Ajker Patrika

বার্সেলোনার বিপক্ষে খেলতে না পারার শঙ্কায় ২ দিন কেঁদেছেন মার্তিনেজ

ক্রীড়া ডেস্ক    
বার্সেলোনার বিপক্ষে খেলতে না পারার শঙ্কায় ২ দিন কেঁদেছেন লাউতারো মার্তিনেজ। ছবি: এএফপি
বার্সেলোনার বিপক্ষে খেলতে না পারার শঙ্কায় ২ দিন কেঁদেছেন লাউতারো মার্তিনেজ। ছবি: এএফপি

বার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেনাল্টি থেকে আসে গোল। কিন্তু এই ম্যাচে তাঁকে পাওয়া নিয়েই ছিল শঙ্কা।

সেমিফাইনালের প্রথম লেগে হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্তিনেজ। দ্বিতীয় লেগে খেলতে পারবেন কি না, এ ব্যাপারে ছিল অনিশ্চয়তা। তবে পূর্ণ ফিট না থাকলেও গতকাল ডু অর ডাই ম্যাচে নেমেছেন তিনি। অথচ এই ম্যাচে মাঠে নামার আগে দুই দিন কেঁদেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। নিজেই জানিয়েছেন, দ্বিতীয় লেগের আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে না পারার শঙ্কায় দুই দিন ধরে কেঁদেছেন ইন্টার মিলানের এই তারকা।

ম্যাচ শেষে মার্তিনেজ স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘প্রথম দুই দিন আমি বাসায় শুধু কেঁদেছি। কিন্তু মেডিকেল স্টাফরা আমাকে সুস্থ হওয়ার পথে দারুণ সহযোগিতা করেছেন।’ তবে চোট নিয়ে হলেও এই ম্যাচে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি, ‘তাদের (মেডিকেল স্টাফ) কাছে আমি কৃতজ্ঞ। এই ম্যাচে সবাইকে সেরাটা দিয়ে খেলতে হয়েছে। এই ম্যাচে খেলতে নামার প্রতিজ্ঞা আমি আমার পরিবারের কাছে করেছিলাম।’

২৭ বছর বয়সী মার্তিনেজের গোলে ইন্টার ২১ মিনিটে এগিয়ে যায়। তারপর তাঁর আদায় করা পেনাল্টি থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে হাকান কালহানগ্লু ব্যবধান দ্বিগুণ করেন। বাকি দুই গোল করেছেন ফ্রান্সেসকো আকারবি ও ডেভিড ফ্রাত্তেসি। রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ইন্টার ৭-৬ ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত