ইন্টার মায়ামি একের পর এক ম্যাচ খেলছে। অথচ লিওনেল মেসির দেখা নেই। কারণ গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তিনি না খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত খেলছে মায়ামি।
মেসিবিহীন মায়ামি গত ম্যাচেই এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে। বন্ধু লুইস সুয়ারেজ সিনসিনাটি এফসির বিপক্ষে গত সপ্তাহে করেছিলেন জোড়া গোল। এবারও দেখালেন একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ সুয়ারেজের জোড়া গোলে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামি আজ ২৫ মিনিটেই গোল উপহার পায় শিকাগোর কাছ থেকে। আত্মঘাতী গোল করেন শিকাগোর ডিফেন্ডার তোবিয়াস স্যালকুইস্ট। শিকাগোর উপহারের পর গোল করতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ২৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েই যেত মায়ামি। হুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দেন সুয়ারেজ। দুর্ভাগ্যবশত সেটা বাড়ে গেলে প্রতিহত হয়। প্রথমার্ধ ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৬ মিনিটে ডিয়েগো গোমেজের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। নিজের দ্বিতীয় গোল সুয়ারেজ করেন ৬৫ মিনিটে। উরুগুয়ের এই ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। পিছিয়ে থাকা শিকাগো ব্যবধান কমায় ৮২ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড জর্জিয়স কুতসিয়াস। তিনি ম্যাচের ৬০ মিনিটে ক্রিস্টোফার ম্যাথু মুলারের পরিবর্তে নামেন।
৩-১ গোলে এগিয়ে থাকা মায়ামি ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোলের দেখা পায়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলটি করেন রবার্ট টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন লিওনার্দো কাম্পানা। সচরাচর মায়ামির শুরুর একাদশে থাকলেও আজ টেলর খেলেছেন বদলি হিসেবে। গোমেজের পরিবর্তে অতিরিক্ত সময়ের ১ মিনিটে টেলর নেমেছেন মাঠে।
ইন্টার মায়ামি একের পর এক ম্যাচ খেলছে। অথচ লিওনেল মেসির দেখা নেই। কারণ গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তিনি না খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত খেলছে মায়ামি।
মেসিবিহীন মায়ামি গত ম্যাচেই এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে। বন্ধু লুইস সুয়ারেজ সিনসিনাটি এফসির বিপক্ষে গত সপ্তাহে করেছিলেন জোড়া গোল। এবারও দেখালেন একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ সুয়ারেজের জোড়া গোলে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামি আজ ২৫ মিনিটেই গোল উপহার পায় শিকাগোর কাছ থেকে। আত্মঘাতী গোল করেন শিকাগোর ডিফেন্ডার তোবিয়াস স্যালকুইস্ট। শিকাগোর উপহারের পর গোল করতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ২৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েই যেত মায়ামি। হুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দেন সুয়ারেজ। দুর্ভাগ্যবশত সেটা বাড়ে গেলে প্রতিহত হয়। প্রথমার্ধ ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৬ মিনিটে ডিয়েগো গোমেজের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। নিজের দ্বিতীয় গোল সুয়ারেজ করেন ৬৫ মিনিটে। উরুগুয়ের এই ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। পিছিয়ে থাকা শিকাগো ব্যবধান কমায় ৮২ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড জর্জিয়স কুতসিয়াস। তিনি ম্যাচের ৬০ মিনিটে ক্রিস্টোফার ম্যাথু মুলারের পরিবর্তে নামেন।
৩-১ গোলে এগিয়ে থাকা মায়ামি ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোলের দেখা পায়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলটি করেন রবার্ট টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন লিওনার্দো কাম্পানা। সচরাচর মায়ামির শুরুর একাদশে থাকলেও আজ টেলর খেলেছেন বদলি হিসেবে। গোমেজের পরিবর্তে অতিরিক্ত সময়ের ১ মিনিটে টেলর নেমেছেন মাঠে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৮ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪০ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে