আগুনটা জ্বেলেছিলেন সাবেক আইরিশ ফুটবলার রয় কিন। ব্রাজিলিয়ান ফুটবলারদের সাম্বা নাচের সমালোচনা করে নিজেই এখন তোপের মুখে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। যাদেরকে নিয়ে রয় কিনের সমালোচনা, দেখার ছিল কী জবাব আসে সেই ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছ থেকে।
প্রত্যাশিতভাবেই রয় কিনের পাল্টা জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। আইরিশ ফুটবলারের ইটের জবাবে পাটকেল ছুড়ে বার্সা তারকা জানিয়ে দিয়েছেন, মাঠে তাদের ‘জেগো বনিতা’র নাচ চলবেই।
গতকাল রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু ম্যাচ জিতেই নয়, গতকালকের ম্যাচকে উপভোগ্য করে তুলেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। প্রতি গোলের পর নেচেছেন সেলেসাও ফুটবলাররা। মাঠে ফিরিয়ে এনেছেন হারিয়ে যেতে বসা সাম্বার ছন্দ। শুধু ফুটবলাররাই নন, সাম্বার তালে ফুটবলারদের সঙ্গে নেচেছেন ব্রাজিলিয়ান কোচ তিতেও। ব্রাজিলিয়ান ফুটবলারদের এই উদ্যাপনকে একদমই ভালো লাগেনি রয় কিনের।
যুক্তরাজ্যের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বলেন, ‘আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এতটা নাচ আমি কখনো দেখিনি। এটা “স্ট্রিক্টলি কাম ড্যান্সিং” (ব্রিটিশ টেলিভিশনের একটি নাচের অনুষ্ঠান) দেখার মতো। আমি জানি এতে সংস্কৃতির একটা চিহ্ন আছে, কিন্তু এটা প্রতিপক্ষের জন্য সত্যিই অসম্মানজনক।’
কিনের এমন মন্তব্যের জবাবে রাফিনহা বলেছেন, ‘কারও সমস্যা হলে কিছু করার নেই, কারণ আমাদের নাচ চলতেই থাকবে। নাচ গোলের পর আনন্দের প্রতীক। কাউকে অশ্রদ্ধা করার জন্য এমনটা করিনি, আমরা প্রতিপক্ষের সামনে গিয়ে নাচিনি। আমরা এক হয়েছি, একসঙ্গে উদ্যাপন করেছি। কারণ এটা আমাদের মুহূর্ত ছিল, এটা ছিল ব্রাজিলের উদ্যাপন। কারও যদি ভালো না লাগে, তাদের উদ্দেশে আমার কিছু বলার নেই। আমাদের নাচ চলতেই থাকবে।’
আগুনটা জ্বেলেছিলেন সাবেক আইরিশ ফুটবলার রয় কিন। ব্রাজিলিয়ান ফুটবলারদের সাম্বা নাচের সমালোচনা করে নিজেই এখন তোপের মুখে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। যাদেরকে নিয়ে রয় কিনের সমালোচনা, দেখার ছিল কী জবাব আসে সেই ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছ থেকে।
প্রত্যাশিতভাবেই রয় কিনের পাল্টা জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। আইরিশ ফুটবলারের ইটের জবাবে পাটকেল ছুড়ে বার্সা তারকা জানিয়ে দিয়েছেন, মাঠে তাদের ‘জেগো বনিতা’র নাচ চলবেই।
গতকাল রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু ম্যাচ জিতেই নয়, গতকালকের ম্যাচকে উপভোগ্য করে তুলেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। প্রতি গোলের পর নেচেছেন সেলেসাও ফুটবলাররা। মাঠে ফিরিয়ে এনেছেন হারিয়ে যেতে বসা সাম্বার ছন্দ। শুধু ফুটবলাররাই নন, সাম্বার তালে ফুটবলারদের সঙ্গে নেচেছেন ব্রাজিলিয়ান কোচ তিতেও। ব্রাজিলিয়ান ফুটবলারদের এই উদ্যাপনকে একদমই ভালো লাগেনি রয় কিনের।
যুক্তরাজ্যের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বলেন, ‘আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এতটা নাচ আমি কখনো দেখিনি। এটা “স্ট্রিক্টলি কাম ড্যান্সিং” (ব্রিটিশ টেলিভিশনের একটি নাচের অনুষ্ঠান) দেখার মতো। আমি জানি এতে সংস্কৃতির একটা চিহ্ন আছে, কিন্তু এটা প্রতিপক্ষের জন্য সত্যিই অসম্মানজনক।’
কিনের এমন মন্তব্যের জবাবে রাফিনহা বলেছেন, ‘কারও সমস্যা হলে কিছু করার নেই, কারণ আমাদের নাচ চলতেই থাকবে। নাচ গোলের পর আনন্দের প্রতীক। কাউকে অশ্রদ্ধা করার জন্য এমনটা করিনি, আমরা প্রতিপক্ষের সামনে গিয়ে নাচিনি। আমরা এক হয়েছি, একসঙ্গে উদ্যাপন করেছি। কারণ এটা আমাদের মুহূর্ত ছিল, এটা ছিল ব্রাজিলের উদ্যাপন। কারও যদি ভালো না লাগে, তাদের উদ্দেশে আমার কিছু বলার নেই। আমাদের নাচ চলতেই থাকবে।’
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
২ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
৪ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
৮ ঘণ্টা আগে