পাথুম নিশানকা-কুশল মেন্ডিসের রেকর্ড জুটিতে (১৭০ *) কলম্বোয় গত রাতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
সরকারের সীমাহীন দুর্নীতিতে চরম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা লঙ্কানদের এ জয় একটু হলেও মুখে হাসি ফোটানোর উপলক্ষ এনে দিয়েছে। সেটির সঙ্গে আবার বাড়তি ‘মজাদার মসলা’ যোগ করেছেন কুমার ধর্মসেনা।
আইসিসির এলিট প্যানেলের এ আম্পায়ার ম্যাচ চলাকালীন আরেকটু হলেই বল মুঠোবন্দী করতে যাচ্ছিলেন।
হাসির খোরাক জোগানো দৃশ্যটি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করতেই ক্রিকেটপ্রেমীদের বিস্তর প্রতিক্রিয়া দেখা যায়। বাদ যাননি ধারাভাষ্যকার ও ধর্মসেনার সাবেক সতীর্থ রাসেল আরনল্ডও।
অস্ট্রেলিয়া কাল আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯১ রান তুলেছে। অজিদের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছে ট্রাভিস হেড। তিনটি করে চার-ছক্কায় সাজানো ইনিংসে হেড স্কয়ার লেগে একটি শট খেললে বল উড়ে যায় সেখানে থাকা আম্পায়ার ধর্মসেনার দিকে। সে সময় ফিল্ডারদের মতো ক্যাচ ধরার ভঙ্গিমায় দুই হাত সামনে নিয়ে আসেন তিনি। শেষ মুহূর্তে অবশ্য নিজের ভূমিকার কথা মনে পড়ে যায় তাঁর। সে কারণে ক্যাচ ধরার যথার্থ চেষ্টা করেও হাত সরিয়ে নেন।
আইসিসির দুইবারের বর্ষসেরা আম্পায়ার ধর্মসেনা নিজেও ছিলেন ক্রিকেটার। শ্রীলঙ্কার হয়ে ১৪১ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অফব্রেক বোলিং করে নিয়েছেন ২০৭ উইকেট।
২০০৬ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার বছরেই ‘নতুন পেশা’ হিসেবে আম্পায়ারিংকে বেছে নেন ধর্মসেনা। কাল তাঁর এমন কাণ্ড দেখে এক ভক্তের টুইট, ‘ধর্মসেনা হয়তো ভুলে গিয়েছিলেন তিনি আর শ্রীলঙ্কার ক্রিকেটার নন।’
অনেকের দাবি, ধর্মসেনা নিজের খেলোয়াড়ি জীবনের দিনগুলো এখনো মিস করেন। আরেকজনের মন্তব্য, ‘এক মুহূর্তের জন্য ব্যাটারের (হেডের) প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল।’
আর ধারাভাষ্যকার আরনল্ড তাঁর প্রতিক্রিয়ায় হাসিতে ফেটে পড়ার ইমোজি পোস্ট করেছেন।
পাথুম নিশানকা-কুশল মেন্ডিসের রেকর্ড জুটিতে (১৭০ *) কলম্বোয় গত রাতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
সরকারের সীমাহীন দুর্নীতিতে চরম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা লঙ্কানদের এ জয় একটু হলেও মুখে হাসি ফোটানোর উপলক্ষ এনে দিয়েছে। সেটির সঙ্গে আবার বাড়তি ‘মজাদার মসলা’ যোগ করেছেন কুমার ধর্মসেনা।
আইসিসির এলিট প্যানেলের এ আম্পায়ার ম্যাচ চলাকালীন আরেকটু হলেই বল মুঠোবন্দী করতে যাচ্ছিলেন।
হাসির খোরাক জোগানো দৃশ্যটি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করতেই ক্রিকেটপ্রেমীদের বিস্তর প্রতিক্রিয়া দেখা যায়। বাদ যাননি ধারাভাষ্যকার ও ধর্মসেনার সাবেক সতীর্থ রাসেল আরনল্ডও।
অস্ট্রেলিয়া কাল আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯১ রান তুলেছে। অজিদের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছে ট্রাভিস হেড। তিনটি করে চার-ছক্কায় সাজানো ইনিংসে হেড স্কয়ার লেগে একটি শট খেললে বল উড়ে যায় সেখানে থাকা আম্পায়ার ধর্মসেনার দিকে। সে সময় ফিল্ডারদের মতো ক্যাচ ধরার ভঙ্গিমায় দুই হাত সামনে নিয়ে আসেন তিনি। শেষ মুহূর্তে অবশ্য নিজের ভূমিকার কথা মনে পড়ে যায় তাঁর। সে কারণে ক্যাচ ধরার যথার্থ চেষ্টা করেও হাত সরিয়ে নেন।
আইসিসির দুইবারের বর্ষসেরা আম্পায়ার ধর্মসেনা নিজেও ছিলেন ক্রিকেটার। শ্রীলঙ্কার হয়ে ১৪১ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অফব্রেক বোলিং করে নিয়েছেন ২০৭ উইকেট।
২০০৬ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার বছরেই ‘নতুন পেশা’ হিসেবে আম্পায়ারিংকে বেছে নেন ধর্মসেনা। কাল তাঁর এমন কাণ্ড দেখে এক ভক্তের টুইট, ‘ধর্মসেনা হয়তো ভুলে গিয়েছিলেন তিনি আর শ্রীলঙ্কার ক্রিকেটার নন।’
অনেকের দাবি, ধর্মসেনা নিজের খেলোয়াড়ি জীবনের দিনগুলো এখনো মিস করেন। আরেকজনের মন্তব্য, ‘এক মুহূর্তের জন্য ব্যাটারের (হেডের) প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল।’
আর ধারাভাষ্যকার আরনল্ড তাঁর প্রতিক্রিয়ায় হাসিতে ফেটে পড়ার ইমোজি পোস্ট করেছেন।
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
১৭ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে