নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ খেলছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে আপাতত তারাই পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু মাঠে ভালো খেললেও অগ্নিগর্ভ হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির অন্দর মহলের আবহ। দলের প্রধান নির্বাহী ইয়াসির আলী ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দ্বন্দ্ব নিয়ে দেখা দিয়েছে তুমুল বিতর্ক। এই বিতর্কে ঘি ঢেলে চট্টগ্রাম ছেড়ে মিরাজ ঢাকা আসতে চাইলেও শেষ পর্যন্ত দলের সঙ্গেই থেকে গেছেন।
এ নিয়ে গতকাল বিকেলে গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন মিরাজ। জানান প্রধান নির্বাহী ইয়াসির থাকলে চট্টগ্রামে খেলবেন না তিনি। মিরাজ বেরিয়ে আসেন টিম হোটেল থেকে। স্ত্রী-সন্তানদের ঢাকার উদ্দেশে রওনাও দিয়েছিলেন তিনি। পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক একে কে এম রিফাতুজ্জামানের অনুরোধে থেকে যান মিরাজ। ঢাকা আসেননি তিনি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আজকের পত্রিকাকে বলেছেন, ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারীর সঙ্গে কথা হয়েছে আমার। মিরাজের সঙ্গে তারা আলোচনা করেছে। যেটা জেনেছি, সমাধান হয়েছে। আসলে এখানে দুই পক্ষেরই দায়িত্বশীল আচরণ করতে হবে। ভুল বোঝাবুঝি হলে সমাধান করা গুরুত্বপূর্ণ।’
গতকাল ম্যাচের আগের দিন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মিরাজকে। সদ্যই বাংলাদেশ ছেড়ে যাওয়া চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সনের নির্দেশেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে নিক্সন নিজেই অবাক হয়েছেন। টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে এর সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই বলে দাবি করেন ইংলিশ কোচ।
আজ আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি সূত্র। তিনি জানান চট্টগ্রামের হয়েই খেলবেন মিরাজ। যদিও নেতৃত্বে মিরাজকে ফেরানো হবে কি না এ নিয়ে সংশয় থাকছেই। মিরাজ অবশ্য অধিকায়কত্বে ফিরতে চান না বলে জানিয়েছেন।
এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ খেলছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে আপাতত তারাই পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু মাঠে ভালো খেললেও অগ্নিগর্ভ হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির অন্দর মহলের আবহ। দলের প্রধান নির্বাহী ইয়াসির আলী ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দ্বন্দ্ব নিয়ে দেখা দিয়েছে তুমুল বিতর্ক। এই বিতর্কে ঘি ঢেলে চট্টগ্রাম ছেড়ে মিরাজ ঢাকা আসতে চাইলেও শেষ পর্যন্ত দলের সঙ্গেই থেকে গেছেন।
এ নিয়ে গতকাল বিকেলে গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন মিরাজ। জানান প্রধান নির্বাহী ইয়াসির থাকলে চট্টগ্রামে খেলবেন না তিনি। মিরাজ বেরিয়ে আসেন টিম হোটেল থেকে। স্ত্রী-সন্তানদের ঢাকার উদ্দেশে রওনাও দিয়েছিলেন তিনি। পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক একে কে এম রিফাতুজ্জামানের অনুরোধে থেকে যান মিরাজ। ঢাকা আসেননি তিনি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আজকের পত্রিকাকে বলেছেন, ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারীর সঙ্গে কথা হয়েছে আমার। মিরাজের সঙ্গে তারা আলোচনা করেছে। যেটা জেনেছি, সমাধান হয়েছে। আসলে এখানে দুই পক্ষেরই দায়িত্বশীল আচরণ করতে হবে। ভুল বোঝাবুঝি হলে সমাধান করা গুরুত্বপূর্ণ।’
গতকাল ম্যাচের আগের দিন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মিরাজকে। সদ্যই বাংলাদেশ ছেড়ে যাওয়া চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সনের নির্দেশেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে নিক্সন নিজেই অবাক হয়েছেন। টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে এর সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই বলে দাবি করেন ইংলিশ কোচ।
আজ আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি সূত্র। তিনি জানান চট্টগ্রামের হয়েই খেলবেন মিরাজ। যদিও নেতৃত্বে মিরাজকে ফেরানো হবে কি না এ নিয়ে সংশয় থাকছেই। মিরাজ অবশ্য অধিকায়কত্বে ফিরতে চান না বলে জানিয়েছেন।
বিসিবির বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হতে দেড় মাস বাকি। এর মধ্যেই নয় মাসে দুবার সভাপতি পরিবর্তন হয়েছে। এখন দায়িত্বে আছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেও ঘোষণা দিয়েছেন, মেয়াদ শেষে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন।
৪ ঘণ্টা আগেভারতের বিহারে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে ছেলেদের হকি এশিয়া কাপ ২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। এই উপলক্ষে আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান
৫ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন থুইনুই মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রেয়া।
৫ ঘণ্টা আগেচোট থেকে লম্বা সময় পর ট্র্যাকে ফিরেছিলেন ইমরানুর রহমান। সামার অ্যাথলেটিকসে পরশু পুনরুদ্ধার করেন দ্রুততম মানবের মুকুট। আজ ২০০ মিটার স্প্রিন্টে তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল নৌবাহিনীর। কিন্তু ৪০ মিনিট দৌড়ানোর পরই ট্র্যাকে পড়ে যান লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। মাঠে প্রাথমিক শুশ্রূষার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়
৫ ঘণ্টা আগে