তারা গোল বঞ্চিত হয় পোস্টে লাগায়। আরেকবার সিটি ডিফেন্সের ভুলের সুযোগে ডি মারিয়ার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর প্রথমার্ধে আরও একাধিকবার কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় অতিথিদের।
পিএসজির চাপে এসময় প্রতিআক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করে সিটি। তবে বেশ কবার কাছাকাছি গিয়েও প্রথমার্ধের আর দ্বিতীয় গোলের দেখা পায়নি স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল গোলের জন্য মরিয়া চেষ্টা চালায়। প্রথম লেগের মতো আরও একবার ওয়ান–টু–ওয়ানে সুযোগ হাতছাড়া করেন সিটি স্ট্রাইকার ফিল ফোডেন। পাল্টা আক্রমণে হতাশ হতে হয় নেইমারকেও।
৬৩ মিনিটে আর ভুল হয়নি সিটির। ফোডেনের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল এনে দেন মাহারেজ। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাদ দিয়ে আবারও প্রথম লেগের মতো মেজাজ হারিয়ে বসে পিএসজি খেলোয়াড়রা। ফার্নান্দিনহোকে অহেতুক পা মাড়িয়ে লাল কার্ড দেখেন ডি মারিয়া। এ সময় খেলার চেয়ে ফাউল করাতেই বেশি ব্যস্ত ছিল দুই দলের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পাওয়ায় ফাইনালে ওঠার আনন্দে মাতে সিটি।
ঢাকা: রিয়াদ মাহারেজের জোড়া গোলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটির জয় ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-১ গোলের। চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটে এটিই সিটির প্রথম ফাইনাল। শিরোপা লড়াইয়ে সিটির প্রতিপক্ষ আজ রাতে চেলসি-রিয়াল মাদ্রিদ ম্যাচের জয়ী দল।
ম্যানচেস্টারে তুষারের কারণে শুরু থেকে বিপাকে ছিল দুই দল। এর মাঝেও উভয়েই চেষ্টা করছিল আক্রমণে যাওয়ার। তবে পিছিয়ে থাকা পিএসজিকে আরও পিছিয়ে দিয়ে প্রথমে লিড নেয় সিটি। মাহারেজের শট কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
পিছিয়ে পড়ে দারুণভাবে চেষ্টা চালায় পিএসজি। একবার তারা গোল বঞ্চিত হয় পোস্টে লাগায়। আরেকবার সিটি ডিফেন্সের ভুলের সুযোগে ডি মারিয়ার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর প্রথমার্ধে আরও একাধিকবার কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় অতিথিদের।
পিএসজির চাপে এসময় প্রতিআক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করে সিটি। তবে বেশ কবার কাছাকাছি গিয়েও প্রথমার্ধের আর দ্বিতীয় গোলের দেখা পায়নি স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল গোলের জন্য মরিয়া চেষ্টা চালায়। প্রথম লেগের মতো আরও একবার ওয়ান–টু–ওয়ানে সুযোগ হাতছাড়া করেন সিটি স্ট্রাইকার ফিল ফোডেন। পাল্টা আক্রমণে হতাশ হতে হয় নেইমারকেও।
৬৩ মিনিটে আর ভুল হয়নি সিটির। ফোডেনের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল এনে দেন মাহারেজ। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাদ দিয়ে আবারও প্রথম লেগের মতো মেজাজ হারিয়ে বসে পিএসজি খেলোয়াড়রা। ফার্নান্দিনহোকে অহেতুক পা মাড়িয়ে লাল কার্ড দেখেন ডি মারিয়া। এ সময় খেলার চেয়ে ফাউল করাতেই বেশি ব্যস্ত ছিল দুই দলের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পাওয়ায় ফাইনালে ওঠার আনন্দে মাতে সিটি।
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
২৪ মিনিট আগে২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে