কামিন্সদের কাছে ‘ব্যাগি গ্রিন’ শুধু টুপি নয়—জীবনের সারসংক্ষেপও
এটা কেবল একটা ক্যাপ নয়। এ যেন এক জীবনের সারসংক্ষেপ—ঘাম, কষ্ট, গর্ব আর ইতিহাসের গায়ে লেখা নাম। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে ‘ব্যাগি গ্রিন’ তাই শুধু ক্যাপ নয়, একটা অদৃশ্য মুকুট। সেই মুকুটটাই হারিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। ব্রিজটন টেস্টে টস করতে নামার সময় ব্যাপারটা বোঝা