Ajker Patrika

কোপা আমেরিকায় ৯০ মিনিটে ফল না এলে সরাসরি পেনাল্টি

আপডেট : ০২ জুলাই ২০২১, ১৫: ৪৩
কোপা আমেরিকায় ৯০ মিনিটে ফল না এলে সরাসরি পেনাল্টি

কোপা আমেরিকার নকআউট পর্বে কিছু পরিবর্তন এসেছে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ৯০ মিনিটে ম্যাচ ড্র বা নিষ্পত্তি না হলে সরাসরি পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল নির্ধারণ করা হবে। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল না এলেও ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে না। ২০১৫ ও ২০১৬ কোপায়ও এ নিয়ম দেখা গেছে।

ফাইনালে অবশ্য এটা হবে না। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না এলে অতিরিক্ত সময়ে খেলা গড়াবে। অতিরিক্ত সময়েও ফল না হলে তখন পেনাল্টি শুটআউট হবে। ২০১৯ কোপায় এমন নিয়ম ছিল না। সেবার ফাইনালের সঙ্গে সেমিফাইনালেও অতিরিক্ত সময়ের ব্যবস্থা ছিল। শুধু কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় ছিল না। কিন্তু এবার সেমিফাইনালের সঙ্গে কোয়ার্টার ফাইনালও নির্ধারিত সময়ে ম্যাচের ফল না এলে সরাসরি পেনাল্টিতে গড়াবে।

‌'এ' গ্রুপ থেকে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি আর 'বি' গ্রুপ থেকে ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও ইকুয়েডর। ১০ দিন আর ২০ ম্যাচের লড়াই শেষে নকআউট পর্ব শুরু হচ্ছে ২ জুলাই পেরু আর প্যারাগুয়ের ম্যাচ দিয়ে। ৩ জুলাই ব্রাজিল-চিলি ও উরুগুয়ে-কলম্বিয়া এবং পরের দিন শেষ আটের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ইকুয়েডর।

সব ম্যাচেই নির্ধারিত সময়ে ফল না এলে সরাসরি পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল নির্ধারণ করা হবে। এই আট দলের খেলা শেষে সেমিফাইনালেও তা–ই হবে। শুধু ফাইনালে ম্যাচ টাইব্রেকারে গড়ানোর আগে অতিরিক্ত সময়ে খেলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত