ইংল্যান্ডের বড় টুর্নামেন্ট জেতার আক্ষেপে প্রলেপ দিতে পারলেন না গ্যারেথ সাউথগেট। আশা জাগিয়ে এবার থামতে হয়েছে ফাইনালে। আরেকবার টাইব্রেকারের ফাঁড়ায় শিরোপাস্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে ইংলিশদের। টাইব্রেকার দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না দলটির কোচ সাউথগেটকে। ম্যাচ শেষে অবশ্য পেনাল্টি শুটআউটে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ৫০ বছর বয়সী এই কোচ।
১৯৯৬ ইউরোতে সাউথগেটের পেনাল্টি মিসে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংলিশদের। সাউথগেটের সামনে এবার সুযোগ ছিল কোচ হিসেবে সেই দায়মোচনের। সাউথগেট সেটি পারেননি। নিজে হতাশ হয়েছেন। হতাশ করেছেন ইংলিশ সমর্থকদের। বাদ যাচ্ছেন না সমালোচনা থেকেও।
ইংলিশদের হয়ে এদিন তিনটি পেনাল্টি শট মিস করেছেন মার্কাস রাশফোর্ড, জাদন সানচো, বুকাওয়ে শাকা। সাউদগেট জানিয়েছেন, কারা পেনাল্টি শট নেবে এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। সিদ্ধান্ত যেহেতু নিজে নিয়েছেন দায়টাও নিজের কাঁধেই তুলে নিতে পিছ পা হচ্ছেন না তিনি।
এবারের ইউরোতে দারুণ খেলে সবার নজর কেড়েছেন তরুণ ইংলিশ উইঙ্গার শাকা। অল্প সময়েই হয়েছেন কোচের আস্থাভাজন। তবে পেনাল্টি শট মিস করা নিয়ে এখন রোষানলে পড়ছেন ১৯ বছর বয়সী উইঙ্গার। তাঁর মতো একজন তরুণকে গুরুত্বপূর্ণ সময়ে শট নিতে দেওয়া নিয়ে সমালোচনা হচ্ছে সাউথগেটেরও।
সব দায় নিয়ে সাউথগেট বলেছেন, ‘ফাইনালের আগে আমরা তাদের নিয়ে আলাদাভাবে কাজ করেছি। পেনাল্টি শুটআউটে শট তারাই নিয়েছে যাদের নিয়ে আমরা এক সঙ্গে পরিকল্পনা করেছি। শাকা তাদেরই একজন। সে খুবই প্রতিশ্রুতিশীল এবং দুর্দান্ত খেলোয়াড়। এই মুহূর্তে আমাদের তার পাশে থাকা উচিত। তাকে সমর্থন করা উচিত। বাইরে থেকে অনেকেই সেটা দিচ্ছেনও।’
ইউরো জিততে না পারলেও হতাশ হচ্ছেন না সাউথগেট। নতুন করে আবার স্বপ্ন বোনার তাগাদা দিয়েছেন শিষ্যদের। ম্যাচ শেষে বলেছেন, ‘টুর্নামেন্ট জিততে তারা সব উজাড় করে দিয়েছে। এতে ছেলেদের মাথা উঁচু রাখা উচিত। দেশকে একটা শিরোপা দিতে না পারা অবশ্যই হতাশার। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি তাদের নিয়ে গর্বিত।’
ইংল্যান্ডের বড় টুর্নামেন্ট জেতার আক্ষেপে প্রলেপ দিতে পারলেন না গ্যারেথ সাউথগেট। আশা জাগিয়ে এবার থামতে হয়েছে ফাইনালে। আরেকবার টাইব্রেকারের ফাঁড়ায় শিরোপাস্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে ইংলিশদের। টাইব্রেকার দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না দলটির কোচ সাউথগেটকে। ম্যাচ শেষে অবশ্য পেনাল্টি শুটআউটে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ৫০ বছর বয়সী এই কোচ।
১৯৯৬ ইউরোতে সাউথগেটের পেনাল্টি মিসে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংলিশদের। সাউথগেটের সামনে এবার সুযোগ ছিল কোচ হিসেবে সেই দায়মোচনের। সাউথগেট সেটি পারেননি। নিজে হতাশ হয়েছেন। হতাশ করেছেন ইংলিশ সমর্থকদের। বাদ যাচ্ছেন না সমালোচনা থেকেও।
ইংলিশদের হয়ে এদিন তিনটি পেনাল্টি শট মিস করেছেন মার্কাস রাশফোর্ড, জাদন সানচো, বুকাওয়ে শাকা। সাউদগেট জানিয়েছেন, কারা পেনাল্টি শট নেবে এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। সিদ্ধান্ত যেহেতু নিজে নিয়েছেন দায়টাও নিজের কাঁধেই তুলে নিতে পিছ পা হচ্ছেন না তিনি।
এবারের ইউরোতে দারুণ খেলে সবার নজর কেড়েছেন তরুণ ইংলিশ উইঙ্গার শাকা। অল্প সময়েই হয়েছেন কোচের আস্থাভাজন। তবে পেনাল্টি শট মিস করা নিয়ে এখন রোষানলে পড়ছেন ১৯ বছর বয়সী উইঙ্গার। তাঁর মতো একজন তরুণকে গুরুত্বপূর্ণ সময়ে শট নিতে দেওয়া নিয়ে সমালোচনা হচ্ছে সাউথগেটেরও।
সব দায় নিয়ে সাউথগেট বলেছেন, ‘ফাইনালের আগে আমরা তাদের নিয়ে আলাদাভাবে কাজ করেছি। পেনাল্টি শুটআউটে শট তারাই নিয়েছে যাদের নিয়ে আমরা এক সঙ্গে পরিকল্পনা করেছি। শাকা তাদেরই একজন। সে খুবই প্রতিশ্রুতিশীল এবং দুর্দান্ত খেলোয়াড়। এই মুহূর্তে আমাদের তার পাশে থাকা উচিত। তাকে সমর্থন করা উচিত। বাইরে থেকে অনেকেই সেটা দিচ্ছেনও।’
ইউরো জিততে না পারলেও হতাশ হচ্ছেন না সাউথগেট। নতুন করে আবার স্বপ্ন বোনার তাগাদা দিয়েছেন শিষ্যদের। ম্যাচ শেষে বলেছেন, ‘টুর্নামেন্ট জিততে তারা সব উজাড় করে দিয়েছে। এতে ছেলেদের মাথা উঁচু রাখা উচিত। দেশকে একটা শিরোপা দিতে না পারা অবশ্যই হতাশার। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি তাদের নিয়ে গর্বিত।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে