কোপা আমেরিকার নকআউট পর্বে কিছু পরিবর্তন এসেছে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ৯০ মিনিটে ম্যাচ ড্র বা নিষ্পত্তি না হলে সরাসরি পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল নির্ধারণ করা হবে। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল না এলেও ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে না। ২০১৫ ও ২০১৬ কোপায়ও এ নিয়ম দেখা গেছে।
ফাইনালে অবশ্য এটা হবে না। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না এলে অতিরিক্ত সময়ে খেলা গড়াবে। অতিরিক্ত সময়েও ফল না হলে তখন পেনাল্টি শুটআউট হবে। ২০১৯ কোপায় এমন নিয়ম ছিল না। সেবার ফাইনালের সঙ্গে সেমিফাইনালেও অতিরিক্ত সময়ের ব্যবস্থা ছিল। শুধু কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় ছিল না। কিন্তু এবার সেমিফাইনালের সঙ্গে কোয়ার্টার ফাইনালও নির্ধারিত সময়ে ম্যাচের ফল না এলে সরাসরি পেনাল্টিতে গড়াবে।
'এ' গ্রুপ থেকে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি আর 'বি' গ্রুপ থেকে ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও ইকুয়েডর। ১০ দিন আর ২০ ম্যাচের লড়াই শেষে নকআউট পর্ব শুরু হচ্ছে ২ জুলাই পেরু আর প্যারাগুয়ের ম্যাচ দিয়ে। ৩ জুলাই ব্রাজিল-চিলি ও উরুগুয়ে-কলম্বিয়া এবং পরের দিন শেষ আটের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ইকুয়েডর।
সব ম্যাচেই নির্ধারিত সময়ে ফল না এলে সরাসরি পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল নির্ধারণ করা হবে। এই আট দলের খেলা শেষে সেমিফাইনালেও তা–ই হবে। শুধু ফাইনালে ম্যাচ টাইব্রেকারে গড়ানোর আগে অতিরিক্ত সময়ে খেলা হবে।
কোপা আমেরিকার নকআউট পর্বে কিছু পরিবর্তন এসেছে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ৯০ মিনিটে ম্যাচ ড্র বা নিষ্পত্তি না হলে সরাসরি পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল নির্ধারণ করা হবে। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল না এলেও ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে না। ২০১৫ ও ২০১৬ কোপায়ও এ নিয়ম দেখা গেছে।
ফাইনালে অবশ্য এটা হবে না। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না এলে অতিরিক্ত সময়ে খেলা গড়াবে। অতিরিক্ত সময়েও ফল না হলে তখন পেনাল্টি শুটআউট হবে। ২০১৯ কোপায় এমন নিয়ম ছিল না। সেবার ফাইনালের সঙ্গে সেমিফাইনালেও অতিরিক্ত সময়ের ব্যবস্থা ছিল। শুধু কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় ছিল না। কিন্তু এবার সেমিফাইনালের সঙ্গে কোয়ার্টার ফাইনালও নির্ধারিত সময়ে ম্যাচের ফল না এলে সরাসরি পেনাল্টিতে গড়াবে।
'এ' গ্রুপ থেকে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি আর 'বি' গ্রুপ থেকে ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও ইকুয়েডর। ১০ দিন আর ২০ ম্যাচের লড়াই শেষে নকআউট পর্ব শুরু হচ্ছে ২ জুলাই পেরু আর প্যারাগুয়ের ম্যাচ দিয়ে। ৩ জুলাই ব্রাজিল-চিলি ও উরুগুয়ে-কলম্বিয়া এবং পরের দিন শেষ আটের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ইকুয়েডর।
সব ম্যাচেই নির্ধারিত সময়ে ফল না এলে সরাসরি পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল নির্ধারণ করা হবে। এই আট দলের খেলা শেষে সেমিফাইনালেও তা–ই হবে। শুধু ফাইনালে ম্যাচ টাইব্রেকারে গড়ানোর আগে অতিরিক্ত সময়ে খেলা হবে।
২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৪ মিনিট আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩২ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে