Ajker Patrika

মেসির কোলে প্রতিপক্ষের ছেলে, ছবি ভাইরাল

মেসির কোলে প্রতিপক্ষের ছেলে, ছবি ভাইরাল

গত রাতে লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিপক্ষে রেঁসের ম্যাচে সব আলো কেড়ে নেন লিওনেল মেসি। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি, গোলও করেননি। তবু মধ্যমণি আর্জেন্টাইন মহাতারকা। যেখানে প্রতিপক্ষের গোলরক্ষকও মেসির গুণমুগ্ধ ভক্ত। ম্যাচ শেষে মেসির কোলে ছেলেকে তুলে দেন রেঁসের গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। সেই ছবিটিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রেঁসের বিপক্ষে ম্যাচটি পিএসজি জিতেছে ২-০ গোলে। তবে সব ছাপিয়ে ম্যাচের শুরু থেকেই সবাই ক্ষণগননা করছিলেন মেসি কখন মাঠে নামবেন। ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামলে সেই অপেক্ষার প্রহর ফুরোয় ভক্তদের। তবে ভক্তদের চেয়েও বেশি রোমাঞ্চ বোধ হয় ছুঁয়ে গেছে প্রতিপক্ষ রেঁস খেলোয়াড়দের। সবাই লাইন ধরে ছবি তোলেন মেসির সঙ্গে। তবে গোলরক্ষক রাইকোভিচ অবশ্য একধাপ এগিয়ে ছিলেন! রেঁসের এই সার্বিয়ান গোলরক্ষক নিজে মেসির বড় ভক্ত।

ম্যাচ শেষে রাইকোভিচ ছুটে যান মেসির কাছে। সঙ্গে করে নেন ছেলেকেও। ছেলেকে মেসির কোলে তুলে দিয়ে আবদার করে বসেন ছবি তোলার। মেসিও হাসিমুখে রাইকোভিচের ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। মুঠোফোনে ফ্রেমবন্দী করেন রাইকোভিচ নিজেই। 

ছবিটি পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন রাইকোভিচের স্ত্রী অ্যানা। ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ লিওনেল মেসি’। রাইকোভিচের স্ত্রী অ্যানাও মেসির বড় ভক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত