ক্রীড়া ডেস্ক
শীতকালীন দলবদলে বাজার তেমন সরগরম হয় না বললে চলে। কিন্তু এবার যেন আটঘাট বেঁধেই নেমেছে ম্যানচেস্টার সিটি। এতে অবশ্য বিস্মিত হওয়ার কারণ নেই। মৌসুমের মাঝপথে যে নাজেহাল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তারা, এভাবে হামলে পড়া অনুমিত ছিল। দলবদলের বাজারে সিটির থাবা মানেই অর্থের ঝনঝনানি। এর ব্যতিক্রম হয়নি এবারও।
এই শীতে ৪৪৭ মিলিয়ন ইউরো খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এর মধ্যে সিটির ব্যয় হয়েছে ২১৮ মিলিয়ন ইউরো। আগে কখনো শীতকালীন দলবদলে এর চেয়ে বেশি খরচ করেনি তারা। পরশু শেষ দিনে চমক হিসেবে পোর্তো থেকে দলে ভিড়িয়েছে নিকো গঞ্জালেসকে। তাঁকে আনতে ৬০ মিলিয়ন ইউরো ঢালতে হয়েছে সিটিকে। এর আগে ওমর মারমুশের পেছনেও খরচ করতে হয়েছে মোটা অঙ্কের অর্থ। ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে মিসরীয় এই ফরোয়ার্ডকে ছাড়ে জার্মান ক্লাব আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট। লেস থেকে আব্দুকবির খুসানোভ (৪০ মিলিয়ন), পালমেইরাস থেকে ভিতর রেইস (৩৭ মিলিয়ন) ও রিয়াল ভায়াদোলিদ থেকে জুমা বাহকে নিয়েছে সিটি।
একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শীতকালীন দলবদলে—এত খরচের পরও কি আগের জায়গায় ফিরতে পারবে সিটি? মৌসুমের শুরুটা ভালো হলেও প্রিমিয়ার লিগে নভেম্বর-ডিসেম্বরে আট ম্যাচের ছয়টিতে হেরেছে তারা। কিছুদিন আগেও আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়েছে ৫-১ গোলে। তখনো পেপ গার্দিওলার চোখেমুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। বর্তমানে ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা। কাগজে-কলমে শিরোপার স্বপ্ন টিকে থাকলেও তা অসম্ভব বলে মনে হচ্ছে।
মৌসুমের শুরুতেই ব্যালন ডি’অর জয়ী রদ্রির ছিটকে পড়া বেশ বড় ধাক্কা দেয় সিটিকে। চোটের কারণে অনিয়মিত রয়েছেন তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এমন পরিস্থিতিতে এর আগে কখোনো পড়তে হয়নি গার্দিওলার, ‘আমরা সব সময় মৌসুমের শেষে গিয়ে খেলোয়াড় কিনতে চেয়েছি। তবে এবারের পরিস্থিতি আলাদা। বেশ কিছু কারণে এ মৌসুম আলাদা। মৌসুম শেষে যতটা সম্ভব সেরা অবস্থায় থেকে শেষ করতে চাই। খেলোয়াড়েরা এখানে ছয় মাসের জন্য আসে না। সব ঠিক থাকলে চার-পাঁচ কিংবা ছয় বছরের জন্য নেওয়া হয়ে থাকে। পাঁচ মৌসুম ধরে আর্থিকভাবে ক্লাব ভালো অবস্থায় রয়েছে।’
ব্যর্থতার বৃত্ত থেকে সিটি বের হতে পারবে কি না, তা সময় বলে দেবে। সিটিজেনদের ছাড়াও এবার শীতকালীন বাজারে আলোচনায় ছিল আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ২১ বছর বয়সী স্ট্রাইকার জন দুরানকে ৭৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল নাসরের কাছে বিক্রি করেছে তারা। ধারে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড ও মার্কো আসেনসিওকে।
বাকি লিগগুলোয় খুব বেশি উত্তাপ ছড়ায়নি শীতকালীন দলবদল। দ্বিতীয় সর্বোচ্চ ২২১ মিলিয়ন ইউরো খরচ হয়েছে ইতালিয়ান সিরি ‘আ’তে। ২০৩ মিলিয়ন ইউরো ব্যয় করেছে লিগ ওয়ান। এর মধ্যে খাভিচা কাভারৎসখেলিয়াকে নাপোলি থেকে ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে পিএসজি। তবে জাভি সিমন্সকে ৫০ মিলিয়ন ইউরোতে জার্মান ক্লাব লাইপজিগের কাছে বিক্রিও করেছে তারা।
প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’ ও লিগ ওয়ানের তুলনায় দলবদলের বাজারে লা লিগা একেবারে নিরুত্তাপ বলা যায়। স্প্যানিশ লিগের সব ক্লাব মিলে খরচ করেছে মাত্র ২৬ মিলিয়ন ইউরো। বড় দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বসে থেকেছে হাত গুটিয়ে। বার্সেলোনাকে ঝামেলা পোহাতে হয় দানি অলমো ও পাউ ভিক্তরের নিবন্ধন করতে গিয়ে। শেষ পর্যন্ত আদালতে গিয়ে মীমাংসা হয় বিষয়টি।
তারকা ফুটবলারদের মধ্যে জোয়াও ফেলিক্স চেলসি থেকে ধারে এসি মিলানে, রান্দাল কোলো মুয়ানি পিএসজি থেকে জুভেন্তাসে ও আলভারো মোরাতা এসি মিলান থেকে গালাতাসারাইয়ে যোগ দিয়েছেন।
ইউরোপিয়ান ফুটবলে দলবদলে পাঁচ লিগের খরচ
লিগ ইউরো
প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড) ৪৪ কোটি ৭৮ লাখ
সিরি ‘আ’ (ইতালি) ২২ কোটি ১০ লাখ
লিগ ওয়ান (ফ্রান্স) ২০ কোটি ৩৫ লাখ
বুন্দেসলিগা (জার্মানি) ১৬ কোটি ৭৩ লাখ
লা লিগা (স্পেন) ২ কোটি ৬২ লাখ
শীতকালীন দলবদলে বাজার তেমন সরগরম হয় না বললে চলে। কিন্তু এবার যেন আটঘাট বেঁধেই নেমেছে ম্যানচেস্টার সিটি। এতে অবশ্য বিস্মিত হওয়ার কারণ নেই। মৌসুমের মাঝপথে যে নাজেহাল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তারা, এভাবে হামলে পড়া অনুমিত ছিল। দলবদলের বাজারে সিটির থাবা মানেই অর্থের ঝনঝনানি। এর ব্যতিক্রম হয়নি এবারও।
এই শীতে ৪৪৭ মিলিয়ন ইউরো খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এর মধ্যে সিটির ব্যয় হয়েছে ২১৮ মিলিয়ন ইউরো। আগে কখনো শীতকালীন দলবদলে এর চেয়ে বেশি খরচ করেনি তারা। পরশু শেষ দিনে চমক হিসেবে পোর্তো থেকে দলে ভিড়িয়েছে নিকো গঞ্জালেসকে। তাঁকে আনতে ৬০ মিলিয়ন ইউরো ঢালতে হয়েছে সিটিকে। এর আগে ওমর মারমুশের পেছনেও খরচ করতে হয়েছে মোটা অঙ্কের অর্থ। ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে মিসরীয় এই ফরোয়ার্ডকে ছাড়ে জার্মান ক্লাব আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট। লেস থেকে আব্দুকবির খুসানোভ (৪০ মিলিয়ন), পালমেইরাস থেকে ভিতর রেইস (৩৭ মিলিয়ন) ও রিয়াল ভায়াদোলিদ থেকে জুমা বাহকে নিয়েছে সিটি।
একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শীতকালীন দলবদলে—এত খরচের পরও কি আগের জায়গায় ফিরতে পারবে সিটি? মৌসুমের শুরুটা ভালো হলেও প্রিমিয়ার লিগে নভেম্বর-ডিসেম্বরে আট ম্যাচের ছয়টিতে হেরেছে তারা। কিছুদিন আগেও আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়েছে ৫-১ গোলে। তখনো পেপ গার্দিওলার চোখেমুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। বর্তমানে ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা। কাগজে-কলমে শিরোপার স্বপ্ন টিকে থাকলেও তা অসম্ভব বলে মনে হচ্ছে।
