Ajker Patrika

৫২ হাজার কোটি টাকায় বিক্রি আইপিএলের সম্প্রচার স্বত্ব

আপডেট : ১৪ জুন ২০২২, ১৫: ০১
৫২ হাজার কোটি টাকায় বিক্রি আইপিএলের সম্প্রচার স্বত্ব

বিশ্ব ক্রিকেটে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগটি শুধু এখন ক্রিকেটেই নয় সব ধরনের খেলার জনপ্রিয় লিগ। আয়ের তালিকায় ফুটবলের ইংলিশ প্রিমিয়ার লিগকেও পেছনে ফেলেছে আইপিএল এমন দাবি করেছিলেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের সভাপতির কথাই সত্য হয়েছে। 

আইপিএলের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে তাঁদের সম্প্রচার স্বত্ব কিনতে তীব্র লড়াই হয়েছে কয়েকটি কোম্পানির মধ্যে। এর মধ্যে অন্যতম ভায়াকম ১৮, ডিজনি স্টার, সনি এবং জি। 

বিসিসিআই আইপিএলের ৫ বছরের সম্প্রচার স্বত্বকে চারটি প্যাকেজে ভাগ করেছে। প্যাকেজ ‘এ’ তে ভারতের টিভি স্বত্ব, প্যাকেজ ‘বি’ তে ভারতের ডিজিটাল স্বত্ব, প্যাকেজ ‘সি’ তে ১৮টি গুরুত্বপূর্ণ ম্যাচের ডিজিটাল স্বত্ব আর প্যাকেজ ‘ডি’ তে বিদেশি টিভি ও ডিজিটাল স্বত্ব ছিল।

ক্রিকেটের জনপ্রিয় এ লিগটির সম্প্রচার স্বত্বের নিলাম হয়েছে অনলাইনে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কমিটি প্যাকেজ ‘এ’ ডিজনি স্টারের কাছে বিক্রি করেছে বাংলাদেশি মুদ্রায় ২৮৩৬৩ কোটি ৯৮ লাখ টাকায়। এ প্যাকেজে ৪১০টি ম্যাচ আছে। যার ম্যাচ প্রতি মূল্য ৬৯ কোটি ২০ লাখ টাকা।

প্যাকেজ ‘বি’ সম্প্রচার স্বত্ব পেয়েছেন ভায়াকম ১৮। তাদের খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় ২৪৬৭১ কোটি ৮২ লাখ টাকা। এ প্যাকেজের ম্যাচ প্রতি মূল্য ৬০ কোটি ১৮ লাখ টাকা। আর প্যাকেজ ‘সি’ তে মোট ম্যাচ আছে ৯৮ টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত