নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের মেয়েদের বিপক্ষে এখনো টেস্ট খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে ওয়ানডে এখনো তাদের বিপক্ষে জয়হীন বাংলাদেশ। টি-টোয়েন্টি ১৩ বারের দেখায় বাংলাদেশের মেয়েরা জিতেছে দুটিতে। ঘরের মাঠে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এরপর আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজ জেতার আশা বাংলাদেশের মেয়েদের। আগামীকাল প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে এই আশার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ হাসান তিলকরত্নে। ছয় ম্যাচের মধ্যে কতটি জেতার লক্ষ্য আছে বাংলাদেশের—এমন প্রশ্নে জ্যোতি প্রশ্নকর্তার কাছে পাল্টা জানতে চান, ‘একই প্রশ্ন যদি আপনাকে করা হয়, আপনার লক্ষ্য কী? কোনটা করলে আপনাদের বেশি ভালো লাগবে? ছয় ম্যাচে কয়টা ম্যাচ আমাদের জেতা উচিত?’
এরপর জ্যোতি বলেছেন, ‘এটা হচ্ছে বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনারা এটা বিশ্বাস করছেন কি না। আপনারা কি বিশ্বাস করছেন আমরা তাদের বিপক্ষে ম্যাচ জিততে পারব? আমাদের বিশ্বাস আছে, আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলব। সবচেয়ে বড় কথা, সিরিজ জয় সবাই চায়। কারণ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের পতাকা ওড়ানোর মতো আনন্দের কোনো কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি যে, এই মাঠে আমাদের জন্য ম্যাচ জেতা কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে।’
কাজটা যে কঠিন, সেটাও অজানা নয় বাংলাদেশ দলের। মেয়েদের ক্রিকেটে, বিশেষ করে উপমহাদেশে অন্য দলগুলোর চেয়ে যোজন যোজন এগিয়ে ভারতের মেয়েরা। তবে বাংলাদেশ দলের কোচ হাসান তিলকরত্নে মনে করেন, ‘কেন নয় (সিরিজ জেতা) ? কেন আমরা সিরিজ জিততে পারব না? আমাদের সব ধরনের অস্ত্রই আছে। আমরা সিরিজ জিততে পারি। ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ।’
ভারতের মেয়েদের বিপক্ষে এখনো টেস্ট খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে ওয়ানডে এখনো তাদের বিপক্ষে জয়হীন বাংলাদেশ। টি-টোয়েন্টি ১৩ বারের দেখায় বাংলাদেশের মেয়েরা জিতেছে দুটিতে। ঘরের মাঠে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এরপর আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজ জেতার আশা বাংলাদেশের মেয়েদের। আগামীকাল প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে এই আশার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ হাসান তিলকরত্নে। ছয় ম্যাচের মধ্যে কতটি জেতার লক্ষ্য আছে বাংলাদেশের—এমন প্রশ্নে জ্যোতি প্রশ্নকর্তার কাছে পাল্টা জানতে চান, ‘একই প্রশ্ন যদি আপনাকে করা হয়, আপনার লক্ষ্য কী? কোনটা করলে আপনাদের বেশি ভালো লাগবে? ছয় ম্যাচে কয়টা ম্যাচ আমাদের জেতা উচিত?’
এরপর জ্যোতি বলেছেন, ‘এটা হচ্ছে বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনারা এটা বিশ্বাস করছেন কি না। আপনারা কি বিশ্বাস করছেন আমরা তাদের বিপক্ষে ম্যাচ জিততে পারব? আমাদের বিশ্বাস আছে, আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলব। সবচেয়ে বড় কথা, সিরিজ জয় সবাই চায়। কারণ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের পতাকা ওড়ানোর মতো আনন্দের কোনো কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি যে, এই মাঠে আমাদের জন্য ম্যাচ জেতা কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে।’
কাজটা যে কঠিন, সেটাও অজানা নয় বাংলাদেশ দলের। মেয়েদের ক্রিকেটে, বিশেষ করে উপমহাদেশে অন্য দলগুলোর চেয়ে যোজন যোজন এগিয়ে ভারতের মেয়েরা। তবে বাংলাদেশ দলের কোচ হাসান তিলকরত্নে মনে করেন, ‘কেন নয় (সিরিজ জেতা) ? কেন আমরা সিরিজ জিততে পারব না? আমাদের সব ধরনের অস্ত্রই আছে। আমরা সিরিজ জিততে পারি। ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে