ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেনাল্টি থেকে আসে গোল। কিন্তু এই ম্যাচে তাঁকে পাওয়া নিয়েই ছিল শঙ্কা।
সেমিফাইনালের প্রথম লেগে হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্তিনেজ। দ্বিতীয় লেগে খেলতে পারবেন কি না, এ ব্যাপারে ছিল অনিশ্চয়তা। তবে পূর্ণ ফিট না থাকলেও গতকাল ডু অর ডাই ম্যাচে নেমেছেন তিনি। অথচ এই ম্যাচে মাঠে নামার আগে দুই দিন কেঁদেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। নিজেই জানিয়েছেন, দ্বিতীয় লেগের আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে না পারার শঙ্কায় দুই দিন ধরে কেঁদেছেন ইন্টার মিলানের এই তারকা।
ম্যাচ শেষে মার্তিনেজ স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘প্রথম দুই দিন আমি বাসায় শুধু কেঁদেছি। কিন্তু মেডিকেল স্টাফরা আমাকে সুস্থ হওয়ার পথে দারুণ সহযোগিতা করেছেন।’ তবে চোট নিয়ে হলেও এই ম্যাচে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি, ‘তাদের (মেডিকেল স্টাফ) কাছে আমি কৃতজ্ঞ। এই ম্যাচে সবাইকে সেরাটা দিয়ে খেলতে হয়েছে। এই ম্যাচে খেলতে নামার প্রতিজ্ঞা আমি আমার পরিবারের কাছে করেছিলাম।’
২৭ বছর বয়সী মার্তিনেজের গোলে ইন্টার ২১ মিনিটে এগিয়ে যায়। তারপর তাঁর আদায় করা পেনাল্টি থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে হাকান কালহানগ্লু ব্যবধান দ্বিগুণ করেন। বাকি দুই গোল করেছেন ফ্রান্সেসকো আকারবি ও ডেভিড ফ্রাত্তেসি। রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ইন্টার ৭-৬ ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।

বার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেনাল্টি থেকে আসে গোল। কিন্তু এই ম্যাচে তাঁকে পাওয়া নিয়েই ছিল শঙ্কা।
সেমিফাইনালের প্রথম লেগে হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্তিনেজ। দ্বিতীয় লেগে খেলতে পারবেন কি না, এ ব্যাপারে ছিল অনিশ্চয়তা। তবে পূর্ণ ফিট না থাকলেও গতকাল ডু অর ডাই ম্যাচে নেমেছেন তিনি। অথচ এই ম্যাচে মাঠে নামার আগে দুই দিন কেঁদেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। নিজেই জানিয়েছেন, দ্বিতীয় লেগের আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে না পারার শঙ্কায় দুই দিন ধরে কেঁদেছেন ইন্টার মিলানের এই তারকা।
ম্যাচ শেষে মার্তিনেজ স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘প্রথম দুই দিন আমি বাসায় শুধু কেঁদেছি। কিন্তু মেডিকেল স্টাফরা আমাকে সুস্থ হওয়ার পথে দারুণ সহযোগিতা করেছেন।’ তবে চোট নিয়ে হলেও এই ম্যাচে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি, ‘তাদের (মেডিকেল স্টাফ) কাছে আমি কৃতজ্ঞ। এই ম্যাচে সবাইকে সেরাটা দিয়ে খেলতে হয়েছে। এই ম্যাচে খেলতে নামার প্রতিজ্ঞা আমি আমার পরিবারের কাছে করেছিলাম।’
২৭ বছর বয়সী মার্তিনেজের গোলে ইন্টার ২১ মিনিটে এগিয়ে যায়। তারপর তাঁর আদায় করা পেনাল্টি থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে হাকান কালহানগ্লু ব্যবধান দ্বিগুণ করেন। বাকি দুই গোল করেছেন ফ্রান্সেসকো আকারবি ও ডেভিড ফ্রাত্তেসি। রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ইন্টার ৭-৬ ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৩ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে