ক্রীড়া ডেস্ক
টানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
যা র্যাঙ্কিংয়ে এক ধাপ পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশকে। ১৩২ থেকে ১৩৩-এ নেমে এসেছে পিটার বাটলারের দল। পাঁচ ধাপ এগিয়ে তাদের ঠিক ওপরেই রয়েছে বুরকিনা ফাসো। আমিরাতের চার ধাপ উন্নতি হয়েছে। ১১৬ থেকে ১১২তে উঠেছে তারা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে রয়েছে ভারত (৬৯) ও নেপাল (৯৯)।
আমিরাত সফরে যাওয়ার আগে বাংলাদেশ ফুটবলে বেশ টালমাটাল সময় ছিল। কোচ বাটলারের পদত্যাগ চেয়ে অনুশীলন বয়কট করে বিদ্রোহের ডাক দেন সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। ১৭ দিন পর বিদ্রোহের অবসান ঘটান তারা। তবে তাদের ছাড়াই আমিরাত ম্যাচের জন্য দল সাজান বাটলার। তাই অনভিজ্ঞ দল নিয়ে ফল নয় বরং পারফরম্যান্সের দিকেই মনোযোগ ছিল তার।
২৬ ফেব্রুয়ারি আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোল হজম করলেও এক গোল শোধ দেন অধিনায়ক আফঈদা খন্দকার। পরে অবশ্য বাংলাদেশের জালে আরও এক গোল দেয় আমিরাত। দ্বিতীয় ম্যাচেও চিত্রটা প্রায় একই। এবার আগেই তিন গোল দিয়ে বসে আমিরাত। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান কমান আফঈদা।
ফল যেমনই হোক দলের পারফরম্যান্সে খুবই খুশি বাটলার। আমিরাত থেকে ফেরার পর লম্বা ছুটি পেয়েছেন মেয়েরা। ঈদুল ফিতরের পর আবার শুরু হবে তাঁদের ক্যাম্প। সেই ক্যাম্পে যোগ দেবেন সাবিনারাও। আগামী জুন-জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলার কথা রয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ।
টানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
যা র্যাঙ্কিংয়ে এক ধাপ পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশকে। ১৩২ থেকে ১৩৩-এ নেমে এসেছে পিটার বাটলারের দল। পাঁচ ধাপ এগিয়ে তাদের ঠিক ওপরেই রয়েছে বুরকিনা ফাসো। আমিরাতের চার ধাপ উন্নতি হয়েছে। ১১৬ থেকে ১১২তে উঠেছে তারা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে রয়েছে ভারত (৬৯) ও নেপাল (৯৯)।
আমিরাত সফরে যাওয়ার আগে বাংলাদেশ ফুটবলে বেশ টালমাটাল সময় ছিল। কোচ বাটলারের পদত্যাগ চেয়ে অনুশীলন বয়কট করে বিদ্রোহের ডাক দেন সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। ১৭ দিন পর বিদ্রোহের অবসান ঘটান তারা। তবে তাদের ছাড়াই আমিরাত ম্যাচের জন্য দল সাজান বাটলার। তাই অনভিজ্ঞ দল নিয়ে ফল নয় বরং পারফরম্যান্সের দিকেই মনোযোগ ছিল তার।
২৬ ফেব্রুয়ারি আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোল হজম করলেও এক গোল শোধ দেন অধিনায়ক আফঈদা খন্দকার। পরে অবশ্য বাংলাদেশের জালে আরও এক গোল দেয় আমিরাত। দ্বিতীয় ম্যাচেও চিত্রটা প্রায় একই। এবার আগেই তিন গোল দিয়ে বসে আমিরাত। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান কমান আফঈদা।
ফল যেমনই হোক দলের পারফরম্যান্সে খুবই খুশি বাটলার। আমিরাত থেকে ফেরার পর লম্বা ছুটি পেয়েছেন মেয়েরা। ঈদুল ফিতরের পর আবার শুরু হবে তাঁদের ক্যাম্প। সেই ক্যাম্পে যোগ দেবেন সাবিনারাও। আগামী জুন-জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলার কথা রয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে