২০২২ সালকে লিওনেল স্কালোনি বিশেষভাবে মনে রাখতেই চাইবেন। তাঁর অধীনে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন স্কালোনি।
গতকাল ফিফা তাদের ওয়েবসাইটে বর্ষসেরা কোচের তালিকায় সেরা তিনজনের নাম প্রকাশ করেছে। স্কালোনির সঙ্গে বছরের সেরা কোচ হওয়ার দৌড়ে আছেন পেপ গার্দিওলা আর কার্লো আনচেলত্তি। ২৭ ফেব্রুয়ারি প্যারিসে বর্ষসেরা কোচের পুরস্কার তুলে দেবে ফিফা।
ফিফা গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেল বর্ষসেরা কোচ হিসেবে প্রথমে পাঁচজনকে মনোনয়ন দিয়েছিল। স্কালোনি, গার্দিওলা ও আনচেলত্তির সঙ্গে ছিলেন ফ্রান্সের দিদিয়ের দেশম এবং মরক্কোর ওয়ালিদ রেগরাগুই। এই পাঁচজন থেকে সেরা কোচ নির্বাচনে ভোট দেন ফিফার সদস্যদেশগুরোর কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকেরা। ভোটে প্রত্যেকের অংশ ছিল ভোটের ২৫ শতাংশ। প্রত্যেকে তিনটি ভোট দিয়েছেন। এক নম্বর ভোটের মান ৫, দুই নম্বর ভোটের মান ৩ এবং তিন নম্বর ভোটের মান ১ বিবেচনা করে ভোট যোগ করা হয়েছে। পাঁচজনের মধ্যে প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন স্কালোনি, গার্দিওলা ও আনচেলত্তি। তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ভোট কে পেয়েছেন, সেটি জানা যাবে পুরস্কার প্রদানের মঞ্চে।
সেরার দৌড়ে থাকা আনচেলত্তি ২০২১–২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছেন। আনচেলত্তির অধীনে ২০২২ উয়েফা সুপারকাপও জিতেছিল লস ব্লাংকোসরা। গার্দিওলা সাফল্য পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। তাঁর অধীনে পাঁচবারের মধ্যে চতুর্থবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি।
২০২২ সালকে লিওনেল স্কালোনি বিশেষভাবে মনে রাখতেই চাইবেন। তাঁর অধীনে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন স্কালোনি।
গতকাল ফিফা তাদের ওয়েবসাইটে বর্ষসেরা কোচের তালিকায় সেরা তিনজনের নাম প্রকাশ করেছে। স্কালোনির সঙ্গে বছরের সেরা কোচ হওয়ার দৌড়ে আছেন পেপ গার্দিওলা আর কার্লো আনচেলত্তি। ২৭ ফেব্রুয়ারি প্যারিসে বর্ষসেরা কোচের পুরস্কার তুলে দেবে ফিফা।
ফিফা গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেল বর্ষসেরা কোচ হিসেবে প্রথমে পাঁচজনকে মনোনয়ন দিয়েছিল। স্কালোনি, গার্দিওলা ও আনচেলত্তির সঙ্গে ছিলেন ফ্রান্সের দিদিয়ের দেশম এবং মরক্কোর ওয়ালিদ রেগরাগুই। এই পাঁচজন থেকে সেরা কোচ নির্বাচনে ভোট দেন ফিফার সদস্যদেশগুরোর কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকেরা। ভোটে প্রত্যেকের অংশ ছিল ভোটের ২৫ শতাংশ। প্রত্যেকে তিনটি ভোট দিয়েছেন। এক নম্বর ভোটের মান ৫, দুই নম্বর ভোটের মান ৩ এবং তিন নম্বর ভোটের মান ১ বিবেচনা করে ভোট যোগ করা হয়েছে। পাঁচজনের মধ্যে প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন স্কালোনি, গার্দিওলা ও আনচেলত্তি। তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ভোট কে পেয়েছেন, সেটি জানা যাবে পুরস্কার প্রদানের মঞ্চে।
সেরার দৌড়ে থাকা আনচেলত্তি ২০২১–২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছেন। আনচেলত্তির অধীনে ২০২২ উয়েফা সুপারকাপও জিতেছিল লস ব্লাংকোসরা। গার্দিওলা সাফল্য পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। তাঁর অধীনে পাঁচবারের মধ্যে চতুর্থবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে