আগুনটা জ্বেলেছিলেন সাবেক আইরিশ ফুটবলার রয় কিন। ব্রাজিলিয়ান ফুটবলারদের সাম্বা নাচের সমালোচনা করে নিজেই এখন তোপের মুখে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। যাদেরকে নিয়ে রয় কিনের সমালোচনা, দেখার ছিল কী জবাব আসে সেই ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছ থেকে।
প্রত্যাশিতভাবেই রয় কিনের পাল্টা জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। আইরিশ ফুটবলারের ইটের জবাবে পাটকেল ছুড়ে বার্সা তারকা জানিয়ে দিয়েছেন, মাঠে তাদের ‘জেগো বনিতা’র নাচ চলবেই।
গতকাল রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু ম্যাচ জিতেই নয়, গতকালকের ম্যাচকে উপভোগ্য করে তুলেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। প্রতি গোলের পর নেচেছেন সেলেসাও ফুটবলাররা। মাঠে ফিরিয়ে এনেছেন হারিয়ে যেতে বসা সাম্বার ছন্দ। শুধু ফুটবলাররাই নন, সাম্বার তালে ফুটবলারদের সঙ্গে নেচেছেন ব্রাজিলিয়ান কোচ তিতেও। ব্রাজিলিয়ান ফুটবলারদের এই উদ্যাপনকে একদমই ভালো লাগেনি রয় কিনের।
যুক্তরাজ্যের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বলেন, ‘আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এতটা নাচ আমি কখনো দেখিনি। এটা “স্ট্রিক্টলি কাম ড্যান্সিং” (ব্রিটিশ টেলিভিশনের একটি নাচের অনুষ্ঠান) দেখার মতো। আমি জানি এতে সংস্কৃতির একটা চিহ্ন আছে, কিন্তু এটা প্রতিপক্ষের জন্য সত্যিই অসম্মানজনক।’
কিনের এমন মন্তব্যের জবাবে রাফিনহা বলেছেন, ‘কারও সমস্যা হলে কিছু করার নেই, কারণ আমাদের নাচ চলতেই থাকবে। নাচ গোলের পর আনন্দের প্রতীক। কাউকে অশ্রদ্ধা করার জন্য এমনটা করিনি, আমরা প্রতিপক্ষের সামনে গিয়ে নাচিনি। আমরা এক হয়েছি, একসঙ্গে উদ্যাপন করেছি। কারণ এটা আমাদের মুহূর্ত ছিল, এটা ছিল ব্রাজিলের উদ্যাপন। কারও যদি ভালো না লাগে, তাদের উদ্দেশে আমার কিছু বলার নেই। আমাদের নাচ চলতেই থাকবে।’
আগুনটা জ্বেলেছিলেন সাবেক আইরিশ ফুটবলার রয় কিন। ব্রাজিলিয়ান ফুটবলারদের সাম্বা নাচের সমালোচনা করে নিজেই এখন তোপের মুখে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। যাদেরকে নিয়ে রয় কিনের সমালোচনা, দেখার ছিল কী জবাব আসে সেই ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছ থেকে।
প্রত্যাশিতভাবেই রয় কিনের পাল্টা জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। আইরিশ ফুটবলারের ইটের জবাবে পাটকেল ছুড়ে বার্সা তারকা জানিয়ে দিয়েছেন, মাঠে তাদের ‘জেগো বনিতা’র নাচ চলবেই।
গতকাল রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু ম্যাচ জিতেই নয়, গতকালকের ম্যাচকে উপভোগ্য করে তুলেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। প্রতি গোলের পর নেচেছেন সেলেসাও ফুটবলাররা। মাঠে ফিরিয়ে এনেছেন হারিয়ে যেতে বসা সাম্বার ছন্দ। শুধু ফুটবলাররাই নন, সাম্বার তালে ফুটবলারদের সঙ্গে নেচেছেন ব্রাজিলিয়ান কোচ তিতেও। ব্রাজিলিয়ান ফুটবলারদের এই উদ্যাপনকে একদমই ভালো লাগেনি রয় কিনের।
যুক্তরাজ্যের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বলেন, ‘আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এতটা নাচ আমি কখনো দেখিনি। এটা “স্ট্রিক্টলি কাম ড্যান্সিং” (ব্রিটিশ টেলিভিশনের একটি নাচের অনুষ্ঠান) দেখার মতো। আমি জানি এতে সংস্কৃতির একটা চিহ্ন আছে, কিন্তু এটা প্রতিপক্ষের জন্য সত্যিই অসম্মানজনক।’
কিনের এমন মন্তব্যের জবাবে রাফিনহা বলেছেন, ‘কারও সমস্যা হলে কিছু করার নেই, কারণ আমাদের নাচ চলতেই থাকবে। নাচ গোলের পর আনন্দের প্রতীক। কাউকে অশ্রদ্ধা করার জন্য এমনটা করিনি, আমরা প্রতিপক্ষের সামনে গিয়ে নাচিনি। আমরা এক হয়েছি, একসঙ্গে উদ্যাপন করেছি। কারণ এটা আমাদের মুহূর্ত ছিল, এটা ছিল ব্রাজিলের উদ্যাপন। কারও যদি ভালো না লাগে, তাদের উদ্দেশে আমার কিছু বলার নেই। আমাদের নাচ চলতেই থাকবে।’
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
২৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৪ ঘণ্টা আগে