ম্যানচেস্টার সিটির বিপক্ষে গতকাল অ্যানফিল্ডে লিভারপুলের জয়টা প্রাপ্য ছিল। কিন্তু সেটা হয়নি লুইস দিয়াজের সহজ দুটি সুযোগ মিস করায়। তাই ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে।
তবে দিয়াজের মিসের পরও ১-১ গোলের ড্রয়ের ম্যাচে জয়ের সুযোগ ছিল লিভারপুলের। তাদের সেই সুযোগটা দেওয়া হয়নি বলে অভিযোগ ইয়ুর্গেন ক্লপের। অল রেডদের কোচের দাবি, লিভারপুলকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন ভিএআর অফিশিয়ালরা।
ম্যাচ শেষে ক্ষুব্ধ ক্লপ বলেছেন, ‘এটা শতভাগ পেনাল্টি ছিল। তারা এখন একটা ব্যাখ্যা খুঁজে নেবে। মাঠের যেকোনো প্রান্তেই এটা শতভাগ ফাউল ছিল এবং সম্ভবত হলুদ কার্ডও। কেউ একজন আমাকে পরে বোঝাবেন, কীভাবে ওটা পেনাল্টি হয়নি? অথবা আগামীকাল হাওয়ার্ড (প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেডের প্রধান হাওয়ার্ড ওয়েব) আমাকে ফোন করে বলবে, সে দুঃখিত। সম্ভবত এই দুটির কোনো একটি হওয়ার কথা। কিন্তু তাতে ম্যাচের ফল বদলে যাবে না।’
লিভারপুলের পেনাল্টি না পাওয়ার ঘটনাটি ম্যাচের যোগ করা সময়ে ঘটে। ৯৯ তম মিনিটের সময় ম্যানসিটির বক্সে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের বুকে বুক দিয়ে আঘাত করেন সিটির ফরোয়ার্ড জেরেমি ডকু। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার। এমন ঘটনার সিদ্ধান্ত সাধারণত ভিএআরেই হয়। কিন্তু ভিএআর কক্ষে থাকা অ্যাটওয়েল ও তাঁর সহকারী নিক হপটন মাঠের রেফারি মাইকেল অলিভারকে রিভিউ করতে বলেননি।
সিটি-লিভারপুলের ড্রয়ে লাভ হয়েছে আর্সেনালের। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। সিটি কিংবা লিভারপুল জিতলে তাদের চূড়ায় থাকা হতো না। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট ক্লপের দলেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অলরেডরা। অন্যদিকে ৬৩ পয়েন্ট নিয়ে তিনে সিটি।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে গতকাল অ্যানফিল্ডে লিভারপুলের জয়টা প্রাপ্য ছিল। কিন্তু সেটা হয়নি লুইস দিয়াজের সহজ দুটি সুযোগ মিস করায়। তাই ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে।
তবে দিয়াজের মিসের পরও ১-১ গোলের ড্রয়ের ম্যাচে জয়ের সুযোগ ছিল লিভারপুলের। তাদের সেই সুযোগটা দেওয়া হয়নি বলে অভিযোগ ইয়ুর্গেন ক্লপের। অল রেডদের কোচের দাবি, লিভারপুলকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন ভিএআর অফিশিয়ালরা।
ম্যাচ শেষে ক্ষুব্ধ ক্লপ বলেছেন, ‘এটা শতভাগ পেনাল্টি ছিল। তারা এখন একটা ব্যাখ্যা খুঁজে নেবে। মাঠের যেকোনো প্রান্তেই এটা শতভাগ ফাউল ছিল এবং সম্ভবত হলুদ কার্ডও। কেউ একজন আমাকে পরে বোঝাবেন, কীভাবে ওটা পেনাল্টি হয়নি? অথবা আগামীকাল হাওয়ার্ড (প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেডের প্রধান হাওয়ার্ড ওয়েব) আমাকে ফোন করে বলবে, সে দুঃখিত। সম্ভবত এই দুটির কোনো একটি হওয়ার কথা। কিন্তু তাতে ম্যাচের ফল বদলে যাবে না।’
লিভারপুলের পেনাল্টি না পাওয়ার ঘটনাটি ম্যাচের যোগ করা সময়ে ঘটে। ৯৯ তম মিনিটের সময় ম্যানসিটির বক্সে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের বুকে বুক দিয়ে আঘাত করেন সিটির ফরোয়ার্ড জেরেমি ডকু। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার। এমন ঘটনার সিদ্ধান্ত সাধারণত ভিএআরেই হয়। কিন্তু ভিএআর কক্ষে থাকা অ্যাটওয়েল ও তাঁর সহকারী নিক হপটন মাঠের রেফারি মাইকেল অলিভারকে রিভিউ করতে বলেননি।
সিটি-লিভারপুলের ড্রয়ে লাভ হয়েছে আর্সেনালের। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। সিটি কিংবা লিভারপুল জিতলে তাদের চূড়ায় থাকা হতো না। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট ক্লপের দলেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অলরেডরা। অন্যদিকে ৬৩ পয়েন্ট নিয়ে তিনে সিটি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে