চার বছর আগে আর্সেনালের দায়িত্ব ছেড়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। অবশেষে গতকাল বক্সিং ডেতে আর্সেনালের খেলা দেখতে এসেছিলেন সাবেক কোচ। ম্যাচ শেষে জয় দেখে মাঠ ছাড়লেন। গানার্সদের বর্তমান কোচ মিকেল আর্তেতা মনে করেন, এই জয় তাঁর (ওয়েঙ্গার) প্রাপ্য।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-ওয়েস্ট হ্যাম। ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারায় গানার্সরা। যেখানে ২৭ মিনিটে সাইদ বেনরাহমার পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধ ১-০তে পিছিয়ে থেকে শেষ করে আর্সেনাল। আর দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করে গানার্সরা। ৫৩, ৫৮ ও ৬৯ মিনিটে গোল তিনটি করেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও এডি এনকিতা।
ম্যাচ শেষে ওয়েঙ্গারকে ধন্যবাদ জানালেন আর্তেতা। আর্সেনালের বর্তমান কোচ বলেন, ‘খেলোয়াড়েরা জানতই না। এটা অবশ্যই বিশেষ দিন। আর্সেন সঠিক সময় বেছে নিয়েছেন। আসার জন্য তাকে (আর্সেন) অনেক ধন্যবাদ। সে সবার জন্য অনুপ্রেরণা।’
১৯৯৬ থেকে ২০১৮—দীর্ঘ ২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করেছিলেন ওয়েঙ্গার। এই সময়ে আর্সেনাল ১৭৮৫ ম্যাচ খেলেছে। ৯৬৫ ম্যাচে জিতেছে, ড্র করেছে ৪১৬ ম্যাচে ও হেরেছে ৪০৪ ম্যাচে। আর আর্তেতার অধীনে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৩ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে ৪০ পয়েন্ট নিয়ে গানার্সরা আছে পয়েন্ট তালিকার শীর্ষে।
চার বছর আগে আর্সেনালের দায়িত্ব ছেড়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। অবশেষে গতকাল বক্সিং ডেতে আর্সেনালের খেলা দেখতে এসেছিলেন সাবেক কোচ। ম্যাচ শেষে জয় দেখে মাঠ ছাড়লেন। গানার্সদের বর্তমান কোচ মিকেল আর্তেতা মনে করেন, এই জয় তাঁর (ওয়েঙ্গার) প্রাপ্য।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-ওয়েস্ট হ্যাম। ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারায় গানার্সরা। যেখানে ২৭ মিনিটে সাইদ বেনরাহমার পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধ ১-০তে পিছিয়ে থেকে শেষ করে আর্সেনাল। আর দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করে গানার্সরা। ৫৩, ৫৮ ও ৬৯ মিনিটে গোল তিনটি করেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও এডি এনকিতা।
ম্যাচ শেষে ওয়েঙ্গারকে ধন্যবাদ জানালেন আর্তেতা। আর্সেনালের বর্তমান কোচ বলেন, ‘খেলোয়াড়েরা জানতই না। এটা অবশ্যই বিশেষ দিন। আর্সেন সঠিক সময় বেছে নিয়েছেন। আসার জন্য তাকে (আর্সেন) অনেক ধন্যবাদ। সে সবার জন্য অনুপ্রেরণা।’
১৯৯৬ থেকে ২০১৮—দীর্ঘ ২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করেছিলেন ওয়েঙ্গার। এই সময়ে আর্সেনাল ১৭৮৫ ম্যাচ খেলেছে। ৯৬৫ ম্যাচে জিতেছে, ড্র করেছে ৪১৬ ম্যাচে ও হেরেছে ৪০৪ ম্যাচে। আর আর্তেতার অধীনে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৩ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে ৪০ পয়েন্ট নিয়ে গানার্সরা আছে পয়েন্ট তালিকার শীর্ষে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৫ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে