দুই দলের আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় আবাহনী-মোহামেডানের লড়াইটা ছিল মূলত গ্রুপ সেরা হওয়ার। এ ক্ষেত্রে সহজ সমীকরণ ছিল আবাহনীর সামনে। ড্র করলেই ‘বি’ গ্রুপের সেরা হয়ে যেতে তারা।
অন্যদিকে গ্রুপ সেরা হওয়ার জন্য জিততেই হতো ফেডারেশন কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে। সেটা করেছেও তারা। আবাহনীকে ২-১ গোলে হারিয়েই গ্রুপসেরা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে মোহামেডানের জয়ের নায়ক এমানুয়েল সানডে। প্রথমে পিছিয়ে পড়া মোহামেডানকে নাইজেরিয়ান এই মিডফিল্ডার সমতায় ফিরিয়েছেন। জিতিয়েছেন তিন মিনিটের ব্যবধানে আরেকটি গোল করে।
ম্যাচের ৩৯ মিনিটে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। অবশ্য এতে ‘অবদান’ আছে মোহামেডান ডিফেন্ডার হাসান মুরাদের! তার ভুলেই বল পেয়ে যান ওয়াশিংটন এবং নিয়ন্ত্রণ নিয়ে ক্রস করেন বক্সে। তা থেকে গোল করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর পালা মোহামেডানের। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটেই মোহামেডানকে সমতায় ফেরান এমানুয়েল সানডে। তাঁর এই গোলের উৎসে ছিলেন মোজাফ্ফরভ। এর ৩ মিনিট পরেই আবার গোল নাইজেরিয়ান সানডের। ডান প্রান্ত থেকে হাসান মুরাদের লম্বা থ্রো আবাহনীর গোলমুখে এসে পড়লে তা থেকে আইভরি কোস্টের ফরোয়ার্ড দোসো সিদিকের ব্যাক হেড। বাকি কাজটুকু করেছেন সানডে।
গত ফেডারেশন কাপের ফাইনালের পর এটাই ছিল আবাহনী-মোহামেডানের প্রথম লড়াই। সেই ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ৪-৪ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জিতে গিয়েছিল মোহামেডান। জিতল এবারও। যে জয়ে ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো মোহামেডান। মোহামেডান। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ আবাহনী।
দুই দলের আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় আবাহনী-মোহামেডানের লড়াইটা ছিল মূলত গ্রুপ সেরা হওয়ার। এ ক্ষেত্রে সহজ সমীকরণ ছিল আবাহনীর সামনে। ড্র করলেই ‘বি’ গ্রুপের সেরা হয়ে যেতে তারা।
অন্যদিকে গ্রুপ সেরা হওয়ার জন্য জিততেই হতো ফেডারেশন কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে। সেটা করেছেও তারা। আবাহনীকে ২-১ গোলে হারিয়েই গ্রুপসেরা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে মোহামেডানের জয়ের নায়ক এমানুয়েল সানডে। প্রথমে পিছিয়ে পড়া মোহামেডানকে নাইজেরিয়ান এই মিডফিল্ডার সমতায় ফিরিয়েছেন। জিতিয়েছেন তিন মিনিটের ব্যবধানে আরেকটি গোল করে।
ম্যাচের ৩৯ মিনিটে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। অবশ্য এতে ‘অবদান’ আছে মোহামেডান ডিফেন্ডার হাসান মুরাদের! তার ভুলেই বল পেয়ে যান ওয়াশিংটন এবং নিয়ন্ত্রণ নিয়ে ক্রস করেন বক্সে। তা থেকে গোল করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর পালা মোহামেডানের। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটেই মোহামেডানকে সমতায় ফেরান এমানুয়েল সানডে। তাঁর এই গোলের উৎসে ছিলেন মোজাফ্ফরভ। এর ৩ মিনিট পরেই আবার গোল নাইজেরিয়ান সানডের। ডান প্রান্ত থেকে হাসান মুরাদের লম্বা থ্রো আবাহনীর গোলমুখে এসে পড়লে তা থেকে আইভরি কোস্টের ফরোয়ার্ড দোসো সিদিকের ব্যাক হেড। বাকি কাজটুকু করেছেন সানডে।
গত ফেডারেশন কাপের ফাইনালের পর এটাই ছিল আবাহনী-মোহামেডানের প্রথম লড়াই। সেই ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ৪-৪ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জিতে গিয়েছিল মোহামেডান। জিতল এবারও। যে জয়ে ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো মোহামেডান। মোহামেডান। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ আবাহনী।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে