Ajker Patrika

‘বাংলাদেশ টাইগার্সের’ কোচিং প্যানেলে থাকছেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৬
‘বাংলাদেশ টাইগার্সের’ কোচিং প্যানেলে থাকছেন যাঁরা

জাতীয় দলের ব্যস্ততার সময় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ঠিকভাবে পরিচর্যা করতে পারে না বিসিবি। ক্রিকেটারদের নিজেদের তত্ত্বাবধানে রাখতে বাংলাদেশ টাইগার্স নামে একটি ছায়া দলের পরিকল্পনা ছিল বোর্ডের। অবশেষে আফগানিস্তান সিরিজে দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে সেই ছায়া দল ঘোষণা করেছে বিসিবি।

‘বাংলাদেশ টাইগার্সের’ প্রথম ক্যাম্প শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১১ দিনের ক্যাম্পটি শেষ হবে আগামী ৭ মার্চ। এ সময় ২৩ সদস্যের ‘বাংলাদেশ টাইগার্সের’ পরিচর্যার দায়িত্বে থাকবেন দেশি-বিদেশি মিলিয়ে ৯ জন কোচ। 

সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ টাইগার্সের’ চেয়ারম্যান কাজী ইনাম বলছিলেন, ‘কোচিং স্টাফের মূলে থাকছেন মিজানুর রহমান বাবুল ভাই। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের বিভিন্ন বিভাগে কাজ করেছেন। অনন্য ঘরোয়া ক্রিকেটেও প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। বাংলাদেশ টাইগার্স কোচিং প্যানেলের নেতৃত্বে এই মেয়াদে তিনি থাকছেন। দুজন বিদেশি কোচ থাকবে তাঁর সহকারী হিসেবে। ফিল্ডিং বিশেষজ্ঞ হিসেবে কুকি প্যাটেল আসছেন ইংল্যান্ড থেকে। আর বিসিবির সঙ্গে থাকা চম্পাকা (রামানায়েকে) এই প্রোগ্রামে যোগ দেবেন।’ 

বাবুল-চাম্পাকা-কুকির পাশাপাশি বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ ব্যাটিং কোচ হিসেবে থাকছেন। আর পেস বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক পেসার নাজমুল হাসান। বাকি চারজন কারা থাকছেন, সে বিষয়ে অবশ্য এখনো কিছু জানায়নি বিসিবি। তবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে শিগগিরই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত