নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের প্রথম চার দিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিনের ৪ উইকেটের সঙ্গে আজ খালেদ ২ উইকেট নিয়েছেন। বাংলাদেশের এই পেসারের ৬ উইকেট পাওয়ার পর ঝোড়ো ব্যাটিংয়ে দলকে দারুণভাবে এগিয়ে নিতে থাকেন সোহান। তবে সোহানের সেঞ্চুরির দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রান বাংলাদেশ ‘এ’ দল করার পরই দেখা দেয় আলোকস্বল্পতা। এখানেই থেমে যায় বাংলাদেশের খেলা। স্বাগতিকেরা এখনো ৭ রানে পিছিয়ে।
প্রথম ইনিংসে ৬৪ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরুর পর সাবলীলভাবে খেলতে থাকেন মিচ হে। মনে হচ্ছিল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন। কিন্তু খালেদ সেটা হতে দেননি। ৭৬তম ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হে। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় হে ৮১ রান করে ফিরলে ৭৫.২ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে হে আউট হওয়ার আগে নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। ক্লার্ক, হে-এর উইকেট দুটি নিয়ে খালেদের বোলিং বিশ্লেষণ করলে দেখা যায় ২১.২ ওভারে ৫৯ রানে ৬ উইকেট। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকে। ৮.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৩৫ রান। নবম ওভারের তৃতীয় বলে এনামুল হক বিজয়কে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক। বিজয় ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় করেছেন ২৪ রান।
বিজয়ের ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৮.৫ ওভারে ৪ উইকেটে ৮১ রানে পরিণত হয় স্বাগতিকেরা। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সোহান বেধড়ক পেটাতে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটারদের। ৭৪ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। পঞ্চম উইকেটে সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন গড়েন ১৩৮ রানের জুটি গড়েছেন। ৪৬তম ওভারের তৃতীয় বলে অঙ্কনকে ফিরিয়ে জুটি ভাঙেন জশ ক্লার্কসন।
অঙ্কন ৭৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন। বাংলাদেশের ইনিংসে এরপর ধস নামা শুরু করে। ৫ উইকেটে ২১৩ রান থেকে মুহূর্তেই ৮ উইকেটে ২৪৩ রান হয়ে যায় স্বাগতিকদের। ইনিংস সর্বোচ্চ ১০৭ রান করেছেন সোহান। ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কা মেরেছেন। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৬০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান করেছে বাংলাদেশ। হাসান মুরাদ ১৩ রানে ব্যাটিং করছেন। মুরাদের সঙ্গী ইবাদত হোসেন চৌধুরীর রান ১।
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের প্রথম চার দিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিনের ৪ উইকেটের সঙ্গে আজ খালেদ ২ উইকেট নিয়েছেন। বাংলাদেশের এই পেসারের ৬ উইকেট পাওয়ার পর ঝোড়ো ব্যাটিংয়ে দলকে দারুণভাবে এগিয়ে নিতে থাকেন সোহান। তবে সোহানের সেঞ্চুরির দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রান বাংলাদেশ ‘এ’ দল করার পরই দেখা দেয় আলোকস্বল্পতা। এখানেই থেমে যায় বাংলাদেশের খেলা। স্বাগতিকেরা এখনো ৭ রানে পিছিয়ে।
প্রথম ইনিংসে ৬৪ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরুর পর সাবলীলভাবে খেলতে থাকেন মিচ হে। মনে হচ্ছিল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন। কিন্তু খালেদ সেটা হতে দেননি। ৭৬তম ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হে। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় হে ৮১ রান করে ফিরলে ৭৫.২ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে হে আউট হওয়ার আগে নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। ক্লার্ক, হে-এর উইকেট দুটি নিয়ে খালেদের বোলিং বিশ্লেষণ করলে দেখা যায় ২১.২ ওভারে ৫৯ রানে ৬ উইকেট। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকে। ৮.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৩৫ রান। নবম ওভারের তৃতীয় বলে এনামুল হক বিজয়কে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক। বিজয় ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় করেছেন ২৪ রান।
বিজয়ের ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৮.৫ ওভারে ৪ উইকেটে ৮১ রানে পরিণত হয় স্বাগতিকেরা। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সোহান বেধড়ক পেটাতে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটারদের। ৭৪ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। পঞ্চম উইকেটে সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন গড়েন ১৩৮ রানের জুটি গড়েছেন। ৪৬তম ওভারের তৃতীয় বলে অঙ্কনকে ফিরিয়ে জুটি ভাঙেন জশ ক্লার্কসন।
অঙ্কন ৭৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন। বাংলাদেশের ইনিংসে এরপর ধস নামা শুরু করে। ৫ উইকেটে ২১৩ রান থেকে মুহূর্তেই ৮ উইকেটে ২৪৩ রান হয়ে যায় স্বাগতিকদের। ইনিংস সর্বোচ্চ ১০৭ রান করেছেন সোহান। ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কা মেরেছেন। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৬০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান করেছে বাংলাদেশ। হাসান মুরাদ ১৩ রানে ব্যাটিং করছেন। মুরাদের সঙ্গী ইবাদত হোসেন চৌধুরীর রান ১।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৪০ মিনিট আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে