ক্রীড়া ডেস্ক
ওপেনিংয়ে নেমেছেন। আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে। তিনি আর কেউ নন, ইবরাহিম জাদরান। লাহোরে আজ আফগানিস্তানের এই ব্যাটার রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেছেন। তাঁর রেকর্ড গড়ার দিনে আফগানিস্তানও করল রেকর্ড।
আইসিসির ওয়ানডে সংস্করণের একাধিক ইভেন্টে আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইব্রাহিম। মুম্বাইয়ে ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। ১৪ মাস পর আজ তিনি সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচটি যেখানে ইংল্যান্ড, আফগানিস্তান দুই দলের জন্যই ‘বাঁচা-মরার ম্যাচ’, সেখানে ১৭৭ রানের ইনিংস খেলেছেন ইব্রাহিম। ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে করেছে ৭ উইকেটে ৩২৫ রান। আইসিসির ওয়ানডে ইভেন্টে এটাই আফগানদের সর্বোচ্চ স্কোর।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে আজ লাহোরে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একটা পর্যায়ে দলের স্কোর হয়ে যায় ৮.৫ ওভারে ৩ উইকেটে ৩৭ রান। এমন চাপের মধ্যেও তিনি ভেঙে পড়েননি। চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর সঙ্গে ১২৪ বলে ১০৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। ৩০তম ওভারের তৃতীয় বলে শাহীদিকে বোল্ড করে জুটি ভাঙেন আদিল রশিদ।
প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার পর ইব্রাহিম তাঁর ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ১০৬ বলে। সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন আফগান এই ব্যাটার। যেখানে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৫৫ বলে ১১১ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। ম্যারাথন ইনিংস খেলা ইব্রাহিম শেষ ওভারের প্রথম বলে লিয়াম লিভিংস্টোনকে তুলে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জফরা আর্চারের তালুবন্দী হয়েছেন। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১৭৭ রান করেন ইব্রাহিম। যা আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এই তালিকায় দুইয়েও আছে তাঁর রেকর্ড। ২০২২-এর নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৬২ রান।
ওপেনিংয়ে নেমেছেন। আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে। তিনি আর কেউ নন, ইবরাহিম জাদরান। লাহোরে আজ আফগানিস্তানের এই ব্যাটার রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেছেন। তাঁর রেকর্ড গড়ার দিনে আফগানিস্তানও করল রেকর্ড।
আইসিসির ওয়ানডে সংস্করণের একাধিক ইভেন্টে আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইব্রাহিম। মুম্বাইয়ে ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। ১৪ মাস পর আজ তিনি সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচটি যেখানে ইংল্যান্ড, আফগানিস্তান দুই দলের জন্যই ‘বাঁচা-মরার ম্যাচ’, সেখানে ১৭৭ রানের ইনিংস খেলেছেন ইব্রাহিম। ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে করেছে ৭ উইকেটে ৩২৫ রান। আইসিসির ওয়ানডে ইভেন্টে এটাই আফগানদের সর্বোচ্চ স্কোর।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে আজ লাহোরে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একটা পর্যায়ে দলের স্কোর হয়ে যায় ৮.৫ ওভারে ৩ উইকেটে ৩৭ রান। এমন চাপের মধ্যেও তিনি ভেঙে পড়েননি। চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর সঙ্গে ১২৪ বলে ১০৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। ৩০তম ওভারের তৃতীয় বলে শাহীদিকে বোল্ড করে জুটি ভাঙেন আদিল রশিদ।
প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার পর ইব্রাহিম তাঁর ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ১০৬ বলে। সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন আফগান এই ব্যাটার। যেখানে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৫৫ বলে ১১১ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। ম্যারাথন ইনিংস খেলা ইব্রাহিম শেষ ওভারের প্রথম বলে লিয়াম লিভিংস্টোনকে তুলে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জফরা আর্চারের তালুবন্দী হয়েছেন। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১৭৭ রান করেন ইব্রাহিম। যা আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এই তালিকায় দুইয়েও আছে তাঁর রেকর্ড। ২০২২-এর নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৬২ রান।
অন্তর্বর্তী সরকারের গত এক বছরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময়ে বোর্ডের সভাপতির তালিকায় নাম দেখা যাবে তিনজনকে! সভাপতি পরিবর্তন, গঠনতন্ত্র সংশোধনের ব্যর্থ উদ্যোগ, আর্থিক বিষয়ে সিদ্ধান্ত, ক্রিকেট প্রশাসনে তামিম ইকবালের আসা নিয়ে নানা জল্পনা-কল্পনা...
৫ মিনিট আগে৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
১২ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
১২ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
১৩ ঘণ্টা আগে