ক্রীড়া ডেস্ক
মাহিশ তিকশানার বলে তাওহিদ হৃদয় সিঙ্গেল নিতেই তৈরি হলো ইতিহাস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর তানজিদ তামিম শূন্যে উড়লেন। বাংলাদেশ দল ঐতিহাসিক সিরিজের ট্রফি নিয়ে অধিনায়ক লিটন দাসসহ শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা একসঙ্গে তুললেন ছবি।
শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন লিটন। বাংলাদেশ অধিনায়ক যে জুলাই মাসে সিরিজ জিতেছেন, সেই মাসের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। সাংবাদিকদের লিটন বলেন, ‘যেহেতু জুলাই মাস আর আজ ১৬ জুলাই। শহীদদের উদ্দেশ্যে আমরা এই সিরিজটা উৎসর্গ করতে চাই।’ বাংলাদেশ অধিনায়ক যে মুহূর্তে এই কথা বলেছেন, ঠিক এক বছর আগে (২০২৪-এর জুলাইয়ে) বৈষম্যবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছিলেন। সেই বছরই তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এই সিরিজটি হয়েছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই।
২০২৪-এর ডিসেম্বরে লিটন যে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছিলেন, তখন ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। আনুষ্ঠানিকভাবে এ বছরের মে মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজই হেরেছে বাংলাদেশ। এবার তাঁর নেতৃত্বে বাংলাদেশ পিছিয়ে থেকে লঙ্কানদের বিপক্ষে জিতেছে সিরিজ। লঙ্কা জয়ের পর বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য এখন আরও বড়। সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আগের দুই সিরিজেও দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো অনেক ক্রিকেটার চোটে থাকায় পূর্ণ দলটা পাইনি। আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনাও করতে হবে। এশিয়া কাপ, বিশ্বকাপ। কোথায়, কাদের বিপক্ষে খেলা এটাও মাথায় রাখতে হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। সিরিজসেরা হয়েছেন লিটন। ৩৮ গড় ও ১৩১.০৩ স্ট্রাইকরেটে করেন ১১৪ রান।
মাহিশ তিকশানার বলে তাওহিদ হৃদয় সিঙ্গেল নিতেই তৈরি হলো ইতিহাস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর তানজিদ তামিম শূন্যে উড়লেন। বাংলাদেশ দল ঐতিহাসিক সিরিজের ট্রফি নিয়ে অধিনায়ক লিটন দাসসহ শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা একসঙ্গে তুললেন ছবি।
শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন লিটন। বাংলাদেশ অধিনায়ক যে জুলাই মাসে সিরিজ জিতেছেন, সেই মাসের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। সাংবাদিকদের লিটন বলেন, ‘যেহেতু জুলাই মাস আর আজ ১৬ জুলাই। শহীদদের উদ্দেশ্যে আমরা এই সিরিজটা উৎসর্গ করতে চাই।’ বাংলাদেশ অধিনায়ক যে মুহূর্তে এই কথা বলেছেন, ঠিক এক বছর আগে (২০২৪-এর জুলাইয়ে) বৈষম্যবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছিলেন। সেই বছরই তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এই সিরিজটি হয়েছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই।
২০২৪-এর ডিসেম্বরে লিটন যে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছিলেন, তখন ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। আনুষ্ঠানিকভাবে এ বছরের মে মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজই হেরেছে বাংলাদেশ। এবার তাঁর নেতৃত্বে বাংলাদেশ পিছিয়ে থেকে লঙ্কানদের বিপক্ষে জিতেছে সিরিজ। লঙ্কা জয়ের পর বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য এখন আরও বড়। সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আগের দুই সিরিজেও দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো অনেক ক্রিকেটার চোটে থাকায় পূর্ণ দলটা পাইনি। আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনাও করতে হবে। এশিয়া কাপ, বিশ্বকাপ। কোথায়, কাদের বিপক্ষে খেলা এটাও মাথায় রাখতে হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। সিরিজসেরা হয়েছেন লিটন। ৩৮ গড় ও ১৩১.০৩ স্ট্রাইকরেটে করেন ১১৪ রান।
অম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
৬ ঘণ্টা আগেসুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!
৭ ঘণ্টা আগেলঙ্কান বোলারদের তোপে বড় পুঁজি আফগানদের জন্য কঠিনই ছিল। কিন্তু ওস্তাদের মার যে হয় শেষ রাতে। ওস্তাদের ভূমিকাটা বেশ সাদরেই নিলেন মোহাম্মদ নবি। দুনিথ ভেল্লালাগের শেষ ওভারে ৫ ছক্কা মেরে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন এই অভিজ্ঞ ব্যাটার। একটা পর্যায়ে দেড় শ পেরোনো মুশকিল মনে হচ্ছিল আফগানিস্তানের।
৯ ঘণ্টা আগে২৫ বছর পর উৎসে ফিরলেন জোসে মরিনিও। প্রধান কোচ হিসেবে যে ক্লাবে ডাগআউটে তাঁর ক্যারিয়ার শুরু, সেই বেনফিকায় ফিরলেন তিনি। গতকাল দুই বছরের জন্য মরিনিওর ফেরার কথা নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
৯ ঘণ্টা আগে