সুইজারল্যান্ডকে গতকাল ৬-১ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল। এমন জয়ের পরও মুহূর্তটা উপভোগ করতে পারছেন না পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে না রাখার প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন তিনি।
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে রাখলেও তাঁকে গতকাল রাখেননি সান্তোস। ম্যাচ শেষে পর্তুগিজ তারকাক বেঞ্চে রাখার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, কৌশলগত কারণেই রোনালদোকে শুরুতে নামাননি।
সান্তোস বলেছেন, ‘ইতিমধ্যে আগেও এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি (পরিস্থিতির চাহিদা)। তাই আবারও ব্যাখ্যা দিতে চাচ্ছি না। দলের প্রত্যেকেই ভিন্ন ধরনের খেলোয়াড়। তাই তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটা ছিল ম্যাচের কৌশলগত।’
রোনালদোর সঙ্গে কোনো মনোমালিন্য আছে কি না—এমন প্রশ্নের উত্তরে সান্তোস বলেছেন, ‘তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। অনেক দিন ধরেই আমরা একে অপরকে খুব ভালো করে চিনি এবং আমাদের সম্পর্ক ভালো। তাকে এখনো দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর ঝামেলা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না জানিয়েছেন সান্তোস। ৬৮ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘এ ঘটনা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না। আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি যে, এ ঘটনার সমাধান হয়েছে। আর অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছে।’
পর্তুগালের হয়ে ৩১ ম্যাচ পর গতকাল শুরুর একাদশে ছিলেন না রোনালদো। আর সময়ের হিসেবে ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের একাদশে সুযোগ পাননি তিনি। ২০০৮ সালে শেষবার তাঁর সঙ্গে এমনটি ঘটেছিল।
অবশ্য ম্যাচ শুরুর আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শুরুর একাদশে জায়গা পাবেন না রোনালদো। সেই গুঞ্জনই পরে সত্যি প্রমাণিত হয়েছে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে অবিশ্বাস্য খেলেছেন গনসালো রামোস। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন রামোস। বিশ্বকাপে দেশের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা এবং বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী হয়েছেন এই তরুণ পর্তুগিজ। এ দুই রেকর্ডের সঙ্গে নিজের প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে দ্বিতীয় হ্যাটট্রিককারী হিসেবে রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার।
সুইজারল্যান্ডকে গতকাল ৬-১ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল। এমন জয়ের পরও মুহূর্তটা উপভোগ করতে পারছেন না পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে না রাখার প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন তিনি।
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে রাখলেও তাঁকে গতকাল রাখেননি সান্তোস। ম্যাচ শেষে পর্তুগিজ তারকাক বেঞ্চে রাখার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, কৌশলগত কারণেই রোনালদোকে শুরুতে নামাননি।
সান্তোস বলেছেন, ‘ইতিমধ্যে আগেও এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি (পরিস্থিতির চাহিদা)। তাই আবারও ব্যাখ্যা দিতে চাচ্ছি না। দলের প্রত্যেকেই ভিন্ন ধরনের খেলোয়াড়। তাই তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটা ছিল ম্যাচের কৌশলগত।’
রোনালদোর সঙ্গে কোনো মনোমালিন্য আছে কি না—এমন প্রশ্নের উত্তরে সান্তোস বলেছেন, ‘তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। অনেক দিন ধরেই আমরা একে অপরকে খুব ভালো করে চিনি এবং আমাদের সম্পর্ক ভালো। তাকে এখনো দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর ঝামেলা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না জানিয়েছেন সান্তোস। ৬৮ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘এ ঘটনা দলের ওপর কোনো প্রভাব ফেলছে না। আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি যে, এ ঘটনার সমাধান হয়েছে। আর অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছে।’
পর্তুগালের হয়ে ৩১ ম্যাচ পর গতকাল শুরুর একাদশে ছিলেন না রোনালদো। আর সময়ের হিসেবে ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের একাদশে সুযোগ পাননি তিনি। ২০০৮ সালে শেষবার তাঁর সঙ্গে এমনটি ঘটেছিল।
অবশ্য ম্যাচ শুরুর আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শুরুর একাদশে জায়গা পাবেন না রোনালদো। সেই গুঞ্জনই পরে সত্যি প্রমাণিত হয়েছে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে অবিশ্বাস্য খেলেছেন গনসালো রামোস। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন রামোস। বিশ্বকাপে দেশের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা এবং বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী হয়েছেন এই তরুণ পর্তুগিজ। এ দুই রেকর্ডের সঙ্গে নিজের প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে দ্বিতীয় হ্যাটট্রিককারী হিসেবে রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার।
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
১১ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
১২ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
১৬ ঘণ্টা আগে