ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড-আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ মুখোমুখি হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। দিল্লিতে সেবার ৬৯ রানে জিতে চমক দেখিয়েছিল আফগানরা। ১৪ মাস পর আজ আরেক আইসিসি ইভেন্টে মুখোমুখি হচ্ছে দল দুটি।
চ্যাম্পিয়নস ট্রফিতে লাহোরে আজ ইংল্যান্ড নামছে প্রতিশোধ নিতে। ইংল্যান্ড-আফগানিস্তান দুই দলের জন্য ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াইও। যে হারবে, সে সেমির দৌড় থেকে ছিটকে যাবে। বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। একাদশে তিন পেসার ও তিন স্পিনার নিয়েছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী ও রশিদ খানের সঙ্গে থাকছেন বাঁহাতি চায়নাম্যান নুর আহমাদ। পেস আক্রমণে বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই।
আফগানিস্তানের ব্যাটিং লাইনআপে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরানের সঙ্গে থাকছেন সেদিকউল্লাহ আতাল ও রহমত শাহ। রহমতের লেগ স্পিনারও কার্যকরী হতে পারে। আর উইকেটরক্ষকের গ্লাভস পরবেন গুরবাজ। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও জানিয়েছেন, টস জিতলে ব্যাটিংই নিতেন। জফরা আর্চার, মার্ক উড, জেমি ওভারটন ইংলিশদের একাদশে আছেন এই দুই পেসার। স্পিন আক্রমণে লেগস্পিনার আদিল রশিদের সঙ্গে থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। জো রুটের স্পিনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই বিধ্বংসী ওপেনার ফিল সল্ট,বেন ডাকেট আছেন আফগানদের বিপক্ষে।
লাহোরে ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রান করেও হেরেছে ইংল্যান্ড। সেই ম্যাচে ডাকেট ১৬৫ রান করেছিলেন। এটা চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো পর্যন্ত সর্বোচ্চ ইনিংস। একই ভেন্যুতে আজ আফগানদের বিপক্ষে ইংলিশরা কেমন করে, সেটা সময়ই বলে দেবে।
ইংল্যান্ডের একাদশ
জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, ফিল সল্ট, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জফরা আর্চার, মার্ক উড
আফগানিস্তানের একাদশ
হাশমতউল্লাহ শাহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নুর আহমদ, ফজলহক ফারুকি
ইংল্যান্ড-আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ মুখোমুখি হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। দিল্লিতে সেবার ৬৯ রানে জিতে চমক দেখিয়েছিল আফগানরা। ১৪ মাস পর আজ আরেক আইসিসি ইভেন্টে মুখোমুখি হচ্ছে দল দুটি।
চ্যাম্পিয়নস ট্রফিতে লাহোরে আজ ইংল্যান্ড নামছে প্রতিশোধ নিতে। ইংল্যান্ড-আফগানিস্তান দুই দলের জন্য ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াইও। যে হারবে, সে সেমির দৌড় থেকে ছিটকে যাবে। বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। একাদশে তিন পেসার ও তিন স্পিনার নিয়েছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী ও রশিদ খানের সঙ্গে থাকছেন বাঁহাতি চায়নাম্যান নুর আহমাদ। পেস আক্রমণে বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই।
আফগানিস্তানের ব্যাটিং লাইনআপে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরানের সঙ্গে থাকছেন সেদিকউল্লাহ আতাল ও রহমত শাহ। রহমতের লেগ স্পিনারও কার্যকরী হতে পারে। আর উইকেটরক্ষকের গ্লাভস পরবেন গুরবাজ। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও জানিয়েছেন, টস জিতলে ব্যাটিংই নিতেন। জফরা আর্চার, মার্ক উড, জেমি ওভারটন ইংলিশদের একাদশে আছেন এই দুই পেসার। স্পিন আক্রমণে লেগস্পিনার আদিল রশিদের সঙ্গে থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। জো রুটের স্পিনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই বিধ্বংসী ওপেনার ফিল সল্ট,বেন ডাকেট আছেন আফগানদের বিপক্ষে।
লাহোরে ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রান করেও হেরেছে ইংল্যান্ড। সেই ম্যাচে ডাকেট ১৬৫ রান করেছিলেন। এটা চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো পর্যন্ত সর্বোচ্চ ইনিংস। একই ভেন্যুতে আজ আফগানদের বিপক্ষে ইংলিশরা কেমন করে, সেটা সময়ই বলে দেবে।
ইংল্যান্ডের একাদশ
জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, ফিল সল্ট, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জফরা আর্চার, মার্ক উড
আফগানিস্তানের একাদশ
হাশমতউল্লাহ শাহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নুর আহমদ, ফজলহক ফারুকি
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে