গত রাতে লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিপক্ষে রেঁসের ম্যাচে সব আলো কেড়ে নেন লিওনেল মেসি। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি, গোলও করেননি। তবু মধ্যমণি আর্জেন্টাইন মহাতারকা। যেখানে প্রতিপক্ষের গোলরক্ষকও মেসির গুণমুগ্ধ ভক্ত। ম্যাচ শেষে মেসির কোলে ছেলেকে তুলে দেন রেঁসের গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। সেই ছবিটিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রেঁসের বিপক্ষে ম্যাচটি পিএসজি জিতেছে ২-০ গোলে। তবে সব ছাপিয়ে ম্যাচের শুরু থেকেই সবাই ক্ষণগননা করছিলেন মেসি কখন মাঠে নামবেন। ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামলে সেই অপেক্ষার প্রহর ফুরোয় ভক্তদের। তবে ভক্তদের চেয়েও বেশি রোমাঞ্চ বোধ হয় ছুঁয়ে গেছে প্রতিপক্ষ রেঁস খেলোয়াড়দের। সবাই লাইন ধরে ছবি তোলেন মেসির সঙ্গে। তবে গোলরক্ষক রাইকোভিচ অবশ্য একধাপ এগিয়ে ছিলেন! রেঁসের এই সার্বিয়ান গোলরক্ষক নিজে মেসির বড় ভক্ত।
ম্যাচ শেষে রাইকোভিচ ছুটে যান মেসির কাছে। সঙ্গে করে নেন ছেলেকেও। ছেলেকে মেসির কোলে তুলে দিয়ে আবদার করে বসেন ছবি তোলার। মেসিও হাসিমুখে রাইকোভিচের ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। মুঠোফোনে ফ্রেমবন্দী করেন রাইকোভিচ নিজেই।
ছবিটি পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন রাইকোভিচের স্ত্রী অ্যানা। ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ লিওনেল মেসি’। রাইকোভিচের স্ত্রী অ্যানাও মেসির বড় ভক্ত।
গত রাতে লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিপক্ষে রেঁসের ম্যাচে সব আলো কেড়ে নেন লিওনেল মেসি। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি, গোলও করেননি। তবু মধ্যমণি আর্জেন্টাইন মহাতারকা। যেখানে প্রতিপক্ষের গোলরক্ষকও মেসির গুণমুগ্ধ ভক্ত। ম্যাচ শেষে মেসির কোলে ছেলেকে তুলে দেন রেঁসের গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। সেই ছবিটিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রেঁসের বিপক্ষে ম্যাচটি পিএসজি জিতেছে ২-০ গোলে। তবে সব ছাপিয়ে ম্যাচের শুরু থেকেই সবাই ক্ষণগননা করছিলেন মেসি কখন মাঠে নামবেন। ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামলে সেই অপেক্ষার প্রহর ফুরোয় ভক্তদের। তবে ভক্তদের চেয়েও বেশি রোমাঞ্চ বোধ হয় ছুঁয়ে গেছে প্রতিপক্ষ রেঁস খেলোয়াড়দের। সবাই লাইন ধরে ছবি তোলেন মেসির সঙ্গে। তবে গোলরক্ষক রাইকোভিচ অবশ্য একধাপ এগিয়ে ছিলেন! রেঁসের এই সার্বিয়ান গোলরক্ষক নিজে মেসির বড় ভক্ত।
ম্যাচ শেষে রাইকোভিচ ছুটে যান মেসির কাছে। সঙ্গে করে নেন ছেলেকেও। ছেলেকে মেসির কোলে তুলে দিয়ে আবদার করে বসেন ছবি তোলার। মেসিও হাসিমুখে রাইকোভিচের ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। মুঠোফোনে ফ্রেমবন্দী করেন রাইকোভিচ নিজেই।
ছবিটি পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন রাইকোভিচের স্ত্রী অ্যানা। ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ লিওনেল মেসি’। রাইকোভিচের স্ত্রী অ্যানাও মেসির বড় ভক্ত।
বিসিবির বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হতে দেড় মাস বাকি। এর মধ্যেই নয় মাসে দুইবার সভাপতি পরিবর্তন হয়েছে। এখন দায়িত্বে আছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেও ঘোষণা দিয়েছেন, মেয়াদ শেষে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন।
২ ঘণ্টা আগেভারতের বিহারে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে ছেলেদের হকি এশিয়া কাপ ২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। এই উপলক্ষে আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন থুইনুই মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রেয়া।
৩ ঘণ্টা আগেচোট থেকে লম্বা সময় পর ট্র্যাকে ফিরেছিলেন ইমরানুর রহমান। সামার অ্যাথলেটিকসে পরশু পুনরুদ্ধার করেন দ্রুততম মানবের মুকুট। আজ ২০০ মিটার স্প্রিন্টে তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল নৌবাহিনীর। কিন্তু ৪০ মিনিট দৌড়ানোর পরই ট্র্যাকে পড়ে যান লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। মাঠে প্রাথমিক শুশ্রূষার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়
৩ ঘণ্টা আগে