ক্রীড়া ডেস্ক
হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বেশির ভাগ সময়ই ভারতের দাপট ছিল ঠিকই। কিন্তু শেষ দিনের বাজবল টনিকে ইংল্যান্ড পায় ৫ উইকেটের অবিশ্বাস্য জয়। এই জয় এসেছে ৩৭১ রান তাড়া করে।
৩৭১ রানের লক্ষ্য দিয়েও হেডিংলি টেস্ট জিততে না পারায় ভারতকে নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। দুই ইনিংসে ভারতের লোয়ার-অর্ডারে ধস তো হয়েছেই। একাধিক ক্যাচ মিসের ঘটনা ঘটেছে। যার মধ্যে যশস্বী জয়সওয়াল চারবার ক্যাচ মিস করেছেন। এমনকি রবীন্দ্র জাদেজার হাত থেকেও ক্যাচ ফস্কেছে। এছাড়া পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ওভারপ্রতি ৬-এর বেশি রান খরচ করেছেন।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত আগামীকাল এজবাস্টনে খেলতে নামবে দ্বিতীয় টেস্টে। একাদশ প্রকাশ না করলেও এজবাস্টন টেস্টের একাদশে যে পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা সহকারী কোচ রায়ান টেন ডাসকাটের কথায় বোঝায় গেছে। ভারতের সহকারী কোচ গতকাল বলেছেন, ‘বোলিং অলরাউন্ডার নিয়ে খেলতে চেয়েছিলাম গত ম্যাচে (হেডিংলিতে)। আমাদের হাতে নিতিশ রেড্ডির মতো ব্যাটিং অলরাউন্ডার আছে। আমার মতে তার এই টেস্টে খেলার দারুণ সম্ভাবনা রয়েছে।’
টেস্টে সবশেষ কুলদীপ যাদব খেলেছেন গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে। বেঙ্গালুরুর সেই ম্যাচের আট মাস পর এই বাঁহাতি স্পিনার খেলতে পারেন বলে টেন ডাসকাটের কথায় বোঝা গেছে। ভারতের সহকারী কোচ বলেন, ‘আমরা কুলদীপ যাদবকে চাচ্ছি। আমাদের সামনে যারা আছে, তাদেরকে নিয়েই সেরা একাদশ সাজানোর পরিকল্পনা করছি। তিন পেসার নিয়ে যে খেলাতে হবে, সেটা নিয়ে ভাবছি। চিন্তা করছি কীভাবে কুলদীপকে নেওয়া যায়। আবহাওয়া যদি একই থাকে, তাহলে বল টার্ন করবে আশা করি।’
হেডিংলিতে প্রথম টেস্টের একাদশে একমাত্র স্পিনার ছিলেন রবীন্দ্র জাদেজা। মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা—এই চার পেসার খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে। এদিকে এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে কুলদীপের পাশাপাশি রেড্ডির নামও উল্লেখ করেছেন টেন ডাসকেট। কুলদীপ, রেড্ডির কেউ একজন খেললে কপাল পুড়তে পারে কৃষ্ণা, শার্দুলের যেকোনো একজনের। কারণ, শার্দুলও প্রথম টেস্টে বলার মতো কিছুই করতে পারেননি।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে না হতেই শোনা যায়, বুমরা পাঁচ টেস্টের পরিবর্তে তিন টেস্ট খেলবেন। সেকারণে তাঁকে এজবাস্টন টেস্টে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। টেন ডাসকাট বলেন, ‘ওয়ার্কলোড ও কন্ডিশনের কথা বিবেচনা করে নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সে গতকাল (পরশু) ও আজ (গতকাল) অনুশীলন করেছে। তার মানে এটা তো না যে সে ম্যাচ খেলার জন্য আনফিট। তার থেকে সেরাটা বের করতে কী করা যায়, সেটা নিয়ে ভাবছি।’
বুমরার ওয়ার্কলোড নিয়ে ভারত যে বেশি ভাবছে, সেটা টেন ডাসকাটের কথায় বোঝা গেছে। ভারতের সহকারী কোচ গতকাল বলেন, ‘সে (বুমরা) এজবাস্টন টেস্টের জন্য বিবেচনায় আছে। শুরু থেকেই আমরা জেনেছি যে সে পাঁচ টেস্টের মধ্যে তিনটা খেলবে। সবশেষ টেস্টের আগে সেরে উঠতে আট দিন সময় পেয়েছিল।’
এজবাস্টনে আগামীকাল ভারত সমতায় ফিরতে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড-ভারত সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বেশির ভাগ সময়ই ভারতের দাপট ছিল ঠিকই। কিন্তু শেষ দিনের বাজবল টনিকে ইংল্যান্ড পায় ৫ উইকেটের অবিশ্বাস্য জয়। এই জয় এসেছে ৩৭১ রান তাড়া করে।
৩৭১ রানের লক্ষ্য দিয়েও হেডিংলি টেস্ট জিততে না পারায় ভারতকে নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। দুই ইনিংসে ভারতের লোয়ার-অর্ডারে ধস তো হয়েছেই। একাধিক ক্যাচ মিসের ঘটনা ঘটেছে। যার মধ্যে যশস্বী জয়সওয়াল চারবার ক্যাচ মিস করেছেন। এমনকি রবীন্দ্র জাদেজার হাত থেকেও ক্যাচ ফস্কেছে। এছাড়া পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ওভারপ্রতি ৬-এর বেশি রান খরচ করেছেন।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত আগামীকাল এজবাস্টনে খেলতে নামবে দ্বিতীয় টেস্টে। একাদশ প্রকাশ না করলেও এজবাস্টন টেস্টের একাদশে যে পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা সহকারী কোচ রায়ান টেন ডাসকাটের কথায় বোঝায় গেছে। ভারতের সহকারী কোচ গতকাল বলেছেন, ‘বোলিং অলরাউন্ডার নিয়ে খেলতে চেয়েছিলাম গত ম্যাচে (হেডিংলিতে)। আমাদের হাতে নিতিশ রেড্ডির মতো ব্যাটিং অলরাউন্ডার আছে। আমার মতে তার এই টেস্টে খেলার দারুণ সম্ভাবনা রয়েছে।’
টেস্টে সবশেষ কুলদীপ যাদব খেলেছেন গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে। বেঙ্গালুরুর সেই ম্যাচের আট মাস পর এই বাঁহাতি স্পিনার খেলতে পারেন বলে টেন ডাসকাটের কথায় বোঝা গেছে। ভারতের সহকারী কোচ বলেন, ‘আমরা কুলদীপ যাদবকে চাচ্ছি। আমাদের সামনে যারা আছে, তাদেরকে নিয়েই সেরা একাদশ সাজানোর পরিকল্পনা করছি। তিন পেসার নিয়ে যে খেলাতে হবে, সেটা নিয়ে ভাবছি। চিন্তা করছি কীভাবে কুলদীপকে নেওয়া যায়। আবহাওয়া যদি একই থাকে, তাহলে বল টার্ন করবে আশা করি।’
হেডিংলিতে প্রথম টেস্টের একাদশে একমাত্র স্পিনার ছিলেন রবীন্দ্র জাদেজা। মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা—এই চার পেসার খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে। এদিকে এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে কুলদীপের পাশাপাশি রেড্ডির নামও উল্লেখ করেছেন টেন ডাসকেট। কুলদীপ, রেড্ডির কেউ একজন খেললে কপাল পুড়তে পারে কৃষ্ণা, শার্দুলের যেকোনো একজনের। কারণ, শার্দুলও প্রথম টেস্টে বলার মতো কিছুই করতে পারেননি।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে না হতেই শোনা যায়, বুমরা পাঁচ টেস্টের পরিবর্তে তিন টেস্ট খেলবেন। সেকারণে তাঁকে এজবাস্টন টেস্টে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। টেন ডাসকাট বলেন, ‘ওয়ার্কলোড ও কন্ডিশনের কথা বিবেচনা করে নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সে গতকাল (পরশু) ও আজ (গতকাল) অনুশীলন করেছে। তার মানে এটা তো না যে সে ম্যাচ খেলার জন্য আনফিট। তার থেকে সেরাটা বের করতে কী করা যায়, সেটা নিয়ে ভাবছি।’
বুমরার ওয়ার্কলোড নিয়ে ভারত যে বেশি ভাবছে, সেটা টেন ডাসকাটের কথায় বোঝা গেছে। ভারতের সহকারী কোচ গতকাল বলেন, ‘সে (বুমরা) এজবাস্টন টেস্টের জন্য বিবেচনায় আছে। শুরু থেকেই আমরা জেনেছি যে সে পাঁচ টেস্টের মধ্যে তিনটা খেলবে। সবশেষ টেস্টের আগে সেরে উঠতে আট দিন সময় পেয়েছিল।’
এজবাস্টনে আগামীকাল ভারত সমতায় ফিরতে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড-ভারত সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
২ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৩ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
৪ ঘণ্টা আগে