মৌসুমের শুরুতেই ব্যালন ডি’অর জয়ী রদ্রির ছিটকে পড়া বেশ বড় ধাক্কা দেয় সিটিকে। চোটের কারণে অনিয়মিত রয়েছেন তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এমন পরিস্থিতিতে এর আগে কখোনো পড়তে হয়নি গার্দিওলার, ‘আমরা সব সময় মৌসুমের শেষে গিয়ে খেলোয়াড় কিনতে চেয়েছি। তবে এবারের পরিস্থিতি আলাদা। বেশ কিছু কারণে এ মৌসুম আলাদা। মৌসুম শেষে যতটা সম্ভব সেরা অবস্থায় থেকে শেষ করতে চাই। খেলোয়াড়েরা এখানে ছয় মাসের জন্য আসে না। সব ঠিক থাকলে চার-পাঁচ কিংবা ছয় বছরের জন্য নেওয়া হয়ে থাকে। পাঁচ মৌসুম ধরে আর্থিকভাবে ক্লাব ভালো অবস্থায় রয়েছে।’
ব্যর্থতার বৃত্ত থেকে সিটি বের হতে পারবে কি না, তা সময় বলে দেবে। সিটিজেনদের ছাড়াও এবার শীতকালীন বাজারে আলোচনায় ছিল আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ২১ বছর বয়সী স্ট্রাইকার জন দুরানকে ৭৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল নাসরের কাছে বিক্রি করেছে তারা। ধারে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড ও মার্কো আসেনসিওকে।
বাকি লিগগুলোয় খুব বেশি উত্তাপ ছড়ায়নি শীতকালীন দলবদল। দ্বিতীয় সর্বোচ্চ ২২১ মিলিয়ন ইউরো খরচ হয়েছে ইতালিয়ান সিরি ‘আ’তে। ২০৩ মিলিয়ন ইউরো ব্যয় করেছে লিগ ওয়ান। এর মধ্যে খাভিচা কাভারৎসখেলিয়াকে নাপোলি থেকে ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছে পিএসজি। তবে জাভি সিমন্সকে ৫০ মিলিয়ন ইউরোতে জার্মান ক্লাব লাইপজিগের কাছে বিক্রিও করেছে তারা।
প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’ ও লিগ ওয়ানের তুলনায় দলবদলের বাজারে লা লিগা একেবারে নিরুত্তাপ বলা যায়। স্প্যানিশ লিগের সব ক্লাব মিলে খরচ করেছে মাত্র ২৬ মিলিয়ন ইউরো। বড় দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বসে থেকেছে হাত গুটিয়ে। বার্সেলোনাকে ঝামেলা পোহাতে হয় দানি অলমো ও পাউ ভিক্তরের নিবন্ধন করতে গিয়ে। শেষ পর্যন্ত আদালতে গিয়ে মীমাংসা হয় বিষয়টি।
তারকা ফুটবলারদের মধ্যে জোয়াও ফেলিক্স চেলসি থেকে ধারে এসি মিলানে, রান্দাল কোলো মুয়ানি পিএসজি থেকে জুভেন্তাসে ও আলভারো মোরাতা এসি মিলান থেকে গালাতাসারাইয়ে যোগ দিয়েছেন।
ইউরোপিয়ান ফুটবলে দলবদলে পাঁচ লিগের খরচ
লিগ ইউরো
প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড) ৪৪ কোটি ৭৮ লাখ
সিরি ‘আ’ (ইতালি) ২২ কোটি ১০ লাখ
লিগ ওয়ান (ফ্রান্স) ২০ কোটি ৩৫ লাখ
বুন্দেসলিগা (জার্মানি) ১৬ কোটি ৭৩ লাখ
লা লিগা (স্পেন) ২ কোটি ৬২ লাখ
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে