ক্রীড়া ডেস্ক
মাহিশ তিকশানার বলে তাওহিদ হৃদয় সিঙ্গেল নিতেই তৈরি হলো ইতিহাস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর তানজিদ তামিম শূন্যে উড়লেন। বাংলাদেশ দল ঐতিহাসিক সিরিজের ট্রফি নিয়ে অধিনায়ক লিটন দাসসহ শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা একসঙ্গে তুললেন ছবি।
শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন লিটন। বাংলাদেশ অধিনায়ক যে জুলাই মাসে সিরিজ জিতেছেন, সেই মাসের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। সাংবাদিকদের লিটন বলেন, ‘যেহেতু জুলাই মাস আর আজ ১৬ জুলাই। শহীদদের উদ্দেশ্যে আমরা এই সিরিজটা উৎসর্গ করতে চাই।’ বাংলাদেশ অধিনায়ক যে মুহূর্তে এই কথা বলেছেন, ঠিক এক বছর আগে (২০২৪-এর জুলাইয়ে) বৈষম্যবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছিলেন। সেই বছরই তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এই সিরিজটি হয়েছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই।
২০২৪-এর ডিসেম্বরে লিটন যে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছিলেন, তখন ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। আনুষ্ঠানিকভাবে এ বছরের মে মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজই হেরেছে বাংলাদেশ। এবার তাঁর নেতৃত্বে বাংলাদেশ পিছিয়ে থেকে লঙ্কানদের বিপক্ষে জিতেছে সিরিজ। লঙ্কা জয়ের পর বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য এখন আরও বড়। সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আগের দুই সিরিজেও দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো অনেক ক্রিকেটার চোটে থাকায় পূর্ণ দলটা পাইনি। আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনাও করতে হবে। এশিয়া কাপ, বিশ্বকাপ। কোথায়, কাদের বিপক্ষে খেলা এটাও মাথায় রাখতে হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। সিরিজসেরা হয়েছেন লিটন। ৩৮ গড় ও ১৩১.০৩ স্ট্রাইকরেটে করেন ১১৪ রান।
মাহিশ তিকশানার বলে তাওহিদ হৃদয় সিঙ্গেল নিতেই তৈরি হলো ইতিহাস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর তানজিদ তামিম শূন্যে উড়লেন। বাংলাদেশ দল ঐতিহাসিক সিরিজের ট্রফি নিয়ে অধিনায়ক লিটন দাসসহ শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা একসঙ্গে তুললেন ছবি।
শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন লিটন। বাংলাদেশ অধিনায়ক যে জুলাই মাসে সিরিজ জিতেছেন, সেই মাসের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। সাংবাদিকদের লিটন বলেন, ‘যেহেতু জুলাই মাস আর আজ ১৬ জুলাই। শহীদদের উদ্দেশ্যে আমরা এই সিরিজটা উৎসর্গ করতে চাই।’ বাংলাদেশ অধিনায়ক যে মুহূর্তে এই কথা বলেছেন, ঠিক এক বছর আগে (২০২৪-এর জুলাইয়ে) বৈষম্যবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছিলেন। সেই বছরই তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এই সিরিজটি হয়েছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই।
২০২৪-এর ডিসেম্বরে লিটন যে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছিলেন, তখন ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। আনুষ্ঠানিকভাবে এ বছরের মে মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজই হেরেছে বাংলাদেশ। এবার তাঁর নেতৃত্বে বাংলাদেশ পিছিয়ে থেকে লঙ্কানদের বিপক্ষে জিতেছে সিরিজ। লঙ্কা জয়ের পর বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য এখন আরও বড়। সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আগের দুই সিরিজেও দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো অনেক ক্রিকেটার চোটে থাকায় পূর্ণ দলটা পাইনি। আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনাও করতে হবে। এশিয়া কাপ, বিশ্বকাপ। কোথায়, কাদের বিপক্ষে খেলা এটাও মাথায় রাখতে হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। সিরিজসেরা হয়েছেন লিটন। ৩৮ গড় ও ১৩১.০৩ স্ট্রাইকরেটে করেন ১১৪ রান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
৩৪ মিনিট আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
১ ঘণ্টা আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
১ ঘণ্টা আগে