প্রথম ১০ ওভারে দুই ওপেনারকে হারালেও এল ৫৮ রান। পরের ১০ ওভারে ৪৫ রান, পড়ল ৬ উইকেট। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে স্কোর বড় করতে পারেনি বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে হার। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে। সেই লক্ষ্য নিয়ে আজ শারজায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ।
সাথী রানীকে (৯) সঙ্গে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেওয়ার আশা জাগিয়েছিলেন দিলারা আক্তার (১৯)। কিন্তু স্কোরবোর্ডে ১৮ জমা পড়তেই ভাঙে উদ্বোধনী জুটি। কারিশমা রামহারাকের বলে স্টাম্পিং হয়ে ফেরেন সাথী। ক্যারিবীয় স্পিনার নিজের দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড করেন দারুণ খেলতে থাকা দিলারাকে।
এরপরই তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারির নিয়ে চাপ সামাল দেন নিগার সুলতানা জ্যোতি। দুজনে রানের গতিও সচল রাখছিলেন। তার মধ্যে দুবার জীবন পেয়েছেন জ্যোতি। একবার ক্যাচ ও একবার স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচেছেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতি সেই সুবিধা ঠিকই তুললেও সতীর্থরা বড় ইনিংস খেলতে পারেননি।
রামহারাককে তৃতীয় উইকেট উপহার দিয়ে স্টাম্পিং হন মোস্তারি (১৬)। দলের রান তখন ৭৩। তার সঙ্গে ২ রান যোগ হতেই তাজ নেহার (১) ও স্বর্ণা আক্তারকে (০) পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান আফি ফ্লেচার। হঠাৎ তিন ধাক্কায় রানের গতি শ্লথ হয়ে এলেও শেষ দিকে আবার স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেটিই যেন কাল হলো রিতু মনির (১০)। রামহারাককেই উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি।
দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি জ্যোতি। হেইলিই ম্যাথুজের করা ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় বলে ডিপ মিড-উইকেটে আলিয়া অ্যালিনের হাতে বন্দী হন বাংলাদেশ উইকেটরক্ষক। তাঁর ৪৪ বলে ৩৯ রানের ইনিংসটি ছিল ৪ চারে সাজানো। পরের বলে রানআউট হন ফাহিমা খাতুন (২)। রাবেয়া খান ১ ও নাহিদা আক্তার ২ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ১০ ওভারে দুই ওপেনারকে হারালেও এল ৫৮ রান। পরের ১০ ওভারে ৪৫ রান, পড়ল ৬ উইকেট। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে স্কোর বড় করতে পারেনি বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে হার। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে। সেই লক্ষ্য নিয়ে আজ শারজায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ।
সাথী রানীকে (৯) সঙ্গে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেওয়ার আশা জাগিয়েছিলেন দিলারা আক্তার (১৯)। কিন্তু স্কোরবোর্ডে ১৮ জমা পড়তেই ভাঙে উদ্বোধনী জুটি। কারিশমা রামহারাকের বলে স্টাম্পিং হয়ে ফেরেন সাথী। ক্যারিবীয় স্পিনার নিজের দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড করেন দারুণ খেলতে থাকা দিলারাকে।
এরপরই তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারির নিয়ে চাপ সামাল দেন নিগার সুলতানা জ্যোতি। দুজনে রানের গতিও সচল রাখছিলেন। তার মধ্যে দুবার জীবন পেয়েছেন জ্যোতি। একবার ক্যাচ ও একবার স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচেছেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতি সেই সুবিধা ঠিকই তুললেও সতীর্থরা বড় ইনিংস খেলতে পারেননি।
রামহারাককে তৃতীয় উইকেট উপহার দিয়ে স্টাম্পিং হন মোস্তারি (১৬)। দলের রান তখন ৭৩। তার সঙ্গে ২ রান যোগ হতেই তাজ নেহার (১) ও স্বর্ণা আক্তারকে (০) পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান আফি ফ্লেচার। হঠাৎ তিন ধাক্কায় রানের গতি শ্লথ হয়ে এলেও শেষ দিকে আবার স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেটিই যেন কাল হলো রিতু মনির (১০)। রামহারাককেই উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি।
দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি জ্যোতি। হেইলিই ম্যাথুজের করা ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় বলে ডিপ মিড-উইকেটে আলিয়া অ্যালিনের হাতে বন্দী হন বাংলাদেশ উইকেটরক্ষক। তাঁর ৪৪ বলে ৩৯ রানের ইনিংসটি ছিল ৪ চারে সাজানো। পরের বলে রানআউট হন ফাহিমা খাতুন (২)। রাবেয়া খান ১ ও নাহিদা আক্তার ২ রানে অপরাজিত ছিলেন।
মোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
২ মিনিট আগেএশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে পাকিস্তান। অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে হারাতে পারলেই ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। এরপরও পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের খারাপ ফর্ম ভাবাচ্ছে ভক্তদের। তাতেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের দলে ফেরার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।
৪৩ মিনিট আগেপাজরের বাঁ পাশের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও তাঁকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। তিনি না থাকায় নেতৃত্বের ভার যথারীতি জাকের আলীর কাঁধে। গতকাল ভারতের কাছে ৪১ রানে হারের পর জাকের বলেছিলেন লিটনকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনার খসড়া ভোটার তালিকার ওপর জমা পড়া প্রায় ৩০টি আপত্তির শুনানি করেছেন। যার একটিতে হাজির হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
২ ঘণ্টা আগে